বাক্য (Sentence)
ইংরেজীতে কথোপকথনরে জন্য Sentence সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন। Sentence সম্পর্কে সম্যক ধারনা থাকলে কথোপকথন সহজ হবে। একাধিক শব্দ বা word একত্রে বসে যদি মনের একটি ভাব পুরাপুরি প্রকাশ করে তবে তাকে Sentence বা বাক্য বলে। (A sentence is a set of words which gives a complete sense) অর্থভেদে Sentence কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।
• Assertive sentence (বিবৃতি বা বর্ণনামূলক বাক্য)
1. Affirmative sentence
2. Negative sentence
- Sentence (বাক্য) – English Grammar
- সহজ পদ্ধতিতে Simple Complex Compound করার নিয়ম
- Articles এবং Articles এর ব্যবহার
- Article করার নিয়ম ও পদ্ধতি
- Rules of Passage Narration বিস্তারিত
- Voice Change – English Grammar
- Articles এর ব্যবহার ও কত প্রকার বিস্তারিত
- Tense কাকে বলে? Tense কত প্রকার ও কি কি ?
- সকল Conditional Sentence এর সহজ নিয়ম ও ব্যবহার
• Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)
• Imperative sentence (অনুজ্ঞাবোধক বা আদেশসূচক বাক্য)
• Optative sentence (ইচ্ছাসূচক বাক্য)
• Exclamatory sentence (আবেগ বা বিস্ময়সূচক বাক্য)
Assertive sentence (বর্ণনামূলক বাক্য)
Assertive sentence নিয়ে প্রথমে আলোচনা করা যাক। যে sentence এ কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে। অর্থাৎ সাধারণভাবে যে সব কথাবার্তা বলা হয় তা Assertive sentence এর অন্তর্গত।
Assertive sentence আবার দুই প্রকার:
Affirmative sentence (হ্যাঁ বোধক)।
Negative sentence (না বোধক)।
কয়েকটি Assertive sentence অর্থ সহ দেওয়া হলো।
কিছু Assertive sentence – Affirmative (হ্যাঁ- বোধক)
১. সময় নষ্ট করা দু:খের ব্যাপার To waste time is a pity (টু ওয়েষ্ট টাইম ইজ আ পিটি)
২. আমার উদ্দেশ্য তোমাকে সাহায্য করা My aim is to help you (মাই এইম ইজ্ টু হেল্প ইউ)
৩. আমি এটা ভেবে দেখব I’ll think about it.(আয়ল থিংক অ্যাবাউট ইট)
৪. সে নিশ্চিত যে কাজটা ঠিক হবে He is certain that the work will be right..(হি ইজ সারটেইন দ্যাট ওয়ার্ক উইল বি রাইট)
৫. তোমার এটা করা উচিত You should do this.(ইউ সুড ডু দিজ)
৬. আমি তাকে বিশ্বাস করি I believe him (আই বিলিভ হিম)
৭. শীঘ্রই নয়টা বাজবে It’ll soon be nine (ইটল সুন বি নাইন)
৮. আমি আমার সাথে আমার বইটি এনেছি I bought my book with me (আই বট মাই বুক উইথ মি)
৯. আজ বাহিরে যাবো I will go out today. (আই উইল গো আউট টুডেই)
১০. এই দোকানিটি আমার একজন পুরানো বন্ধু This shopkeeper is an old friend of mine. (দিস শপকিপার ইজ এ্যান ওল্ড ফ্রেন্ড অফ মাইন)
১১. আমার মনে হয় আমার সেখানে যাওয়া উচিত I think I should go there (আই থিংক আই সুড গো দেয়ার)
