মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের জেএসসি এসএসসি এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট সংশোধন করার নিয়ম। জেএসসি পরীক্ষার সার্টিফিকেট সংশোধন করার পদ্ধতি। এসএসসি পরীক্ষার সার্টিফিকেট সংশোধন করার নিয়মকানুন। এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট সংশোধন করবেন যেভাবে।
আমাদের অনেক শিক্ষার্থীর সার্টিফিকেটে নিজের, বাবা মার নামে দুর্ঘটনাবশত ভুল হয়ে যায়। অনেক সময় নিজের জন্মতারিখটি ভুল আসে৷ সার্টিফিকেটে ভুল হইলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। যারা জন্য আমরা সার্টিফিকেট সংশোধন করা উপায় খুজি। এখানে আপনাদের সামনে তুলে ধরব জেএসসি এসএসসি এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট সংশোধন করবেন যেভাবে।
জেএসসি এসএসসি এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটের নাম বা জন্মতারিখের ভুল সংশোধনের জন্য প্রথমে আইনজীবীর মাধ্যমে নোটারি বা এফিডেভিট করাতে হবে। প্রার্থীর নিজের নাম সংশোধনের ক্ষেত্রে তার বয়স যদি ১৮ বছরের বেশি হয়, তাহলে তিনি নিজেই এফিডেভিট করতে পারবেন। প্রার্থীর বয়স যদি ১৮ বছর পূর্ণ না হয় বা প্রার্থী যদি তার মা-বাবার নাম সংশোধন করতে চান, তাহলে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর বাবা কর্তৃক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছ থেকে এফিডেভিট করতে হবে।
- অনার্স ৪র্থ বর্ষের আধুনিক রাজনৈতিক চিন্তাধারা সাজেশন ২০২৪
- অনার্স ৪র্থ বর্ষের পরানীতিবিদ্যা সাজেশন ২০২৪
- অনার্স ৪র্থ বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন ২০২৪
- অনার্স ৪র্থ বর্ষের ব্যাংক ব্যবস্থাপনা সাজেশন ২০২৪
- ভাবসম্প্রসারণ: দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
- অনার্স ৪র্থ বর্ষের নগর ভূগোল সাজেশন ২০২৪
- অনার্স ৪র্থ বর্ষের উন্নয়নের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪
- অনার্স ৪র্থ বর্ষের শিল্প অর্থনীতি সাজেশন ২০২৪
- পহেলা ফাল্গুন ২০২৪ ছবি | পহেলা ফাল্গুন ২০২৪ স্ট্যাটাস
- কুইজ – ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা – স্কুল – সমমান
- নড়াইল জেলার দর্শনীয় স্থানগুলো কি কি?
- একটি Paragraph দিয়ে লিখো সকল Paragraph
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪
- ব্লগার সাইটের জন্য Top Movie Category Widget নিয়ে নিন
- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সমূহের তালিকা এবং যোগাযোগের ঠিকানা
হলফনামা সম্পাদনের পর একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তিতে প্রার্থীর সার্টিফিকেট নাম, বাবার নাম, মায়ের নাম, শাখা, পরীক্ষার সাল, পরীক্ষা কেন্দ্রের নাম, রোল নম্বর, বোর্ডের নাম এবং জন্মতারিখ উল্লেখ করে যা সংশোধন করতে চান (প্রার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম বা জন্মতারিখ) তা সংক্ষেপে উল্লেখ করতে হবে।
