অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব সাজেশন ২০২৪

One Time School

অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব সাজেশন ২০২৪। অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একটি সাজেশন প্রস্তুত করেছি। আমরা আশা করি এই সাজেশনটি দুর্বল শিক্ষার্থীদের খুব সাহায্য করবে। বাংলাদেশের এনইউ অনার্স শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য বিশেষভাবে এই সাজেশনটি লেখা হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ সাজেশন। সাজেশনটি হুবহু অনুসরণ করলে 90% থেকে 100% কমন পড়বে।

ব্যতিক্রম সাজেশন ঢাকার অভিজাত কলেজ, ঢাকার বাইরে স্বনামধন্য কলেজ এবং গুরুত্বপূর্ণ কোচিং সেন্টারের সাজেশন। বিগত বছরের প্রশ্নপত্র ও টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে প্রণীত হওয়ায় প্রশ্ন কম অথচ কমন পড়ে বেশি। আর এরই আলোকে আমাদের সাজেশনটি তৈরি।আপনি খুব সহজে এখান থেকে অনার্স প্রথম বর্ষ সহ সকল বাসের সাজেশন ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনাকে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটটি। একটি নির্ভরযোগ্য সাজেশন ছাড়াও পাবেন মডেল টেস্ট এর প্রশ্নপত্র যার সাহায্যে আপনি খুব সহজেই নিজেকে যাচাই করে নিতে পারবেন।

ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব সাজেশন

ক বিভাগ

ধ্বনিবিজ্ঞানে কোন ধরনের ধ্বনি আলোচিক হয়

তিনটি সক্রিয় বাক্- প্রতঙ্গের নাম লেখ

স্বরযন্ত্রের ইংরেজী  প্রতিশব্দ কোনটি?

স্বরতন্ত্রীর মধ্যবর্তী পথের নাম কী?

উচ্চারণ স্হান  অনুযায়ী ক- বর্গীয় ধ্বনিগুলোর নাম কী?

মানুষের সর্ববৃহৎ বাগযন্ত্র কোনটি?

ফুযফুসতাড়িত বাতাস  বাক্- প্রত্যঙ্গের কোথায় জমা হয়

স্বরধ্বনি বিচারের মাপকাঠি৷কয়টি ও কী কী?

ঔ মৌলীক স্বরধ্বনি নয় কেন?

বাংলায় নিয়মিত দ্বিস্বরধ্বনি কয়টি?

মুনীর চৌধরীর মতে অর্থ স্বরধ্বনি কয়টি

ক এর ধ্বনিতাত্বিক নাম লেখ

কন্ঠ্য ধ্বনি কত প্রকার

বাংলা মূলধ্বনি ল এর মহাপ্রাণ বর্ণরুপটি লেখ

বাংলায় যর্থার্থ সংযুক্ত ব্যজ্ঞন কয়টি

মূলধ্বনি শ এর একটি সহধ্বনির প্রয়োগ দেখাও

শ্বাসাঘাত কী?

স্বরসঙ্গতি কি?

IPA এর পূর্ণরুপ লিখ

আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় স্বূর্ণ কয়টি

আন্তর্জাতিক ধ্বনিতান্ত্রিক বর্ণমালা কোন অক্ষরে প্রতিস্হাপিত

রিকশা ধ্বনি পরিবর্তনের কোন সুএে রিকশা উচ্চারিত হয়

পাণিনি রচিত গ্রন্হের নাম কী

Syntactic structures গ্রন্হের নাম কী

বিংশ শতাব্দীর ভাষা বিজ্ঞানে আলোচিত নাম কোনটি?

তুলনামূলক ভাষা তত্বের জনক কে?

Morphology  শব্দের অর্থ কী?

উইলিয়াম জোনস কে ছিলেন

কোন ভাষা রীতিতে মরণ অর্থে স্বর্গলাভ শব্দটি ব্যবহৃত হয়

পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা কোনটি?

বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে সংকলন করেন?

আঞ্চলিক ভাষার অভিধান সম্পর্কে সংক্ষেপে লেখ

টীকা লেখ

অপিনিহিত

স্বরাগম

জোরকলম

লোকনিরুক্তি

খ বিভাগ

স্বরধ্বনির সংজ্ঞার্থসহ বাংলা মৌলীত স্বরধ্বনিসমূহ চিহৃিত কর

মূলধ্বনি বা ফনিমি চিহৃিত করার একটি প্রক্রিয়া বর্ণনা কর

উদাহরণসহ পাশ্বিক ধ্বনির সংজ্ঞার্থ লেখ

নিচের  অংশটি IPA তে রুপান্তর কর

গ বিভাগ

ধ্বনিতত্ব বলতে কী বুঝ? ধ্বনিতত্বকে কি বিজ্ঞান বলা চলে? ধ্বনিতত্বের বিভিন্ন শাখার পরিচয় দাও

বাগধ্বনি কী? বাগধ্বনি উচ্চারনে সাহায্যকারী বাক্ প্রত্যঙ্গগুলো সচিএ বিবরণ দাও

স্বর ও ব্যজ্ঞন ধ্বনির পার্থক্য  আলোচনা কর

স্পৃষ্ট ব্যজ্ঞন ধ্বনি কাকে বলে? বাংলা স্পষ্ট ব্যজ্ঞনধ্বনিগুলো ধ্বনিতাত্বিক পরিচয় দাও

অর্ধ স্বরধ্বনি কাকে বলে? অর্ধ স্বরধ্বনিস্বরুপ বুঝিয়ে দিয়ে বাংলা অর্গ স্বর ধ্বনির পরিচয় দাও

স্বরধ্বনি বিচারের মাপকাঠি  কয়টি ও কী কী? এই মাপকাঠি অনুসারে স্বকধ্বনির শ্রেণিবিন্যাস কর

আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার বিকাশধারা আলোচনা কর  এবং স্বরধ্বনি ও ব্যজ্ঞনধ্বনিকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় রুপান্তর কর

ভাষা কী? ভাষা তত্বের বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা কর

ভাষা বিচারে ঐতিহাসিক ও তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্য ও উপযোগিতা নির্দেশ কর

ভাষা বিচারে বর্ণনামূলক পদ্ধতি বৈশিষ্ট্য ও উপযোগিতা নির্দেশ কর

ভাষা পরিবর্তনের সুএ বলতে কী বোঝ? প্রসঙ্গক্রমে গ্রিম গ্রাসম্যান ও ভার্নারের সুএ আলোচনা কর

ভাষার বংশানুক্রমিক শ্রেণিবিভাগ আলোচনা করে ইন্দ্রো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি বংশপীঠিকা তৈরী কর

ধ্বনি পরিবর্তনের সুএ বলতে কী বোঝায়?  ধ্বনি পরিবর্তনের নিয়মগুলো উদাহরণসহ লেখ

Honors 4th year phonetics and linguistics suggestions 2023. Honors are very important for 4th-year students. We have prepared a suggestion to help the national university students. We hope this suggestion will be of great help to the weak students. This suggestion has been specially written to meet the needs of NU Honours students of Bangladesh. It’s a complete suggestion. Following the suggestion exactly will result in a 90% to 100% reduction.

অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব সাজেশন ২০২৪

Leave a Comment

error: Don't Copy This Content !!