Goal Seek এর কাজঃ
Goal অর্থ লক্ষ্য এবং Seek অর্থ তল্লাশি করা বা জানা । অতএব, Gool Seek শদ্বের অর্থ নির্ধারণ । মনে করি কোন কোম্পানী থেকে আপনি একটা কম্পিউটার ক্রয় করবেন । তারা আপনাকে ক্রয়কৃত জিনিসের উপর শত দিচ্ছে যেমন-
- Excel-এর ৫০টি প্রয়োজনীয় ফর্মুলা (সংক্ষিপ্ত বাংলা ব্যাখ্যা)
- Excel Formulas & Functions: Learn with Basic EXAMPLES
- Data Validation in Excel: Filters, Grouping, Sorting Examples
- How to Do Addition, Subtraction, Multiplication & Division in Excel
- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সমূহের তালিকা এবং যোগাযোগের ঠিকানা
- মোট মূল্যের ৩০% নগদ পরিশোধ করতে হবে ।
- প্রতি মাসে কিস্তির পরিমাণ ২৫০০ টাকা ।
- সবোচ্ছ কিস্তি ২৪ টি ।
- ১২% লাভ দিতে হবে ।
Goal Seek এর মাধ্যমে আপনি জানতে পারবেন কম্পিউটার এর মোট মূল্য কত হবে ও Loan Amount এর পরিমাণ কত হবে তাহলে জানার জন্য নিচের ছকটি তৈরি করতে হবেঃ
| A | B | C | D | E | |
| 1 | Goal Seek | ||||
| 2 | Interest | Term | Purchesprice | Loan Amount | Cash Payment |
| 3 | 12% | 24 | |||
| 4 | |||||
| 5 | |||||
| 6 | Payment | ||||
| 7 |
*D3 Cell এ কার্সার রেখে সূত্রটি লিখতে হবে =C3*70% এরপর Enter চাপতে হবে ।
* E3 Cella এ কার্সার রেখে সূত্রটি লিখতে হবে=C3*30% এরপর Enter চাপতে হবে ।
*C7 Cell এ কার্সার রেখে সূত্রটি লিখতে হবে =PMT(A3/12,B3,-D3) এরপর Enter চাপতে হবে ।
তাহলে নিচের চিত্রটি আসবেঃ
| A | B | C | D | E | |
| 1 | Goal Seek | ||||
| 2 | Interest | Term | Purchese Price | Loan Amount | Cash Payment |
| 3 | 12% | 24 | 0 | 0 | |
| 4 | |||||
| 5 | |||||
| 6 | Payment | ||||
| 7 | $0.00 |
এখন Payment এর ফলাফল এর ঘরে H.L রেখে Tools Menu তে Click করে Goal Seek Click করতে হবে তাহলে নিচের চিত্রটি আসবেঃ
Goal Seek: Data এর মধ্যে What-if Analysic এর ভেতরে ।
এখন Goal Seek Dialog Box এর Set Cell Box এ কিছু লেখার প্রয়োজন নাই কারণ যে Cell এ H.L রেখে আসা হয় এমনিতেই সেই নাম্বারটি চলে আসে । Goal Seek Dialog Box এর To Value Box এ প্রতি মাসের কিস্তির পরিমাণ লিখতে হবে । Goal Seek Dialog Box এর By changing cell Box এ Purchesprice এর নিচের Cell Number দিয়ে Ok Click করতে হবে । তাহলে নিচের চিত্রটি আসবেঃ
| A | B | C | D | E | |
| 1 | Goal Seek | ||||
| 2 | Interest | Term | Purchese Price | Loan Amount | Cash Payment |
| 3 | 12% | 24 | 75869.24021 | 53108.46814 | 22760.7720 |
| 4 | |||||
| 5 | |||||
| 6 | Payment | ||||
| 7 | $2500.00 |
Microsoft Excel – মাইক্রোসফট এক্সেল Goal Seek এর কাজ
Microsoft Excel – মাইক্রোসফট এক্সেল পরিচিতি। (পর্ব-০১) – Learnbd24
৬০ টি কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক | One Time School