ভাবসম্প্রসারণ: প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না Pran Thaklei Prani Hoi Kintu Mon na Thakle Manush Hoina
আপনারা যারা শিক্ষার উপর বিভিন্ন তথ্য খুজতেছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন। এখানে শিক্ষার উপর সমসাময়িক তথ্য প্রচার করা হয়ে থাকে। আমরা প্রতিদিনই কোন না কোন বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের আরো একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আজকে যে ভাব সম্প্রসারণ চিনি আলোচনা করব সেটি অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আজকের ভাব-সম্প্রসারণটি নিম্নে আলোচনা করা হল:
ভাবসম্প্রসারণ:
প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না
- ভাবসম্প্রসারণ: শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির
- ভাবসম্প্রসারণ: পুষ্প আপনার জন্য ফোটে না
- ভাবসম্প্রসারণ: শিক্ষাই জাতির মেরুদন্ড
- ভাবসম্প্রসারণ: ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ
- ভাবসম্প্রসারণ: সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ / সঙ্গ দোষে লোহা ভাসে
- ভাবসম্প্রসারণ: প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না
- ভাবসম্প্রসারণ: আলস্য এক ভয়ানক ব্যাধি
- ভাবসম্প্রসারণ: জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর
- ভাবসম্প্রসারণ: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
- ভাব সম্প্রসারণ: উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই
- ভাবসম্প্রসারণ: এ জগতে হায়, সে বেশি চায় আছে যার ভূরি ভুরি / রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি
- ভাব সম্প্রসারণ: ভালোমন্দ, সুখ দুঃখ অন্ধকার আলো, মনে হয়, সব নিয়ে এ ধরণী ভাল
- ভাবসম্প্রসারণ: দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
ভাবসম্প্রসারণ: প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না
মূলভাব: আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কিছুই সৃষ্টি করেছেন। তার মধ্যে মানুষ সৃষ্টির সেরা জীব। এই শ্রেষ্ঠত্বের কারণ হলো মানুষের একটা সুন্দর মন আছে, যা অন্য কোন প্রাণীর মধ্যে নেই। মনের বৈশিষ্ট্যের জন্য মানুষ প্রাণীদের থেকে আলাদা।
সম্প্রসারিত ভাব: পৃথিবীতে যাদের প্রাণ আছে তারা সবাই প্রাণী। যেমন গাছপালা পশুপাখি সবারই প্রাণ প্রাণ আছে তাই সবাই প্রাণী। এই দিক থেকে বিবেচনা করলে মানুষ আর দশটা প্রাণীর মতই একটা প্রাণী। কিন্তু অন্য প্রাণীর থেকে মানুষের পার্থক্য আছে। মানুষ তার মহৎ গুণাবলী জন্য সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেচিত। মানুষের মনের যে বিশেষ সত্তাটি আছে তা এই পার্থক্যের কারণ। মানুষের যে মন আছে অন্য প্রাণীর মধ্যে এই মনের পরিচয় স্পষ্ট নয়। মন আছে বলেই মানুষের মধ্যে প্রেম আছে, কল্পনা আছে, ধর্ম আছে।
মানুষের মন আছে বলেই তার থেকে সে চিন্তা ভাবনা, বুদ্ধি, জ্ঞান , আবেগ-অনুভূতি ইত্যাদি প্রকাশ করতে পারে কিন্তু অন্য প্রাণীর ক্ষেত্রে তা সম্ভব নয়। মানুষের যা কিছু গুণাবলী আছে তার ভিত্তি তার মন। এই মন থেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের বৈশিষ্ট্যের বিকাশ ঘটেছে। তাই সকল প্রাণীর উপরে মানুষের স্থান ও মর্যাদা। যে কেবল মানুষের আকৃতি নিয়ে পশুর মত কাজ করে পশুসুলভ আচরণ করে যার মধ্যে মানবতাবোধ, সত্যনিষ্ঠা ,বিবেক-বুদ্ধি ইত্যাদি নেই তাকে সত্যিকারের মানুষ বলা চলে না । তাই মানুষ হতে হলে শুধু প্রাণ থাকলে চলবে না, তার সাথে একটা সুন্দর মন থাকতে হবে।
মানুষ হিসেবে অর্জন করতে হবে সমস্ত মানবীয় গুণাবলী। মানুষ আজ পৃথিবীতে প্রতিষ্ঠিত। একটা পশুর প্রাণ আছে, কিন্তু সে মানুষের থেকে আলাদা। মানুষ যেমন তার নিজস্ব ভালো-মন্দ, বুদ্ধি-বিবেক, সত্যনিষ্ঠা মানবতাবোধ ইত্যাদি বুঝতে পারে কিন্তু একজন পুশুর পক্ষে তা সম্ভব না । প্রাণের দিক দিয়ে মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে কোনো রকম পার্থক্য নেই। কিন্তু মানুষের মধ্যে কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য আছে, যা অন্য কোনো প্রাণীর মধ্যে লক্ষণীয় নয়।
এখানেই মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর পার্থক্য। মনের বিকাশ সাধনের মাধ্যমে যথার্থ মানুষের মর্যাদা লাভ করা যায়; কিন্তু প্রাণীদের পক্ষে তা সম্ভব নয়। মন বা বিবেক এমন এক অমূল্য সম্পদ, যার প্রভাবে মানুষ প্রাণী হয়েও মানুষ নামে পরিচিত এবং প্রাণীর শুধু প্রাণ আছে বলেই তারা প্রাণী। পক্ষান্তরে মানুষ যখন তার বিবেক-বুদ্ধি হারিয়ে ফেলে তখন সে যতই মানুষ হোক না কেন নেমে আসে পশুদের কাতারে।
মন্তব্য: উপরের আলোচনায় আমরা বলতে পারি যে, প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় কিন্তু মন না থাকলে সত্যিকার অর্থে মানুষ হওয়া যায়না। তা না হলে মানুষ এবং পশু পাখির মধ্যে কোন পার্থক্যই থাকতো না। মানুষ ও প্রাণী পশু-পাখিও প্রাণী কিন্তু মানুষের সুন্দর একটা মন আছে যা পশুপাখির থেকে আলাদা।মনের বিকাশ সাধনের মাধ্যমে যথার্থ মানুষের মর্যাদা লাভ করা যায়; কিন্তু প্রাণীদের পক্ষে তা সম্ভব নয়।
ভাবসম্প্রসারণ: প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না