ভাবসম্প্রসারণ: শিক্ষাই জাতির মেরুদন্ড Shikkhai Jatir Merudondo
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই ওয়েবসাইট পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজ আরও একটি নতুন ভাব সম্প্রসারণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভাব সম্প্রসারণ টি বিশেষ করে ৬ষ্ট, ৭ম শ্রেণির জন্য খুবই উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আশা করছি আপনাদের পাঠ্যপুস্তক এর সহায়ক হিসেবে আমাদের ওয়েবসাইট থেকে এই ভাব সম্প্রসারণ টি অনেক কাজে লাগবে। আজকে আমরা আপনাদের জন্য যে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব সেটি হলো পুষ্প আপনার জন্য ফোটে না। চলুন শিক্ষার্থীবৃন্দ আমরা এই ভাব সম্প্রসারণ এর বিস্তারিত নিয়ে আলোচনা করি।
আপনারা যারা শিক্ষার উপর বিভিন্ন তথ্য খুজতেছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন। এখানে শিক্ষার উপর সমসাময়িক তথ্য প্রচার করা হয়ে থাকে। আমরা প্রতিদিনই কোন না কোন বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের আরো একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আজকে যে ভাব সম্প্রসারণ চিনি আলোচনা করব সেটি অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আজকের ভাব-সম্প্রসারণটি নিম্নে আলোচনা করা হল:
ভাবসম্প্রসারণ তালিকা
- ভাবসম্প্রসারণ: শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির
- ভাবসম্প্রসারণ: পুষ্প আপনার জন্য ফোটে না
- ভাবসম্প্রসারণ: শিক্ষাই জাতির মেরুদন্ড
- ভাবসম্প্রসারণ: ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ
- ভাবসম্প্রসারণ: সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ / সঙ্গ দোষে লোহা ভাসে
- ভাবসম্প্রসারণ: প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না
- ভাবসম্প্রসারণ: আলস্য এক ভয়ানক ব্যাধি
- ভাবসম্প্রসারণ: জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর
- ভাবসম্প্রসারণ: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
আজকে আমরা বাংলা ব্যাকরণ এর যে ভাব সম্প্রসারণ আলোচনা করব সেটি সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আমরা আমাদের এই ওয়েবসাইটে চেষ্টা করেছি আজকে যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করব সেটি সহজ এবং সুন্দর ভাবে উপস্থাপনা করার যাতে করে শিক্ষার্থীরা সহজেই অনুবাদ করতে পারে এবং তাদের নির্দিষ্ট বাংলা ব্যাকরণ এর পাশাপাশি এই ভাব সম্প্রসারণ অনেক কাজে লাগবে।
শিক্ষাই জাতির মেরুদন্ড
মূলভাবঃ Education is the backbone of a nation অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদন্ড। মেরুদণ্ডহীন মানুষ যেমন অপরের মুখাপেক্ষী অসহায় ঠিক তেমনি শিক্ষা ছাড়া একটি জাতি যুদ্ধক্ষেত্রে ঢালহীন তলোয়ারের মতো। জৈবিক মেরুদণ্ড যেমন মানুষকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে, শিক্ষাও মানুষকে নীতি-নৈতিকতার উজ্জ্বল্যে, চিন্তাশীলতার ভেতর দিয়ে এবং সৃষ্টিশীলতার মধ্য দিয়ে সময়ের প্রয়োজনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে প্রাণিত করে।
সম্প্রসারিত ভাবঃ আমাদের যে ৫ টি মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো শিক্ষা। শিক্ষা ছাড়া জাতি গঠন কল্পনা করা অসম্ভব। একমাত্র শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতিকে উন্নত করা যেতে পারে। তাই বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি শিক্ষা থেকে বঞ্চিত সে জাতি পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকে। যে দেশের লোক যত বেশি শিক্ষিত, সে দেশের মানুষ তত বেশি উন্নত। একজন শিক্ষিত মানুষ ব্যাক্তিজীবন সহ জাতীয় ও রাষ্ট্রীয় জীবনের সব রকম উন্নতি সাধন করে।
জাতির মেরুদণ্ড’কে শক্ত ও মজবুত করতে জাতি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষাই মানুষকে মেধা ও শ্রেষ্ঠত্ব দান করে। মনীষী ফ্রেডারিক হার্বাটের মতে ” শিক্ষা হচ্ছে মানুষের বহুমুখী প্রতিভা ও অনুরাগের সুষম প্রকাশ”। মেরুদন্ড ছাড়া যেমন একজন মানুষকে কল্পনা করা যায়না, তেমনি শিক্ষা ছাড়া কোন জাতি কে কল্পনা করা ঠিক নয়। শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে যা- তাকে আধুনিক ও উৎপাদনক্ষম করে গড়ে তোলে।
বর্তমান বিশ্বে শিক্ষা ছাড়া উন্নয়নের কাতারে দাঁড়ানো অসম্ভব। নেপোলিয়ন’ বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। শিক্ষা মানুষকে অন্ধকার ও কুসংস্কার থেকে দূরে রাখে। ব্যক্তিজীবন,সামাজিক জীবনসহ জাতীয় জীবনে শিক্ষা মানুষকে সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায় বিচার বিশ্লেষণ করতে শেখায়।
শিক্ষা মানুষের মনের বিকাশ ঘটায়। শিক্ষিত মানুষের মনের বিকাশের মাধ্যমে উচ্চ জাতির মনের বিকাশ ঘটে। বিখ্যাত সাহিত্যিক” Jhon Milton এর ভাষায় ” Education is the harmonious development of body, mindly and soul” অর্থাৎ দেহ ও মনের যথাযথ বিকাশ শিক্ষার অন্যতম লক্ষ্য।
শিক্ষা ছাড়া কোন জাতি ও দেশ সামনের দিকে অগ্রসর হতে পারে না। শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে পুরো পৃথিবীটার পরিবর্তন ঘটানো সম্ভব। আমাদের মনে রাখতে হবে, সত্যিকার শিক্ষা ব্যতীত একটি জাতি কোনোদিন তার নিজের সত্যিকার বিকাশ ঘটাতে পারে না।
মন্তব্যঃ উপরের বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে এটাই বলতে পারি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই পারে একটি জাতিকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে কারণ শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্ম সুশিক্ষিত ও সুনাগরিক হয়ে আলোকিত মানুষ হিসেবে দেশের সঠিক নেতৃত্ব দিবে।