জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ উত্তর

One Time School

Updated on:

উত্তরগুলো বোল্ড করা আছে

মূল্যায়ন ১

প্রশ্ন ১.মোট নম্বর : ১

যোগ্যতা: “নিজের পছন্দ ও যোগ্যতা বিবেচনা করে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারা এবং তা বাস্তবায়নে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে পারা”নতুন শিক্ষাক্রম অনুযায়ী উপর্যুক্ত যোগ্যতা অর্জনের জন্য নিচের কোন ধরনের শিখন-শেখানো কৌশল সবচেয়ে কার্যকর  –

  •  পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট অধ্যায় ভালো করে বুঝিয়ে দেওয়া যাতে শিক্ষার্থীরা সবাই বুঝতে পারে।
  •  শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দ ও যোগ্যতা নির্ধারণ করে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে সহায়তা করানো।
  •  স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়নে সহায়তা করানো।
  •  শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দ ও যোগ্যতা বিবেচনা করে জীবনের লক্ষ্য নির্ধারণ করে শিক্ষার্থীদের দিয়ে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করানো।
  •  বিতর্ক আয়োজনের মাধ্যমে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা।

মতামত


আপনার মতামত হবে

অবশ্যই নতুন শিক্ষাক্রমের ফলে শিক্ষার গুণগত মান অনেক উন্নত হবে।

মূল্যায়ন ২

সম্মানিত শিক্ষক,

আপনি ইতোমধ্যে এই মডিউলের বিষয়বস্তু সম্পর্কিত ভিডিও এবং পাঠ-সহায়িকা দেখেছেন। এই পর্যায়ে মডিউলের বিষয়বস্তুর উপরে একটি স্ব-মূল্যায়ন (কুইজ) সংযুক্ত রয়েছে যেখানে আপনাকে মডিউলের বিষয়বস্তুর উপরে একটি প্রশ্ন করা হবে। প্রশ্নটি সঠিকভাবে উত্তর করতে পারলেই কেবল সামনে অগ্রসর হতে পারবেন। সঠিকভাবে উত্তর করতে না পারলে ভিডিও এবং পাঠসহায়িকা পুনরায় দেখে স্ব-মূল্যায়নে অংশগ্রহণ করতে পারবেন। শুভকামনা।

প্রশ্ন ১.মোট নম্বর : ১

নতুন শিক্ষাক্রম অনুযায়ী নিচের কোনটি যোগ্যতা?

  •  বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ব্যবহার সম্পর্কে বলতে পারা।
  •  বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে পারা।
  •  বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার জেনে তা প্রয়োগ করতে পারা।
  •  বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের করতে পারা।

মূল্যায়ন ৩

প্রশ্ন ১.মোট নম্বর : ১

নতুন শিক্ষাক্রম অনুযায়ী নিচের কোন কোন বিষয় শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত নয়?

  •  স্বাস্থ্য সুরক্ষা
  •  কৃষি শিক্ষা
  •  পদার্থ
  •  ব্যবসা শিক্ষা

মূল্যায়ন ৪

প্রশ্ন ১.মোট নম্বর : ১

নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন সময় নির্ধারণে নিচের কোন কোন দিক বিবেচনা করা হয়েছে?

  •  বিদ্যালয়ে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে।
  •  মোট শিখন সময় আন্তর্জাতিক মান দণ্ডের সাথে সমন্বয় করা হয়েছে।
  •  মোট শিখন সময় কমে গেছে।
  •  অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার জন্য সময় কম লাগবে।

মূল্যায়ন ৫

প্রশ্ন ১.মোট নম্বর : ১

নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়নের ক্ষেত্রে কোনগুলো সঠিক?

  •  শুধুমাত্র শিক্ষক মূল্যায়ন করবেন ।
  •  রিপোর্ট কার্ডে নম্বরের পরিবর্তে পারদর্শিতার রেকর্ড উপস্থাপন করা হবে।
  •  মূল্যয়ান প্রক্রিয়ায় পরিবার ও সমাজকেও যুক্ত করা হবে।
  •  মূল্যায়নের ভিত্তি হবে প্রত্যাশিত যোগ্যতা
  •  শুধুমাত্র পরীক্ষার ওপর ভিত্তি করে শিক্ষার্থীর মূল্যায়ন করা হবে।

মতামত

আপনার মতামত

সময় উপযোগী ও বাস্তবমুখী মূল্যায়ন পদ্ধতি।

পূর্ব অভিজ্ঞতা

আপনার মতামত

নতুন কারিকুলাম অবলম্বন করলে সম্ভব।

মতামত

আপনার মতামত

সকল শিক্ষার্থীদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি

Leave a Comment

error: Don't Copy This Content !!