১২. সে ভাল গান গেতে পারে She can sing well (শি ক্যান সিং ওয়েল)
১৩. মেয়েটি খুব বুদ্ধিমান The girl is very intelligent(দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট)
১৪. আমি ভাত খেতে পছন্দ করি I like to eat rice (আই লাইক টু ইট রাইস)
১৫. আমার চা খাওয়ার অভ্যাস আছে I have a habit of drinking tea (আই হ্যাভ এ হ্যাবিট অফ ড্রিংকিং টি)
১৬. আমি তোমাকে সাঁতার শিখাতে পারব I can teach you how to swim (আই ক্যান টিচ ইউ হাউ টু সুইম)
১৭. সে নাচতে জানে She knows how to dance (শি নোজ হাউ টু ড্যান্স)
১৮. চল, দোকানটিতে যাই Come, let’s go to the shop (কাম লেটস্ গো টু দ্য শপ)
১৯. সে গতকাল বগুড়ায় গিয়েছে He went to Bogra yesterday (হি ওয়েন্ট টু বোগড়া ইয়েষ্টারডেই)
২০. সে কাল আমেরিকায় রওয়ানা হবে He leaves for America tomorrow লিভস্ ফর অ্যামেরিকা টুমরো)
২১. মি চাবিটি হারিয়ে ফেলেছি I lost the key (আই লষ্ট দ্য কি)
২২. কাল আমার বাড়িতে এস Come to my house tomorrow (কাম টু মাই হাউস টুমরো)
২৩. তোমার গানটা দারুন হয়েছে Your song was splendid (ইওর সং ওয়াজ স্প্লেনডিড)
২৪. আমার কলমের কালি শেষ My pen ran out of ink(মাই পেন রান আউট অফ ইংক)
২৫. সব কিছু গুছিয়ে আমি চলে যাব I’ll go packing all my things (আয়ল গো প্যাকিং অল মাই থিংগস)
কিছু Assertive sentence – Negative (না-বোধক)
২৬. আজ অফিসে যাব না I won’t go to the office today (আই ওন্ট গো টু দ্য অফিস টুডেই)
২৭. এটা করা উচিত বলে আমি মনে করি না I don’t think it is right to do this (আই ডোন্ট থিংক ইট ইজ রাইট টু ডু দিস)
২৮. তুমি আর এখানে আসবা না You won’t come here anymore (ইউ ওন্ট কাম হেয়ার এনিমোর)
২৯. সে রান্না করতে জানে না He doesn’t know how to cook (হি ডাজেন্ট নোউ হাউ টু কুক)
৩০. তুমি মনে হচ্ছে খুশি হও নি You don’t seem to be happy (ইউ ডোন্ট সিম টু বি হ্যাপি)
৩১. আমি এটা তাকে করতে দেব না I won’t allow them to do this (আই ওন্ট অ্যালাও দেম টু ডু দিস্)
৩২. আমি তাকে বিশ্বাস করিনি I didn’t trust him (আই ডিডেন্ট ট্রাষ্ট হিম)
৩৩. আমি তাকে চিনি না I don’t know him (আই ডোন্ট নোউ হিম)
৩৪. বাঘেরা সকালে বের হয় না The tigers don’t come out in the morning (দ্য টাইগার্স ডোন্ট কাম আউট হন দ্য মর্নিং)
৩৫. ছবিটা সুন্দর না The Picture isn’t pretty (দ্য পিকচার ইজনট প্রিটি)
৩৬. যন্ত্রটা চলছে না The machine is not working (দ্য মেশিন ইজ্ নট ওয়ার্কিং)
৩৭. আমি কোনমতেই সেখানে যাব না There is no way I’ll go there (দেয়ার ইজ নো ওয়েই আয়ল গো দেয়ার)
৩৮. কোন কিছুই আমার মত পাল্টাতে পারবে না Nothing can’t change my decision (নাথিং ক্যান চেঞ্জ মাই ডিসিশান)
৩৯. সে কথাটা বলেনি He didn’t say the word(হি ডিডেন্ট সেই দ্য ওয়ার্ড)
