আমি যদি আরব হতাম – কাজী নজরুল ইসলাম

One Time School

আমি যদি আরব হতাম - কাজী নজরুল ইসলাম
আমি যদি আরব হতাম – কাজী নজরুল ইসলাম

আমি যদি আরব হতাম

___কাজী নজরুল ইসলাম

আমি যদি আরব হতাম মদিনারই পথ

এই পথে মোর চলে যেতেন নূর নবী হজরত।

পয়জার তাঁর লাগত এসে আমার কঠিন বুকে

আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে

সেই চিহ্ন বুকে পুরে

পালিয়ে যেতাম কোহ-ই-তুরে

সেথা দিবানিশি করতাম তার কদম জিয়ারত

মা ফাতেমা খেলত এসে আমার ধূলি লয়ে

আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে

হাসান হোসেন হেসে হেসে

নাচত আমার বক্ষে এসে

চক্ষে আমার বইত নদী পেয়ে সে ন্যামত।

আমার বুকে পা ফেলে রে বীর আসহাব যত

রণে যেতেন দেহে আমার আঁকি মধুর ক্ষত

কুল মুসলিম আসত কাবায়

চলতে পায়ে দলত আমায়

আমি চাইতাম খোদার দীদার শাফায়ত জিন্নত।।

ভাবসম্প্রসারণ: প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না | One Time School

আমি যদি আরব হতাম – কাজী নজরুল ইসলাম

Leave a Comment

error: Don't Copy This Content !!