এ দুটি কাজ সম্পাদন করার পর যেই স্কুল বা কলেজে লেখাপড়া করেছেন সেটির সাহায্য লাগবে। (অনলাইন আবেদনের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই)। অনলাইনের নিজস্ব শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে গিয়ে সার্টিফিকেট সংশোধন করার জন্য আবেদন করতে হবে।
জেএসসি, এসএসসি, এইচএসসি, হারিয়ে যাওয়া সনদপত্র পুনরায় বোর্ডে আবেদন
এবার উপরে উল্লেখিত দুটি কাগজ ও আপনার বাবা-মায়ের নাম সংশোধন হলে তাদের সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি কার্ড, আপনার নিজের হলে জন্ম সনদ নিয়ে সরাসরি আপনার প্রতিষ্ঠানে চলে যান। এ কাজটি আপনি বাসায় বসে করতে পারবেন না। কারণ এটি কলেজের EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করতে হয়।
অনলাইনে সার্টিফিকেটের নাম সংশোধনের খরচ হবে মোট ৩০৩২ টাকা। (কমবেশি হতে পারে)
• পত্রিকায় বিজ্ঞাপন ৩০০ টাকা (কম বেশি লাগতে পারে)
• নোটারি পাবলিক ৫০০ টাকা (কম বেশি লাগতে পারে)
• আবেদেন ফি ৫৫৮×২= ১১১৬ টাকা (এসএসসি ও এইচএসসি)
• সার্টিফিকেট উত্তলন ফি ৫৫৮×২= ১১১৬ টাকা (২টি)
এই কাগজগুলো প্রস্তুত করে আপনার প্রতিষ্ঠানের প্রধানকে জানান। উনি আপনার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরকে অনলাইন আবেদন করার জন্য নির্দেশনা দেবেন। তখন তিনি ডুকুমেন্ট স্ক্যান করে আবেদন করে দেবেন এবং ফোনে ম্যাসেজ চলে আসবে সঙ্গে সঙ্গে। তারপর সোনালী ব্যাংকে আবেদন ফি জমা দেওয়ার জন্য একটা রশিদ দেবেন। ৫৫৮ টাকা জমা দিতে হবে (প্রতিটির জন্য)। টাকা জমা দেওয়ার পর রশিদ অবশ্যই যত্ন করে রাখতে হবে। আবেদন ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না। আবেদন ফি জমা করার পর এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট হবে।
সেখানে লগ ইন করে মোবাইল ফোনের মাধ্যমেই সর্বশেষ অবস্থা জানা যাবে। টাকা জমা দেওয়ার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে ৩ মাস বা এর বেশি সময় লাগতে পারে। যখন কাজ শেষ হবে তখন ফোনে ম্যাসেজ চলে আসবে এবং প্রোফাইলে লগ ইন করলে সেখানে নতুন একটা অপশন আসবে ডুকুমেন্ট উত্তলন। সেই অপশনে গিয়ে ডকুমেন্টস উত্তোলনের আবেদন করতে হবে।
এবার কলেজে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এখন সাইটে লগ ইনের জন্য যে পাসওয়ার্ড আছে, সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে যেই ডকুমেন্ট উত্তোলন করতে চান সেটার জন্য ঘরে বসেই আবেদন করুন৷ আবেদন করার পর উত্তোলন ফি বাবদ ৫৫৮ টাকার সোনালি ব্যংকে পে করার জন্য একটা ডকুমেন্টস পেয়ে যাবেন। সেটা নিয়ে ব্যাংকে গিয়ে আগের মতোই ফি জমা দিতে হবে।
কাজ শেষ, এবার ১ সপ্তাহ অপেক্ষা করতে হবে। তারপর ফোনে ম্যাসেজ পাবেন ডকুমেন্টস রেডি। তখন প্রোফাইলে লগ ইন করে উত্তোলন করার চুড়ান্ত ডকুমেন্টস আছে সেটা ডাউনলোড করে প্রিন্ট করে শিক্ষা বোর্ডে অরিজিনাল সার্টিফিকেট জমা দিন। এর পর দিন আবার অফিসে গিয়ে চুড়ান্ত ডুকুমেন্টস ও ব্যাংকে যে ফি জমা দিয়েছেন সেটার মুল কপি জমা দিয়ে বুঝে নিন নতুন সংশোধিত সার্টিফিকেট। How To Correction JSC SSC HSC Exam Certificate Correction Online