৪০. তার নিজের উপর আস্থা নেই He doesn’t have confidence on himself(হি ডাজেন্ট হ্যাভ কনফিডেন্স অন হিমসেল্ফ)
৪১. আমি জানতাম না কথাটা I didn’t know the word (আই ডিডেন্ট নো দ্য ওয়ার্ড)
৪২. আমি চা খাই না I don’t drink tea (আই ডোন্ট ড্রিংক টি)
৪৩. সে আর ফিরে আসবে না She won’t come back again(সি ওন্ট কাম ব্যাক এগেইন)
৪৪. তার কাছে খাতাটা নেই He doesn’t have the copy (হি ডাজেন্ট হ্যাভ দ্য কপি)
৪৫. তুমি আজ স্কুলে যাও নি You didn’t go to school today (ইউ ডিজেন্ট গো টু স্কুল টুডেই)
৪৬. সে খেলতে চায় না She doesn’t want to play (শি ডাজেন্ট ওয়ান্ট টু পেই)
৪৭. মিথ্যা বলা ভাল না It is not good to tell a lie (ইট ইজ নট গুড টু টেল এ লাই)
৪৮. সে এরকম হতেই পারে না He can’t be like this (হি ক্যান্ট বি লাইক দিস)
৪৯. কিভাবে যে শুরু করব ভেবে পাচ্ছি না I can’t think of how to start (আই ক্যান্ট থিংক অফ হাউ টু ষ্টার্ট)
৫০. সে ঘোড়ায় চড়বে না He won’t ride a horse (হি ওন্ট রাইড আ হর্স)
Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)
কোন প্রশ্ন জিজ্ঞেস করলে তাকে Interrogative sentence বলা হয়। Interrogative sentence এর পরে subject বসে। Verb ‘To be’ এবং ‘To have’ ব্যতীত Present Indefinite Tense এ Do / Does এবং Past Indifinite Tense এ Did এই Auxiliary verb গুলির সাহায্যে Interrogative Sentence গঠিত হয়। আবার নিজের মতে কারও সমর্থন চাইলে Sentence এর সাথে একটি প্রশ্নও জুড়ে দেওয়া হয়। একে Tag question বলে। সাধারণ Positive statement এর সাথে Negative tag এবং Negetive statement এর সাথে positve tag থাকে।
কিছু Interrogative Sentence
১. বাজে জিনিস পড়ে সময় নষ্ট কর কেন? Why do you waste time in reading trash? (হোয়াই ডু ইউ ওয়েষ্ট টাইম ইন রিডিং ট্রাস?)
৩. সেকি তোমাকে ইহা বলে নাই? Didn’t he tell you this? (ডিডেন্ট হি টেল ইউ দিস?)
৪. তুমি কি করছিলে? What were you doing? (হোয়াট ওয়্যার ইউ ডুয়িং?)
৫. কেকটি কি তুমি বানিয়েছ? Did you make this cake? (ডিড ইউ মেক দিস কেক?)
৬. তুমি কি আজ উঠবে না? Won’t you get up today? (ওন্ট ইউ গেট আপ টুডে?)
৭. আপনি কেন ব্যাস্ত হচ্ছেন? Why do you bother? (হোয়াই ডু ইউ বদার?)
৮. আপনি এখানে কেন এসেছেন? What brings you here? (হোয়াট ব্রিংস ইউ হিয়ার?)
৯. তুমি গতকাল মার্কেটে গিয়েছিলে, যাওনি? You went to the market yesterday, didn’t you? (ইউ ওয়েন্ট টু দা মার্কেট ইয়েস্টারডে, ডিডেন্ট ইউ?)
১০. আকাশ মেঘে ঢাকা, তাই না? The sky is clouded, isn’t it? (দা স্কাই ইজ ক্লাউডেড, ইজেন্ট ইট?)
১১. তোমার কলমটি ভাল লেখে, লেখে না? Your pen writes well, doesn’t it? (ইওর পেন রাইটস ওয়েল, ডাজেন্ট ইট?)
১২. তোমার টাকার টান পরেছিল, নয় কি? You were short by money, weren’t you? (ইউ ওয়ের শর্ট বাই মানি, ওয়ারেন্ট ইউ?)
