অনার্স ৪র্থ বর্ষের উন্নয়নের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪। অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একটি সাজেশন প্রস্তুত করেছি। আমরা আশা করি এই সাজেশনটি দুর্বল শিক্ষার্থীদের খুব সাহায্য করবে। বাংলাদেশের এনইউ অনার্স শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য বিশেষভাবে এই সাজেশনটি লেখা হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ সাজেশন। সাজেশনটি হুবহু অনুসরণ করলে 90% থেকে 100% কমন পড়বে।
ব্যতিক্রম সাজেশন ঢাকার অভিজাত কলেজ, ঢাকার বাইরে স্বনামধন্য কলেজ এবং গুরুত্বপূর্ণ কোচিং সেন্টারের সাজেশন। বিগত বছরের প্রশ্নপত্র ও টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে প্রণীত হওয়ায় প্রশ্ন কম অথচ কমন পড়ে বেশি। আর এরই আলোকে আমাদের সাজেশনটি তৈরি।আপনি খুব সহজে এখান থেকে অনার্স প্রথম বর্ষ সহ সকল বাসের সাজেশন ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনাকে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটটি। একটি নির্ভরযোগ্য সাজেশন ছাড়াও পাবেন মডেল টেস্ট এর প্রশ্নপত্র যার সাহায্যে আপনি খুব সহজেই নিজেকে যাচাই করে নিতে পারবেন।
- ভাব সম্প্রসারণ: নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস
- সকল সিমের প্রয়োজনীয় কোড জেনে নিন
- সার্টিফিকেট সংশোধন করবেন যেভাবে জেএসসি, এসএসসি, এইচএসসি
- SSC Result
- Make a Blog using GeneratePress – One Time School
অনার্স ৪র্থ বর্ষের উন্নয়নের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪
ক বিভাগ
উন্নয়ন সমাজবিজ্ঞান বলতে কী বুঝ?
উন্নয়ন সমাজ বিজ্ঞানের প্রাতিষ্টানিক চিন্তার সুএপাত হয় কখন?
Sociology of the third World গ্রন্হটির রচয়িতা কে?
উন্নয়নের দুটি অর্থনৈতিক সূচকের নাম উল্লেখ কর?
ডব্লিউ ডব্লিউ রস্টোর আধুনিকায়ন তত্বের স্তর কয়টি?
The stage of Economic Growht গ্রন্হে রস্টো উন্নয়ন শীল দেশকে কয়টি ধাপ অতিক্রম করার কথা বলেছে?
তৃতীয় বিশ্ব কি?
বিশ্ব ব্যবস্হা তত্বের মূল বক্তব্য কে?
উপনিবেশ কী?
কখন সাম্রাজ্যবাদের পতন শুরু হয়
SEATO এর পূর্ণ রুপ কী?
NATO এর পূর্ণরুুপটি লেখ?
UNFPA এর পূর্ণ রুপ কী?
বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
শিল্পায়ন কী?
বাংলাদেশের প্রথম শিল্পনীতি প্রণীত হয় কত সালে?
বৈদেশিক মূদ্রা কী?
নগরায়ন কী?
পৃথবীর বৃহওম মেগাসিটি কোনটি?
অতি নগরায়ন কী?
আমলাতন্ত্র ধারণাটির প্রধান প্রবক্তা কে?
আমলা তন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখ?
বাংলাদেশে স্হানীয় সরকার ব্যবস্হার সর্বনিম্ন ধাপ কী?
সুশীল সমাজের ধারণাটিকে কখন সর্বপ্রথম ব্যবহার করেন?
বৈদেশিক সাহায্য কী?
GSP এর পূর্ণরুপ কী?
বহুজাতিক সংস্হার একটি বৈশিষ্ট্য উল্লেখ কর?
দুটি জাতীয় এনজিওর নাম লেখ?
Culture শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
Primitive Culture শব্দটির লেখক কে?
আধুনীকতা কি?
