PDF file গুলো মূলত এমন কিছু ডিজিটাল পেপার যেগুলোকে অনেক সহজেই একজন পাঠক পড়তে পারেন। একটি smartphone বা tablet ব্যবহার করে এই PDF file গুলোকে পড়া ও তৈরি করা দুটোই সম্ভব। তাই, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা কিভাবে মোবাইলে পিডিএফ ফাইল বানাবো সেই বিষয়ে জানবো (Easiest steps to make a PDF file on mobile).
এখনের আধুনিক সময়ে এন্ড্রয়েড মোবাইলে একটি পিডিএফ ফাইল তৈরি করাটা অনেক সহজ ও সুবিধাজনক হয়ে দারিয়েছে। PDF file তৈরি করার জন্যে আমাদের মোবাইলে কিছু বিশেষ application-গুলোর প্রয়োজন। পিডিএফ ফাইল পড়া এবং তৈরি করার ক্ষেত্রে ব্যবহারকারীরা এই এপ্লিকেশন গুলো নিয়মিত ব্যবহার করেন।
- গুগল ট্রান্সলেট : যেকোন ভাষাকে সহজেই ট্রান্সলেট করুন
- কিভাবে টেলিগ্রাম বট ও ইমেইল তৈরি করবেন
- আপনার মোবাইলে বিরক্তিকর এড আসা বন্ধ করুন
- গুগল ম্যাপে নিজের বাড়ি বা দোকান যুক্ত করুন খুব সহজেই
- ওয়াইফাই থেকে ব্লক দিলে এক মিনিটের মধ্যে সহজেই আনব্লক করুন
চলুন, নিচে আমরা মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রীতে কিভাবে একটি পিডিএফ ফাইল বানাতে হবে সেটা জেনেনেই।
একটি ছবিকে পিডিএফ ফাইল কিভাবে বানাবেন ?
একটি desktop এবং অন্যান্য যেকোনো device-এর মধ্যেই পিডিএফ ফাইল গুলো সমান বা একই ভাবে ওপেন এবং প্রদর্শিত হয়ে থাকে। এখন আপনারা নিচে জানবেন কিভাবে যেকোনো ইমেজ ফাইল একটি পিডিএফ ফাইল হিসেবে তৈরি করতে পারবেন নিজের মোবাইলের দ্বারা।
মোবাইল ফোনের সাহায্যে পিডিএফ তৈরি করার প্রক্রিয়া অনেক সোজা এবং সহজ। নিচে দেওয়া প্রত্যেকটি ধাপ গুলো অনুসরণ করে আপনারা নিজের মোবাইল দিয়ে পিডিএফ বানাতে পারবেন এবং সেটাও ছবি সহ।
- Computer বা mobile-এর ওয়েব ব্রাউজার ওপেন করুন।
- Google search-এর ওয়েবসাইটে প্রবেশ করুন এবং “Image to pdf creator” লিখে সার্চ দিন।
- “smallpdf.com” এবং এর মতো প্রচুর image থেকে PDF ফাইল তৈরি করার ওয়েবসাইট পাবেন।
- যেই ছবিটি পিডিএফ ফাইলে কনভার্ট করতে চাইছেন, সেটা সরাসরি ওয়েবসাইটে আপলোড করুন।
- Image upload করার পর, “convert to PDF” বা “create pdf” এর অপশনে ক্লিক করুন।
- এবার শেষে আপনারা “Download PDF” এর একটি option দেখতে পাবেন।
- Download বাটনে ক্লিক করে নিজের ফাইল ডাউনলোড করে নিন।
Google Docs ব্যবহার করে পিডিএফ তৈরি করুন
যদি আপনারা নিজের মোবাইল দিয়ে পিডিএফ তৈরি করতে চান, তাহলে গুগল ডক্স (Google Docs) ব্যবহার করে সহজেই তৈরি করতে পারবেন। Google docs-এর দ্বারা PDF তৈরি করার জন্যে আপনারা নিচে দেওয়া ধাপ গুলো অনুসরণ করুন।
- আপনার মোবাইলে Google Docs ইনস্টল করা থাকতে হবে।
- তবে সরাসরি https://docs.google.com ওয়েবসাইটে গিয়েও আপনারা এই কাজ করতে পারেন।
- এখন আপনারা যেই ওয়ার্ড, টেক্সট, এক্সেল ফাইল এর পিডিএফ তৈরি করতে চাইছেন সেটাকে গুগল ডক্সে আপলোড করুন।
- সরাসরি নতুন word বা excel পিডিএফ ফাইল গুগল ডক্স এর দ্বারা তৈরি করতে পারবেন।
