বাংলা সাজেশন ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা

One Time School

ডিগ্রি ২য় বর্ষের সাজেশন ২০২৪

বিষয়: বাংলা

ক বিভাগ

১। ক্ষণপ্রভা শব্দের অর্থ কি?
@ বিজলি
২। আত্নবিলাপ শব্দের অর্থ ক?
@একান্ত ব্যক্তিক অনুভূতিজাত ক্রন্দন।
৩। ধীবর কিসের লোভে অতল জলে ডুবে?
@ মুক্তা ফলের
৪। ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তগত?
@ জন্মদিনে

ফারাবি

৫। চৈতি হাওয়া কবিতার প্রতীকী অর্থ কি?
@ বিরহের যন্ত্রনা
৬। উচাটন শব্দের অর্থ কি?
@ উন্মাতাল
৭। বনলতা সেন কবিতা থেকে দুইটি জনপদের নাম
লিখ?
@ বিদিশা ও শ্রাবন্তী
৮। মানস প্রিয়া কে?
@ বনলতা সেন
৯। কবি ফররুখ আহমদ ডাহুকের ডাকে কি শুনতে
পান?
@ মুক্তির বানী
১০। নিষাদ শব্দের অর্থ কি?
@ ব্যাধ, মৎসজীবী
১১। নীলোৎপল অর্থ কি?
@ নীল পদ্ম
১২। বারবার ফিরে আসে কোন কাব্যগ্রন্থ
অন্তগত ?
@ দুঃসময়ের মুখোমুখি
১৩। নিষাদ কি কোনদিন পক্ষিণীর গোত্র ভূল
করে? এটি কোন কবিতার চরণ?
@ সোনালী কাবিন ৫
১৪। টেকচাদী বাংগালা কি?
@ বাঙলার প্রচলিত ভাষা

ফারাবি

১৫। বাংলার স্কট বলা হয় কাকে?
@ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৬। টেকচাদ কোন ভাষায় শিক্ষিত?
@ইংরেজি ভাষায়
১৭। এক তেলে চাকাও ঘোরে আর এক
তেলে মনও ফেরে কে বলেছেন?
@ হরপ্রসাদ শাস্ত্রী
১৮। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কথাটি কে
বলেছেন?এবং উক্তিটি কোন প্রবন্ধের?
@ রবিন্দ্রনাথ ঠাকুরের। সভ্যতার সংকট
১৯। বার্ধক্য কি?
@পুরাতন কে আঁকড়ে থাকাই
২০। শিখা পত্রিকার মুলমন্ত্র কি ছিল?
@ জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে
আড়ষ্ট , মুক্তি সেখানে অসম্ভব ।
২১। ডিরোজি কোন স্কুলের শিক্ষক?
@ হিন্দু কলেজের
২২। যতমত তত পথ কথাটি কে বলেছেন/ এর
প্রবতকে?
@ রামকৃষ্ণ পরমহংস
২৩। বিবেকানন্দ কার শিষ্য ছিলেন?
@ রামকৃষ্ণ পরমহংস
২৪। রাজবন্দী জবান বন্দি প্রবব্ধ টি কোথায়
প্রকাশিত হয়?
@ ধুমকেতু পত্রিকায়
২৫। বহুভঙ্গিম অর্থ কি?
@ বহু প্রকার অভিব্যক্তি আছে এমন।
২৬। ধর্মকে কারা কালচার বলে পালন করে?
@ সাধারন লোকেরা।
২৭। বাংলার নবজাগরণ প্রভাত নক্ষত্র কে?
@ রাজা রামমোহন রায়
২৮। রাজবন্দী জবানবন্দি তে লেখক কে
কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে?
@ লেখক কে রাজদ্রোহের অভিযোগে
অভিযুক্ত করা হয়।
২৯। একরাত্রি গল্পের নায়ক কি হতে
চেয়েছেন?
@ কালেক্টর সাহেব
#ফারাবি
৩০। গল্পের নায়িকার নাম কি?
@ সুরবালা

গ বিভাগ রচনামূলক প্রশ্ন

রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূল বক্তব্য লিখ।

কবির ক্লান্ত পথিকসত্তা কিভাবে শান্তি লাভ করেছিল বনলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা করো।

সভ্যতার সংকট প্রবন্ধের রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরণ সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা করো।

ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। উক্তিটির আলোকে ধর্ম ও সংস্কৃতির পার্থক্য নির্দেশ করে এ সম্পর্কে প্রবন্ধকারের বক্তব্য বিশ্লেষণ করো।

“ভিখু প্রবলভাবে সংগ্রামশীল অস্তিত্ববাদী” মন্তব্যটির আলোকে প্রাগৈতিহাসিক গল্পের ভিখু চরিত্র আলোচনা করো।

ছোট গল্প হিসেবে ‘আত্মজা ও একটি করবীগাছ’ গল্পটির সাফল্য বিচার করো।

দৃষ্টান্তসহ সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য লিখ।

একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শুন্য পদে নিয়োগ প্রাপ্তির জন্য একটি আবেদন পত্র লিখ।

কবি কাজী নজরুল ইসলামের চৈতী হাওয়া কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে উক্তিটি বিশ্লেষণ করো।

ডাহুক কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো।

রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশপ্রেমের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো।

বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।

রবীন্দ্রনাথের একরাত্রি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো।

নয়নচারা গল্প অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ করো।

বাংলা একাডেমীর প্রমিত বানানের 10 টি নিয়ম উদাহরণসহ লিখ।

তোমাদের কলেজে একজন বরেণ্য মুক্তিযোদ্ধার আগমন উপলক্ষে একটি মানপত্র রচনা করো।

ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষের যে জয়গান গেয়েছেন তার পরিচয় দাও।

“শামসুর রাহমানের বারবার ফিরে আসে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক বিক্ষোভ ও গণ-আন্দোলনের প্রেরণাদীপ্ত কবিতা।” উক্তিটির আলোকে কবিতাটি বিশ্লেষণ করো।

যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে প্রমথ চৌধুরীর যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ করো।

মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধের মূল বক্তব্য লেখ।

হুজুর কেবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ করো।

সংজ্ঞা ও উদাহরণসহ সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য আলোচনা করো।

তোমার কলেজে বাংলা নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লেখ।

Degree 2nd Year Suggestion 2024 Subject: Bengali. Degrees are very important for students. We have prepared an advisory to help national university students. We hope this advice will be of great help to the weak students. This advice has been written specifically to meet the needs of NU degree students in Bangladesh. It’s a complete suggestion. Following the suggestion exactly will result in a 90% to 100% reduction.

ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৪ | One Time School

বাংলা সাজেশন ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা

Leave a Comment

error: Don't Copy This Content !!