গুগল ম্যাপে লোকেশন এড করার নিয়ম
গুগল ম্যাপে নিজের বাড়ি বা দোকান যুক্ত করুন খুব সহজেই
আজকের পোস্টের বিষয় হচ্ছে গুগল ম্যাপে কিভাবে আপনার আপনাদের বাসা বাড়ি দোকান ব্যবসা বানিজ্য ঠিকানা গুগল ম্যাপে অ্যাড করবেন। যাতে করে যে কেউ গুগল সার্জ করলে আপনার সব তথ্য পেয়ে যায়।
তাহলে শুরু করা যাক আজ পোস্ট বেশি লম্বা হবে না সবাই পোস্ট টি সাথে থাকুন।
প্রথমে আমাদের গুগল প্লে স্টোর হতে অ্যাপ ডাউনলোড বা আপডেট করে নিতে হবে।
হবে।
- নড়াইল জেলার দর্শনীয় স্থানগুলো কি কি?
- অনলাইনে জমি খারিজ করার পদ্ধতি ২০২৪ । জমির নামজারি পদ্ধতি ২০২৪ | ই নামজারি আবেদন
- কিভাবে টেলিগ্রাম বট ও ইমেইল তৈরি করবেন
- কিছু সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ জানুন
- যুব উন্নয়ন ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ ২০২৪
কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় – ( ১০০% Real উপায় )
ছবিতে দেখানো সব কিছু অনুসরণ করুন
স্কীনে দেখানো অংশ থেকে contribute ক্লিক করুন।
এখান থেকে add place ক্লিক কর পরবর্তী ধাপ অনুসরণ করুন।
প্রথমে আপনার বাড়ির নাম দিন, তার category সিলেক্ট করুন, তারপর বাড়ির address দিন।
এখানে দেখানো সব কিছু অনুসরণ করুন।
এখান থেকে বাড়ি বা দোকানের একটা ছবি সিলেক্ট করে দিতে পারেন।
তারপর এখানে দেখুন আমাদের আবেদন টি হয়েছে Done ক্লিক করে দিন কাজ শেষ এখন ২-৩ ঘন্টা অপেক্ষা করুন গুগল আপনার address ভেরিফাই করে অ্যাড করে দিবে।
সবাইকে স্বাগতম জানিয়ে আজকের টপিক শেষ করছি, আর বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।