- সবচেয়ে আগেই প্রথম পেজে থাকা প্লাস সাইন (+) এর মধ্যে ক্লিক করুন।
- এখন “Choose template” বা “New document” এর দুটো অপসন পাবেন।
- যেকোনো একটি select করুন এবং নিজের ফাইলে যা যা লিখবেন বা যোগ করবেন সেটা করুন।
- ফাইলে তথ্য যোগ করার পর একেবারে ওপরে ডানদিকে থাকা ৩টি ডটের অপশনে (three dots menu) ক্লিক করুন।
- অপশনে click করার পর “share & export” এর মধ্যে click করুন।
- এখন দিয়ে দেওয়া অপসন গুলোর মধ্যে থেকে “Save as” এর অপশনে click করুন।
- এবার আপনাকে file-এর format সিলেক্ট করতে হবে। “PDF Document” সিলেক্ট করুন।
- শেষে “Ok” বাটনে ক্লিক করুন।
- কিছু সেকেন্ডের মধ্যেই আপনার ফাইল পিডিএফ ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে।
- সরাসরি ওপরে থাকা “Download button” এর মধ্যে click করুন।
- এখন আপনার ফাইল সরাসরি পিডিএফ (PDF) হিসেবে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।
কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে পিডিএফ ফাইল বানাবো ?
এখন আপনারা যদি কোনো mobile app বা software ব্যবহার না করেই যেকোনো ফাইল পিডিএফ ফাইল হিসেবে তৈরি করতে চান, তাহলে অনলাইনে প্রচুর টুলস গুলো পেয়ে যাবেন যেগুলো ফ্রীতে ব্যবহার করেই কাজ হয়ে যাবে।
- নিজের এন্ড্রয়েড মোবাইলে পিডিএফ ফাইল তৈরি করার জন্যে প্রথমে আপনাকে “smallpdf.com” নামের Smallpdf online web tool-টিতে ভিসিট করতে হবে।
- এবার যেই ফাইল এর পিডিএফ তৈরি করতে চাইছেন সেটাকে আপলোড করুন।
- কম্পিউটার বা মোবাইল থেকে ফাইল আপলোড করার জন্যে অপসন দেওয়া রয়েছে।
- এখন আপনার ফাইল নিজে নিজে কনভের হয়ে পিডিএফ তৈরি হয়ে যাবে।
- এখন ফাইলটি পিডিএফ ফরম্যাট এর সাথে ডাউনলোড করলেই হয়ে যাবে।
Android mobile-এর মধ্যে PDF file create করার জন্যে আপনারা প্রচুর online web tools গুলো পাবেন। এই tool গুলো ব্যবহার করে সম্পূর্ণ ফ্রি ভাবে পিডিএফ তৈরি করাটা অনেক সহজ ও সোজা। এই টুল গুলোর দ্বারা আপনারা যেকোনো ডক্যুমেন্ট একটি পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন।
কিছু জনপ্রিয় online PDF tools গুলোর মধ্যে থাকছে, PDF24, PDF escape, HiPDF, এবং Adobe.
Android mobile-এর সেরা ফ্রি পিডিএফ মেকার এপস
- Image to PDF – PDF Maker
- Document Scanner – PDF Creator
- Adobe Scan: PDF Scanner, OCR
- PDF Maker / OrangePalm
উপসংহার,
তাহলে বন্ধুরা, আশা করছি কিভাবে নিজের মোবাইলের দ্বারা একটি পিডিএফ ফাইল বানাতে পারবেন এই বিষয়ে আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আমাদের আজকের আর্টিকেলের সাথে রিলেটেড কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
আরো দেখুন:
কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় – ( ১০০% Real উপায় )
মোবাইল থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
ফ্রীতে সিনেমা দেখুন: মোবাইলে মুভি দেখার সেরা অ্যাপস
কীভাবে আপনার জীবনবৃত্তান্ত বা Resume বা CV তৈরি করবেন | One Time School