ভাবসম্প্রসারণ: যে জাতি জীবন হারা অচল অসার / পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার

One Time School

ভাবসম্প্রসারণ: যে জাতি জীবন হারা অচল অসার, / পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার Je Jati Jibon Hara Ochol Osar Pode Pode Badhe Tare Jirno Lokachare

যে জাতি জীবন হারা অচল অসার / পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার
যে জাতি জীবন হারা অচল অসার / পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার

আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আজকে আমাদের পোস্টটি সাজানো হয়েছে ভাব সম্প্রসারণ লিখার সুন্দর সুন্দর নিয়ম নিয়ে। আপনি কি কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হবে এটা নিয়ে চিন্তিত? কিভাবে ভাব সম্প্রসারণ লিখলে আপনার লেখাটা অনেক পারফেক্ট হবে এটা ভাবছেন? আপনি কি ভাব সম্প্রসারণ লিখে স্যারকে সন্তুষ্ট করে ভালো মার্কস পেতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন।

আর এই পোস্টটি আপনার উপকারী হতে পারে। কেননা আমাদের আজকের পোস্টটি সাজানো হয়েছে ভাব সম্প্রসারনের মাধ্যমে। এখান থেকে যদি আপনি ভাব সম্প্রসারণের নিয়ম শিখতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন। আশা করি এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ভাব সম্প্রসারণ এর নিয়ম পেয়ে যাবেন।

আপনারা যারা শিক্ষার উপর বিভিন্ন তথ্য খুজতেছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন। এখানে শিক্ষার উপর সমসাময়িক তথ্য প্রচার করা হয়ে থাকে। আমরা প্রতিদিনই কোন না কোন বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের আরো একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আজকে যে ভাব সম্প্রসারণ চিনি আলোচনা করব সেটি অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আজকের ভাব-সম্প্রসারণটি নিম্নে আলোচনা করা হল:

ভাবসম্প্রসারণ তালিকা

আরো এড করা হবে…..

শিক্ষাক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো বাংলা ব্যাকরণ। আর বাংলা ব্যাকরণেরই একটি বিশেষ টপিক হচ্ছে ভাব সম্প্রসারণ। কিন্তু দেখা যায় যে অনেকেই এই ভাব সম্প্রসারণ লিখতে পারদর্শী হয় না। আবার ভাব সম্প্রসারণ লেখে ভালো নম্বরও পায় না। তাই যারা ভাব সম্প্রসারণে অনেক ভালো নম্বর পেতে চান, আবার অনেক ভালো মাধ্যমে এই নাম্বারটা অর্জন করতে চান তাদের জন্য আজকের পোস্টটির ভিন্নভাবে সাজানো হয়েছে।

এখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে খুবই কম সময়ের মধ্যে ভাব সম্প্রসারণ লিখে দারুন নম্বর তোলা যায়। আবার অনেকে দেখা যায় যে ভাব সম্প্রসারণ মুখস্ত করে। ঘন্টার পর ঘন্টা ধরে ভাব সম্প্রসারণ মুখস্ত করে কিন্তু নির্ধারিত মুখস্ত বিষয়গুলোর মধ্যে যদি ভাব সম্প্রসারণ কমন না পড়ে তাহলে ঘাবড়ে যায়। অনেকেই আবার অনেকে লিখতেও পারেনা।

ভাবসম্প্রসারণ: যে জাতি জীবন হারা অচল অসার / পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার

মূলভাব: যে কোন জাতির উন্নতির মূল সোপান হচ্ছে তার চেতনা ও আদর্শ। আদর্শচু্্যত জাতি কখনো তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে না, বরং নানা বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়ে।