১৩. তাহাদের কেউই উওরটা জানতনা, জানত? None of them knew the answer, did they? (নান অফ দেম নিউ দা অ্যানসার, ডিড দেই?)
১৪. আজ খুব ঠান্ডা, নয় কি? It’s very cold today, isn’t it? (ইটস ভেরি কোল্ড টুডে, ইজেন্ট ইট?)
১৫. আমরা শিঘ্রই তৈরি হয়ে যাব, যাব না? We will be ready soon, won’t we be? ( উই উইল বি রেডি সুন, ওন্ট উই বি?)
১৬. তুমি তোমার কাজ শেষ করে নিয়েছিলে, নাওনি? You had your work done, hadn’t you? (ইউ হ্যাড ইওর ওয়ার্ক ডান, হ্যাডেন্ট ইউ?)
১৭. তুমি ইংরেজী বলতে পারো, পারোনা? You can speak English, can’t you? (ইউ ক্যান স্পিক ইংলিস, ক্যান্ট ইউ?)
১৮. আপনার সেখানে যাওয়ার দরকার নেই, আছেকি? You needn’t go there, do you? (ইউ নিডেন্ট গো দেয়ার, ডু ইউ?)
১৯. তুমি কি সারাক্ষণ বাইরে ছিলে? Were you out the whole time? (ওয়ের ইউ আউট দা হোল টাইম?)
২০. কয়টা বাজে? What time is it? (হোয়াট টাইম ইজ ইট?)
২১. তুমি সেখানে কি করছিলে? What were you doing there? (হোয়াট ওয়ের ইউ ডুয়িং দেয়ার?)
২২. তুমি কি তোমার গাছ গুলো ছাঁটতেছিলে? Were you pruning your plants? (ওয়ের ইউ প্রুনিং ইওর প্ল্যান্টস?)
২৩. তুমি তোমার গাছে পানি দিয়েছ? Did you water your plants? (ডিড ইউ ওয়াটার ইওর প্যান্টস?)
২৪. আমরা সেখানে যাব না, যাব কি? We won’t go there, would we? (উই ওন্ট গো দেয়ার, উড উই?)
২৫. দিনটা খুব সুন্দর তাই না? The day is very wonderful, isn’t it? (দা ডে ইজ ভেরি ওয়ান্ডারফুল, ইজেন্ট ইট?)
২৬. তোমাকে দিয়ে কি কাজ টি হবে? Will the work be done by you? (উইল দা ওয়ার্ক বি ডান বাই ইউ?)
২৭. সে বাঁশি বাজাতে পারে, পারে না? She can play the flute, can’t she? (শি ক্যান পে দা ফ্লুট, ক্যান্ট শি?)
২৮. তুমি কি জানালাটা বন্ধ করতে পারবে? Can you close the window? (ক্যান ইউ ক্লোজ দা উইন্ডো?)
২৯. তারা কি বন্ধু? Are they friends? (আর দেই ফ্রেন্ডস?)
৩০. বই টা তোমার সাথে ছিল না? Wasn’t the book with you? (ওয়াজেন্ট দা বুক উইথ ইউ?)
৩১. সেকি গেতে পারে? Can she sing? (ক্যান সি সিং?)
৩২. তুমি কেন কালকে চলে গিয়েছিলে? Why did you go yesterday? (হোয়াই ডিড ইউ গো ইয়েস্টারডে?)
৩৩. তুমি কাকে খুজতেছ? Whom are you looking for? (হোম আর ইউ লুকিং ফর?)
৩৪. সেকি তাকে সাহায্য করেছিল? Did he help him? (ডিড হি হেল্প হিম?)
৩৫. সে এখন কোথায় বলে তামার মনে হয়? Where do you think he is? (হোয়্যার ডু ইউ থিংক হি ইজ?)
৩৬. ‘হারা’ শব্দটি তোমার অভিদানে নেই, আছে কি? The word ‘lose’ isn’t in your dictionary, is it? (দা ওয়ারড ’লুজ’ ইজেন্ট ইন ইয়োর ডিকসনারি, ইজ ইট?)
