ত্রিভূজের শ্রেণীবিভাগ – Classification of Triangle

One Time School

 ত্রিভূজের শ্রেণীবিভাগ -Classification of Triangle

ত্রিভূজের শ্রেণীবিভাগ - Classification of Triangle
ত্রিভূজের শ্রেণীবিভাগ – Classification of Triangle

কোণর ওপর ভিত্তি করে ত্রিভূজকে তিন ভাগে ভাগ করা হয়। যথাঃ 

  • সূক্ষকোণী ত্রিভুজ, 
  • সমকোণী ত্রিভুজ,
  • স্থলকোণী ত্রিভুজ।

সূক্ষকোণী ত্রিভুজঃ 

যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষকোণ, তাকে সূক্ষকোণী ত্রিভুজ বলে।

চিত্রে  কখগ একটি সূক্ষকোনী ত্রিভুজ।

সমকোণী ত্রিভুজঃ

যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে।

চিত্রে  কখগ = ১ সমকোন এবং কখগ একটি সমকোনী ত্রিভুজ।

স্থলকোণী ত্রিভুজঃ

যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে স্থলকোণী ত্রিভুজ বলে।

চিত্রে  ককখগ স্থূলকোন এবং কখগ একটি স্থলকোনী ত্রিভুজ।

বাহুর দৈর্ঘের ওপর ভিত্তি করে ত্রিভূজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথাঃ

  • সমবাহু;
  • সমদ্বিবাহু;
  • বিষমবাহু

সমবাহুঃ 

যে ত্রিভূজের প্রতিটি বাহু সমান তাই সমবাহু ত্রিভূজ। 

চিত্রে কখগ একটি ত্রিভূজ। যেখানে  কখ = কগ = খগ ।

সমদ্বিবাহুঃ 

ত্রিভূজের যেকোন দুইটি বাহু সমান তাই সমদ্বিবাহু ত্রিভূজ। 

চিত্রে কখগ একটি ত্রিভূজ। যেখানে কখ , কগ, খগ প্রতিটি বাহু-ই অসমান।

বিষমবাহুঃ 

যে ত্রিভূজের প্রতিটি বাহুই  অসমান তাই বিষমবাহু ত্রিভূজ। 

চিত্রে কখগ একটি ত্রিভূজ। যেখানে  কখ , কগ, খগ প্রতিটি বাহু-ই অসমান।

৬০ টি কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক | One Time School

Leave a Comment

error: Don't Copy This Content !!