ত্রিভূজের শ্রেণীবিভাগ -Classification of Triangle
কোণর ওপর ভিত্তি করে ত্রিভূজকে তিন ভাগে ভাগ করা হয়। যথাঃ
- সূক্ষকোণী ত্রিভুজ,
- সমকোণী ত্রিভুজ,
- স্থলকোণী ত্রিভুজ।
সূক্ষকোণী ত্রিভুজঃ
যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষকোণ, তাকে সূক্ষকোণী ত্রিভুজ বলে।
চিত্রে কখগ একটি সূক্ষকোনী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজঃ
যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে।
চিত্রে কখগ = ১ সমকোন এবং কখগ একটি সমকোনী ত্রিভুজ।
স্থলকোণী ত্রিভুজঃ
যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে স্থলকোণী ত্রিভুজ বলে।
চিত্রে ককখগ স্থূলকোন এবং কখগ একটি স্থলকোনী ত্রিভুজ।
বাহুর দৈর্ঘের ওপর ভিত্তি করে ত্রিভূজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথাঃ
- সমবাহু;
- সমদ্বিবাহু;
- বিষমবাহু
সমবাহুঃ
যে ত্রিভূজের প্রতিটি বাহু সমান তাই সমবাহু ত্রিভূজ।
চিত্রে কখগ একটি ত্রিভূজ। যেখানে কখ = কগ = খগ ।
সমদ্বিবাহুঃ
ত্রিভূজের যেকোন দুইটি বাহু সমান তাই সমদ্বিবাহু ত্রিভূজ।
চিত্রে কখগ একটি ত্রিভূজ। যেখানে কখ , কগ, খগ প্রতিটি বাহু-ই অসমান।
বিষমবাহুঃ
যে ত্রিভূজের প্রতিটি বাহুই অসমান তাই বিষমবাহু ত্রিভূজ।
চিত্রে কখগ একটি ত্রিভূজ। যেখানে কখ , কগ, খগ প্রতিটি বাহু-ই অসমান।
৬০ টি কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক | One Time School