খ বিভাগ
উন্নয়ন শীল সমাজ বিজ্ঞান কী?
সামাজিক উন্নয়ন বলতে কী বুঝ?
টেকসই উন্নয়ন কী?
আধুনীকরণের সংজ্ঞা দাও?
নির্ভরশীলতা তও্বের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর?
নব্য মার্কসবাদ কাকে বলে?
নব্য উপনিবেশবাদ বলতে কী বুঝ?
সাম্রাজ্যবাদের সংজ্ঞা দাও?
জনসংখ্যা ও পরিবেশের মধ্যে সম্পর্ক কী?
পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে আলোচনা কর?
শিল্পায়ন কাকে বলে?
বৈদেশিক পুঁজি কী?
নগরায়নের চারটি বৈশিষ্ট্য আলোচনা কর?
অতি নগরায়ণ বলতে কি বুঝ?
বাংলাদেশের নগর সমস্যা গুলো চিহৃত কর?
স্হানীয় সরকার বলতে কী বুঝ?
সুশীল সমাজের উদ্দেশ্যবলি কী কী?
সুশীল সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর?
বহুজাতিক সংস্হা কী?
বিশ্বায়ন বলতে কী বুঝ?
সাংস্কৃতিক পরিবর্তনশীলতা বলতে কী বুঝায়
সাংস্কৃতিক বিশ্বায়ন কী?
গ বিভাগ
উন্নয়ন সমাজ বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর?
উন্নয়ন সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর?
উন্নয়নশীল বিশ্বে টেকসই উন্নয়নের প্রকৃতি ব্যাখ্যা কর?
আধুনীকায়ন ও নির্ভরশীলতা তও্বের তুলনা মূলক আলোচনা কর?
ইমানু়য়েল ওয়ালারস্টেইনের বিশ্ব ব্যবস্হা তও্বটি পর্যালোচনা কর?
ঔপনিবেশিক দেশসমূহের উন্নয়নে ঔপনিবেশবাদের প্রভাব আলোচনা কর?
উদাহরণসহ নব্য উপনিবেশবাদের সাম্প্রতিক ধারা আলোচনা কর?
সাম্রাজ্যবাদ কী? সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশের ও কারণসমূহ আলোচনা কর?
জনসখ্যাকে সম্পদে পরিণত করার কৌশল সমূহ আলোচনা কর?
জনসংখ্যা বিস্ফোরণ অনুন্নয়নের কারণ নয় আলোচনা কর?
বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে শিল্পায়নের প্রভাব আলোচনা কর?
বাংলাদেশের শিল্পায়নে বৈদেশিক পুঁজির ভুমিকা আলোচনা কর?
বাংলাদেশে নগরায়ণের প্রকৃতি উপযুক্ত উদাহরণসহ আলোচনা কর?
উন্নয়ন আলোচনায় শিল্পায়ন ও নগরায়ণের সম্পর্ক পর্যালোচনা কর?
উন্নয়নশীল দেশের উন্নয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর?
পল্লি উন্নয়নে স্হানীয় সককারের ভূমিকা আলোচনা কর?
বৈদেশিক সাহায্য কীভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে আরও নির্ভরশীল করে তুলছে? ব্যাখ্যা কর?
উন্নয়নশীল দেশে বহুজাতিক সংস্হার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা কর?
উন্নয়নশীল দেশসমূহে উন্নয়ন প্রক্রিয়ার সাংস্কৃতির ভূমিকা ব্যাখ্যা কর?
সনাতন ও আধুনীত সমাজের মধ্যে পার্থক্য আলোচনা কর?
Honors 4th Year Sociology Suggestion of Development 2024. Honors are very important for 4th-year students. We have prepared a suggestion to help the national university students. We hope this suggestion will be of great help to the weak students. This suggestion has been specially written to meet the needs of NU Honours students of Bangladesh. It’s a complete suggestion. Following the suggestion exactly will result in a 90% to 100% reduction.
I am happy