Imperative sentence (অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য)
যে sentence দ্বারা কোন আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রদান করা হয় তাকে Imperative Sentence বলে।
Imperative sentence এ Second person উহ্য থাকে।
কিছু Imperative Sentence
১. কথা বলার দক্ষতা কে উন্নত করার চেষ্টা কর Try to improve your speaking skills. (ট্রাই টু ইমপ্র“ভ ইওর স্পিকিং স্কিলস)
২. মরিচ গুলো রোদে দাও। Put the chillies in the sun. (পুট দা চিলিজ ইন দা সান)
৩. ছবি টি রং কর। Paint the picture.(পেইন্ট দা পিকচার)
৪. আমার মাথা হালকা করে টিপে দাও। Massage my head gently.(ম্যাসেজ মাই হেড জেন্টলি)
৫. তাকে দেখামাত্র সংবাদটি দিবে। As soon as you see him, convery the news to him. (অ্যাজ সুন অ্যাজ ইউ সি হিম, কনভেই দা নিউজ টু হিম)
৬. বাসায় পৌঁছামাত্র আমাকে ফোন করবে। Phone me as soon as you reach home. (ফোন মি অ্যাজ সুন অ্যাজ ইউ রিচ হোম)
৭. বুদ্ধি খাটাও। Use your intelligence. (ইউজ ইওর ইন্টেলিজেনস)
৮. টুকরাটার উপর মাখন মাখাও। Butter the slice. (বাটার দা স্লাইস)
৯. সোমবারের মধ্যে ফিরে আসবে। Do return by Monday.(ডু রিটার্ন বাই মান্ডে)
১০. নিজের কাজ কর। Mind your own business. (মাইন্ড ইওর ওন বিজনেস)
১১. আরাম করে বস। Be seated at ease.(বি সিটেট অ্যাট ইজ)
১২. কম খাও বেশী চিবাও। Eat less munch well. (ইট লেস মাঞ্চ ওয়েল)
১৩. বাসি খাবার খেও না। Don’t eat stale food. (ডোন্ট ইট স্টেল ফুড)
১৪. এই কু-অভ্যাস ত্যাগ কর। Give up this bad habit. (গিভ আপ দিস ব্যাড হ্যাভিট)
১৫. মুখ সামলায় কথা বল। Hold your tongue. (হোল্ড ইওর টান্গ)
১৬. ভেবে চিন্তে বল। Think before you speak.(থিঙ্ক বিফোর ইউ স্পিক)
১৭. গ্লাসে আর একটু পানি দাও। Pour some more water in to the glass. (পোর সাম মোর ওয়াটার ইন টু দা গ্লাস)
১৮. ভালো শ্রোতা হও। Be a good listener. (বি আ গুড লিসেনার)
১৯. মিথ্যা কথা বন্ধ কর। Stop telling lies. (স্টপ টেলিং লাইস)
২০. তোমার মুখে ফুল চন্দন পড়ুক। Blessed be your tongue.( ব্লেস্ড বি ইয়র টাং)
২১. ঘুষ খাওয়া বন্ধ কর। Stop taking bribe. (স্টপ টেকিং ব্রাইব)
২২. দশ টাকার নোট খানা ভাঙাও। Cash this ten-taka note. (ক্যাশ দিস টেন টাকা নোট)
২৩. ও কথা রেখে দাও। Let that matter drop. (লেট দ্যাট ম্যাটার ড্রপ)
২৪. সে একটা বোতাম লাগিয়ে নিক। Let her sew up a button. (লেট হার সিউ আপ এ বাটন)
২৫. আমার সাথে সাথে চলো। Keep pace with me. (কিপ পেইস উইথ মি)
২৬. সব ব্যবস্থা করে রেখ। Keep everything ready. (কিপ এভ্রিথিং রেডি)
২৭. যাবে যদি তৈরী হয়ে নাও। Get ready if you want to go. (গেট রেডি ইফ ইউ ওয়ান্ট টু গো)
২৮. অহংকারী হবে না। Don’t get egoist. (ডোন্ট গেট এগোইস্ট)
২৯. কুতর্ক কোরো না। Don’t argue unnecessarily. (ডোন্ট আর্গু আননেসেসারিলি)