সম্প্রসারিত ভাব: আমরা জানি গতিই জীবন, আর জীবন হীনতা বা স্থিতিই মৃত্যু। এই বিশ্বজগতে যতদিন গতি আছে যতদিন জীবন আছে। যেদিন এই গতি স্তব্ধ হয়ে যাবে সেদিনই আসবে ধ্বংস। নদী তার আপন ধারায় প্রতিনিয়ত বয়ে চলেছে। সে কোন বাধা মানে না, কোন বিপত্তি এসে তার পথ রোধ করতে পারে না। কিন্তু যদি প্রাকৃতিক কোন কারণে ওই নদীর অবিরাম জলধারা বন্ধ হয়ে যায়, তবে নদীর বুকে জমে ওঠে সহস্র শৈবাল স্তুপ। এতে তার গতি রুদ্ধ হয় ফলে তার স্ত্রী সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

মানব সমাজেও তদ্রুপ চলে নদীর মত আপন গতিবেগে, উৎস থেকে মোহনার দিকে অতীত থেকে ভবিষ্যতের দিকে। কোথাও তার বিরাম নেই, বিশ্রাম নেই। তার গতির চিরচঞ্চল। যে জাতি গতির সাধনা করে সে জাতির যাত্রা হয় পূর্ণতার দিকে, সে জাতি বিরামহীন বিকাশের পথেই যাত্রা করে।

কিন্তু কোন জাতি যদি তাদের আদর্শের পথ হারিয়ে ফেলে, অজ্ঞানের অন্ধকারে আবদ্ধ থেকে অন্ধ অনুকরণ বা পুরাতন সংস্কারকে আঁকড়ে ধরে থাকে, সে জাতি প্রগতির ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চারদিকের নানা বিপদ ও বিপর্যয় এসে তাদের আঘাত হানে। বন্ধ হয়ে যায় তার উন্নতির সকল পথ। তখন এ জাতি প্রকৃত উন্নতির পথ ত্যাগ করে শুষ্ক ও জীর্ণ লোকাচারের প্রতি আসক্ত হয়।

জাতির চলার পথ শেষ পর্যন্ত একেবারে অবরুদ্ধ হয়ে ওঠে কুসংস্কারের প্রকোপে, লোকাচারের প্রাচুর্যে এবং দেশাচারের যুক্তিহীন প্রয়োগে। অর্থহীন গোঁড়ামি প্রতিপদে তার উন্নতির অন্তরায় হয়ে ওঠে এবং জাতির অগ্রগতি চিরকালের জন্য বন্ধ হয়ে যায়, জাতি তখন বিকৃত ও শাস্ত্র- বাণী সর্বস্ব এক জড় পদার্থে পরিণত হয়।

মন্তব্য: কোন দেশের প্রতিটি নাগরিক প্রকৃত দেশ প্রেমিক হলে কোনোরুপ জড়তা বা কুসংস্কার তাদের গ্রাস করতে পারে না। ফলে প্রাণপণ প্রচেষ্টা ও সক্রিয়তার অনুশীলনের মাধ্যমে জাতি অনায়াসে পৌঁছে যেতে পারে উন্নতির চরম শীর্ষে।

আপনারা যারা আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত শিক্ষা বিষয়ের ওপর বিভিন্ন তথ্য খুঁজে পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের ভাব-সম্প্রসারণ নিয়ে আলোচনা করলাম, এখানে চেষ্টা করেছি প্রতিটি ভাব-সম্প্রসারণ সুন্দর এবং সাবলীল ভাষায় প্রকাশ করার ‌। এতে করে আপনারা সহজেই অল্প সময়ে ভাব সম্প্রসারণ গুলো পড়াশোনার মাধ্যমে আয়ত্ত করতে পারবেন। আমরা আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র চেষ্টা করে গেছি, ভালো কিছু উপহার দেয়ার জন্য। বাকিটা আপনাদের ওপর নির্ভর করছে। তাই বেশি বেশি করে আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন এবং শিক্ষা বিষয়ক তথ্য ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় তথ্য খুব অল্প সময়ে আপনারা দেখে নিতে পারবেন অথবা প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন। সবার সুস্থতা কামনা করছি।

ভাবসম্প্রসারণ: যে জাতি জীবন হারা অচল অসার / পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার

Leave a Comment

error: Don't Copy This Content !!