আসসালামু আলাইকুম, সবাইকে।
আমার মতো অনেকেরই ফেসবুকে প্রচুর meme শেয়ার করার অভ্যাস রয়েছে। এই পোস্টগুলা শেয়ার করতে করতে দেখা যায় যে, নিজের প্রিয় আইডিটাই রসআলো ম্যাগাজিনের মতো হয়ে গেছে। তখন একটা একটা করে সব পোস্ট ডিলিট করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্যই ফেসবুকে চলে এসেছে নতুন ট্রিক। এই ট্রিকের মাধ্যে আপনার শেয়ার করা সকল পোস্ট এক ক্লিকেই ডিলিট হয়ে যাবে। কোনো ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই অফিসিয়াল ফেসবুক অ্যাপ দিয়ে। তাই দেরি না করে চলুন কাজে লেগে পড়ি।
- কিভবে ফেসবুকে খারাপ গ্রুপে রিপোর্ট করবেন
- এক ক্লিকেই ডিলিট করে ফেলুন ফেসবুকে শেয়ার করা সকল পোস্ট
- সহজেই আপনার ফেসবুক আইডি Professinal Mode চালু করুন
- আপনি যাদের ফলো করছেন আপনার বন্ধুরা সেটি দেখতে পারবে না
- ফেসবুকে পোস্টে দেওয়া রিয়েক্ট বা ইমুজির সংখ্যা লুকানোর নিয়ম
- ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম
(বিদ্রঃ এই পদ্ধতিতে আপনার নিজের টাইমলাইনে পোস্ট করা ছবি/ভিডিও ডিলিট হয়ে যাবে না। শুধুমাত্র অন্য পেইজ/আইডি থেকে যেসব পোস্ট শেয়ার করেছিলেন সেগুলা ডিলিট হবে।)
এক ক্লিকেই ডিলিট করে ফেলুন ফেসবুকে শেয়ার করা সকল পোস্ট । কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই।
- নিচের স্ক্রিনশটে যেমটা দেখতে পাচ্ছেন আমি একটি পেইজ থেকে ভিডিও শেয়ার করেছিলাম। এমন শেয়ার করা পোস্টগুলা এক ক্লিকে ডিলিট করার ট্রিকটাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে।
১) প্রথমে নিজের প্রোফাইলে ঢুকে ৩ ডট আইকনে ক্লিক করুন।
২) Activity Log এ ক্লিক করুন।
৩) Manage your posts-এ ক্লিক করুন।
৪) এখন যেই পোস্টগুলা ডিলিট করতে চাচ্ছেন সেগুলা সিলেক্ট করুন। আমি যেহেতু সব শেয়ার করা পোস্টই ডিলিট করতে চাচ্ছি তাই All-এ ক্লিক করলাম।
৫) সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে Trash অপশনে ক্লিক করুন। আপনারা চাইলে Archive করতে পারবেন অথবা ৩ ডটে ক্লিক করে সব পোস্ট only me করতে পারবেন।
৬) কনফার্ম করার জন্য Move to trash -এ ক্লিক করুন।
Voila! আপনার শেয়ার করা পোস্টগুলা ডিলিট হওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ডিলিট হয়ে যাবে পোস্টগুলা।
একইভাবে আপনারা চাইলে আপনাদের প্রোফাইলে পোস্ট করা সকল ভিডিও/ছবি ডিলিট করা, বিভিন্ন গ্রুপে কমেন্ট করা, রিয়েকশন দেওয়া, ভিডিও ওয়াচ হিস্টোরি ডিলিট করা সহ আরো অনেক কাজ করতে পারবেন এই অপশন ব্যবহার করে। আশা করি সেগুলা আপনারা নিজেরাই করতে পারবেন এখন থেকে।
আজকের পোস্ট এখানেই শেষ করছি। পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3
এক ক্লিকেই ডিলিট করে ফেলুন ফেসবুকে শেয়ার করা সকল পোস্ট
সকল Conditional Sentence এর সহজ নিয়ম ও ব্যবহার | One Time School