৩০. অত্যাধিক গ্রাম্য ভাষার ব্যরহার কোর না।Avoid too much slang. (অ্যাভোয়েড টু মাচ স্ল্যাং)
৩১. রং চড়িয়ে কথাবার্তা বলার অভ্যাস পরিত্যাগ কর। Avoid exaggeration. (অ্যাভোয়েড এক্স্যাজেরেশন)
৩২. বিড় বিড় করে কথা বল না। Don’t mumble. (ডোন্ট মাম্বল)
৩৩. প্রসন্ন ও হাস্য পরিহাস প্রিয় হও। Be cheerful and good humored.(বি চিয়ারফুল এ্যান্ড গুড হিউর্মাড)
৩৪. নিষ্ঠাহীন হবে না। Don’t be insincere. (ডোন্ট রি ইনসিনসিয়ার)
৩৫. সব সময় মনে রাখবে ভাল কাজ করার কথা। Always remember to do good deeds. (অলওয়েজ রিমেমবার টু ডু গুড ডিডস)
৩৬. পায়ে পায়ে সবার ভুল ধরার অভ্যাস ত্যাগ কর। Avoid finding faults in others in every step. (অ্যাভোয়েড ফাইন্ডিং ফল্টস ইন আদারস ইন এভ্রি স্টেপ)
৩৭. জ্ঞান পিপাসু হতে শিখ। Learn to be a lover of knowledge. (লার্ন টু বি এ লাভার অফ নলেজ)
৩৮. অবাধ্য হয়ো না। Don’t be impudent. (ডোন্ট বি ইমপুডেন্ট)
৩৯. চল খেলতে যাই। Let’s go to play. (লেটস গো টু প্লেই)
৪০. কাজটা তাড়াতাড়ি শেষ কর। Do the work quickly. (ডু দা ওয়ার্ক কুইকলি)
Optative sentence(ইচ্ছাসূচক বাক্য)
যে sentence দ্বারা ইচ্ছা, প্রার্থনা বুঝায় তাকে Optative Sentence বলে।
ইচ্ছা, আবেগ, অনুভূতি প্রকাশ করতে হলে Optative sentence ব্যবহৃত হয়। সাধারণত Optative sentence, May দিয়ে আরম্ভ করতে হয়। অনেক সময় May উহ্য থাকে।
কিছু Optative Sentence
১. আলাহ তোমার মঙ্গল করুন। May Allah bless you. (মেই আলাহ বেস ইউ)
২. তাহার আত্মার শান্তি হোক। May his soul rest in peace. (মেই হিজ সোউল রেস্ট ইন পিস)
৩. তাহার সর্বনাশ হোক। May ruin overtake him. (মে রুইন ওভার টেক হিম)
৪. আমার মা যদি বেঁচে থাকতেন। Would that my mother were alive. (উড দ্যাট মাই মাদার ওয়ের অ্যালাইভ)
৫. তুমি জীবনে সুখী হও। May you be happy in life. (মে ইউ বি হ্যাপি ইন লাইফ)
৬. যদি একটু ভাল মত পড়াশুনা করতাম। If only I had studied harder. (ইফ ওনলি আই হ্যাড স্টাডিড হার্ডার )
৭. আশা করি তার উন্নতি হোক। Wish he’d prosper. (উইশ হি উড প্রসপার)
৮. যদি জানতাম। If I only knew. (ইফ আই ওনলি নিই)
৯. সেই কাজে সফল হও আশা করি। Wish you succeed in that work. (উইশ ইউ সাকসিড ইন দ্যাট ওয়ার্ক)
১০. ভাল থেক। May you stay well.(মে ইউ স্টেই ওয়েল)
১১. আমি যদি সেটা বুঝতে পারতাম। If only I understood that. (ইফ ওনলি আই আন্ডারস্টুড দ্যাট)
১২. আমি যদি তাকে চিনতে পারতাম। If only I recognised him. (ইফ ওনলি আই রেকোগনাইজ্ড হিম)
১৪. ভালো মত পরীক্ষা দিও। May you do well in your exam. (মে ইউ ডু ওয়েল ইন ইয়র এক্জাম)
১৫. আশা করি ভাল আছ। Hope you are well.(হোপ ইউ আর ওয়েল)
১৬. আলাহ তোমায় সুখে রাখুন। May Allah keep you in peace. (মেই আলাহ কিপ ইউ ইন পিস).
