এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন মেধাতালিকা (১ম-১৭তম)

One Time School

শিক্ষক নিবন্ধন মেধাতালিকা (NTRCA Combined National Merit List) : এনটিআরসিএ কর্তৃপক্ষ সমন্বিত জাতীয় মেধাতালিকা রেজাল্ট (১ম-১৭তম) হালনাগাদ করেছে।

এই প্রতিবেদনের নির্দেশনা অনুসারে আপনি আপনার এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন মেধাতালিকা রেজাল্টের ক্রম দেখতে পারবেন।

NTRCA Combined National Merit List (1-17): এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন মেধাতালিকা রেজাল্ট

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), ১ম হতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের জাতীয় সমন্বিত মেধা তালিকা রেজাল্ট হালনাগাদ করে প্রকাশ করেছে।

২৫ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে আপডেট শিক্ষক নিবন্ধন মেধা তালিকা, টেলিটক এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণরা রোল নম্বর দ্বারা তারা নিজের মেধাক্রম দেখে নিতে পারবে।

পাশাপাশি সকল লেভেলের (স্কুল, মাদ্রাসা, কলেজ, টেকনিক্যাল, বিএম) মেধাক্রম, প্রথম স্থান থেকে পর্যায়ক্রমে সবার মেধাক্রম দেখা যাবে।

শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ মেধাক্রম জানার জন্য, নিচের অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা অনুসরণ করুন।

এনটিআরসিএ হালনাগাদ মেরিট লিস্ট (১ম-১৭তম) দেখার নির্দেশনা

প্রথমে ব্রাউজারের নতুন একটি ট্যাব ওপেন করে, টেলিটক ওয়েবসাইটের নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।

http://ngi.teletalk.com.bd/ntrca/merit/

নিচের ছবির মত শিক্ষক নিবন্ধনের মেরিট লিস্ট দেখার সার্চ ফরমটি দেখতে পাবেন। এখানে ১ থেকে ১৭তম নিবন্ধন ও ২০১০ সালের স্পেশাল নিবন্ধন উত্তীর্ণদের সবশেষ আপডেট মেধা তালিকা রয়েছে।

নিবন্ধন উত্তীর্ণদের সবশেষ আপডেট মেধা তালিকা রয়েছে।

এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন হালনাগাদ মেধাতালিকা (১ম-১৭তম)

আশা করি উপরের ছবির মত মেধাতালিকা সার্চ পাতায় অবস্থান করছেন। এবার Choose Leavel লেখা সিলেক্ট বক্সে ক্লিক করুন।

এখানে তিন লেভেলের শিক্ষক নিবন্ধনের মেধাতালিকা রয়েছে। এখান থেকে আপনার জন্য প্রযোজ্য অপশনটি সিলেক্ট করুন।

লেভেল নির্ধারণ করা হলে Choose Subject লেখা নতুন একটি সিলেক্ট বক্স আসবে। এইবার আপনার বিষয়টি সিলেক্ট করুন।

দেখবেন ১ নম্বর মেধাতালিকা থেকে প্রথম পাতায় ১০ জনের মেধাক্রম আসছে। মেধাক্রম পাতার নিচের দিকে Next বাটনে বা সংখ্যা বাটনে ক্লিক করলে পরবর্তী পাতার মেধাক্রম পাওয়া যাবে।

আর সহজে শুধু আপনার মেধাক্রম জানতে এই সার্চ পাতার উপরের দিকে ডান পাশে Search রেখা একটি সার্চ ফরম দেখতে পাবেন। এখানে আপনার নিবন্ধন পরীক্ষার রোল নম্বর দিয়ে সরাসরি আপনার মেধাক্রম দেখে নিতে পারবেন।

১ থেকে ১৭তম পর্যন্ত এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন মেধাতালিকা দেখতে অসুবিধা হলে আমাদের জানাতে পারেন।

Leave a Comment

error: Don't Copy This Content !!