১৭. যদি আর কখনো ফিরে যেতে পারতাম বাল্যকালের সোনালী দিন গুলোতে। If only I could ever return to the golden days of youth. (ইফ ওনলি আই কুড এভার রিটার্ন টু দা গোল্ডেন ডেইস অফ ইওথ)
১৮. তারা মজায় দিন কাটাক। May they pass their days in fun. (মে দেই প্যাস দেয়ার ডেইস ইন ফান)
১৯. যদি আমার আশা পূরণ হত। Would that my wish was fulfilled. (উড দ্যাট মাই উইশ ওয়াস ফুলফিল্ড)
২০. কোন বাঁধা বিপত্তিই তোমাকে ঠেকাতে যেন না পারে। No hardships may slow you (নো হার্ড শিপস মে স্লো ইউ)
২১. আশা করি সব কিছু ঠিকঠাক মতই হবে। Hope everything will work out well. (হোপ এভ্রিথিং উইল ওয়ার্ক আউটওয়েল।)
Exclamatory sentence (আবেগ বা বিস্ময়সূচক বাক্য)
Exclamatory sentence- বিস্ময়, দুঃখ, আনন্দ, বিরক্তি, ক্রোধ, অভিলাষ ইত্যাদি বুঝাতে Exclamatory sentence ব্যবহৃত হয়। এতে Verb, subject এর পরে বসে। অনেক সময় Verb উহ্যও থাকে।
কিছু Exclamatory Sentence
১. কি আক্ষেপের বিষয়! What a pity! (হোয়াট এ পিটি)
২. তোমায় ধিক! Shame on you.(শেম অন ইউ)
৩. কিরুপ নিপুণতার সহিত সে ব্যাপারটির সমাধান করল! How skillfully he managed the matter.(হাউ স্কিলফুলি হি ম্যানেজড দা ম্যাটার)
৪. ছি! তুমি একজন মিথ্যাবাদী। ঋরব! Fie! You are a liar. (ফাই! ইউ আর আ লায়ার)
৫. চুপ কেউ আসছে। Hush! Somebody is coming. (হাশ! সামবাডি ইজ কামিং)
৬. হায়! ভিক্ষুকটি মারা গেছে। Alas! The begger is dead. (আলাস! দা বেগার ইজ ডেড)
৭. ছবিটি কি সুন্দর! What a beautiful picture. (হোয়াট আ বিউটিফুল পিকচার!)
৮. আমরা জয়ী হয়েছি! We won. (উই ওন!)
৯. সংবাদটা অত্যন্ত দুঃখের! The news is very sad. (দা নিউজ ইজ ভেরি স্যাড)
১০. হায়! পাত্রটি ভেঙ্গে গিয়েছে। Alas! The vessel is broken. (আলাস! দা ভেসেল ইজ ব্রোকেন)
Exercise
Sentence তৈরী করুন ইঙ্গিত (Hints) এর সাহায্যে:
(I/ interest/ football) I am Interested in football.
(She/ tea/ breakfast/ everyday) ___________________.
(You/ engineer?) ___________________.
(You/come/my house?) ___________________.
5.
(Listen/ your parents) ___________________.
6.
(Don’t/ dishonest) ___________________.
7.
(Allah/ bless you) ___________________.
8.
(They/ doing?) ___________________.
9.
(Alas!/ he/ dead) ___________________.
10.(Beautiful/ picture!) ___________________.