আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আজকে আমাদের পোস্টটি সাজানো হয়েছে ভাব সম্প্রসারণ লিখার সুন্দর সুন্দর নিয়ম নিয়ে। আপনি কি কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হবে এটা নিয়ে চিন্তিত? কিভাবে ভাব সম্প্রসারণ লিখলে আপনার লেখাটা অনেক পারফেক্ট হবে এটা ভাবছেন? আপনি কি ভাব সম্প্রসারণ লিখে স্যারকে সন্তুষ্ট করে ভালো মার্কস পেতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন।
আর এই পোস্টটি আপনার উপকারী হতে পারে। কেননা আমাদের আজকের পোস্টটি সাজানো হয়েছে ভাব সম্প্রসারনের মাধ্যমে। এখান থেকে যদি আপনি ভাব সম্প্রসারণের নিয়ম শিখতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন। আশা করি এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ভাব সম্প্রসারণ এর নিয়ম পেয়ে যাবেন।
আপনারা যারা শিক্ষার উপর বিভিন্ন তথ্য খুজতেছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন। এখানে শিক্ষার উপর সমসাময়িক তথ্য প্রচার করা হয়ে থাকে। আমরা প্রতিদিনই কোন না কোন বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের আরো একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আজকে যে ভাব সম্প্রসারণ চিনি আলোচনা করব সেটি অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আজকের ভাব-সম্প্রসারণটি নিম্নে আলোচনা করা হল:
ভাবসম্প্রসারণ তালিকা
- ভাবসম্প্রসারণ: শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির
- ভাবসম্প্রসারণ: পুষ্প আপনার জন্য ফোটে না
- ভাবসম্প্রসারণ: শিক্ষাই জাতির মেরুদন্ড
- ভাবসম্প্রসারণ: ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ
- ভাবসম্প্রসারণ: সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ / সঙ্গ দোষে লোহা ভাসে
- ভাবসম্প্রসারণ: প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না
- ভাবসম্প্রসারণ: আলস্য এক ভয়ানক ব্যাধি
- ভাবসম্প্রসারণ: জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর
- ভাবসম্প্রসারণ: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
- ভাব সম্প্রসারণ: উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই
- ভাবসম্প্রসারণ: এ জগতে হায়, সে বেশি চায় আছে যার ভূরি ভুরি / রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি
- ভাব সম্প্রসারণ: ভালোমন্দ, সুখ দুঃখ অন্ধকার আলো, মনে হয়, সব নিয়ে এ ধরণী ভাল
- ভাবসম্প্রসারণ: দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
- ভাবসম্প্রসারণ: অসির চেয়ে মসি বড় / অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান
- ভাবসম্প্রসারণ: যে জাতি জীবন হারা অচল অসার / পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার
- ভাবসম্প্রসারণ: ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল
- ভাবসম্প্রসারণ: অর্থই অনর্থের মূল Orthoi Onorther Mul
- ভাব সম্প্রসারণ: নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস
আরো এড করা হবে…..
ভাব সম্প্রসারণ: নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।
মূলভাব: এ পৃথিবীতে প্রকৃতপক্ষে কেউই পুরোপুরি সুখী নয়। কেননা সুখের অতৃপ্তিই এক ধরনের সুখহীনতা। নিজের চাইতে অন্যকে সুখী মনে করে মানুষ নিজের আত্ম যাতনা বাড়িয়ে তোলে। মানুষ কখনোই নিজ অবস্থায় সন্তুষ্ট নয়। সে নিজেকে অপরের তুলনায় বঞ্চিত ও দুখী ভেবে নিরব অভিমানে পীড়িত হয়।
সম্প্রসারিত ভাব: মানুষের আশা-আকাঙ্ক্ষা অন্তহীন। সে তৃপ্তিহীন আশা-আকাঙ্ক্ষার পেছনে মানুষ নিরন্তর ধাবমান। মানুষের আশা-আকাঙ্ক্ষার যেমন শেষ নেই তার ছুটে চলারও তেমন অন্ত নেই। মানুষের আকাঙ্ক্ষা করার ক্ষমতা অসীম। কিন্তু তাকে বাস্তবায়ন করার ক্ষমতা সীমিত। তাই সে আশা আকাঙ্ক্ষা করে প্রচুর কিন্তু পায় অল্প। এটাই তার চিরন্তন অতৃপ্তির কারণ। তাই সে যা পাই তাতে চিত্তের ক্ষুধা মেটে না। সে চায় আরো আরো অনেক বেশি। আসলে মানুষ যে কি চায় তা সে নিজেও জানে না।
সুখ এমনই এক স্বর্ণমৃগ যে, তাকে পাওয়ার জন্য সবাই লালায়িত। সুখের কোন শেষ নেই, তার চাহিদারও কোনো শেষ নেই। সুখের অনন্ত প্রত্যাশায় মানুষ অস্থির। এমনিভাবে সংসারে কেউই নিজের বর্তমান অবস্থায় সুখী নয়। নিজে যত সুখ স্বাচ্ছন্দ্যেই থাকুক না কেন, পরের ঐশ্বর্য ও সুখ শান্তি কেই সে বড় করে দেখতে অভ্যস্ত এবং এ কারণেই সে সর্বক্ষন অতৃপ্তি ও অশান্তির মধ্যে কাল কাটায়। সুখের প্রত্যাশাই আসলে এক ধরনের দুঃখময় ও তাই মানুষকে আচ্ছন্ন করে রেখেছে। অতৃপ্ত ও অশান্ত মানুষেরাই উদ্বৃত্ত কবিতাংশের রূপক নদীর দুই পাড়।
পরস্পর বিচ্ছিন্ন নদীর দুই পাড়ের প্রত্যেকেই একে অন্যকে তার চেয়ে সুখী মনে করে। এভাবেই তাদের প্রত্যেকের মনে বিরাজ করে সার্বক্ষণিক অশান্তি ও অতৃপ্তি। একই সমাজে বাস করেও আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকি বলে কেউ আমরা কাউকে সঠিক ভাবে চিনি না। আর এ না চেনার কারণে আমরা বাইরের চাকচিক্য দেখে নিজের চেয়ে অন্যকে সুখী মনে করি। আমরা নিজের অবস্থার ওপর সন্তুষ্ট থাকি না বলেই অন্যের সুখেই বড় করে দেখি এবং ঈর্ষান্বিত হই। কিন্তু আমরা যদি অন্যের আসল পরিচয় জানি,, তাহলে দেখা যাবে যে তার মনেও বিরাজ করছে কত অশান্তি। এ কারণেই আমরা নদীর পরস্পর বিচ্ছিন্ন দুই তীরের মত পরস্পরকে অধিক সুখী কল্পনা করে অশান্তিতে দিন যাপন করি।
নদীর এপার থেকে অন্য পারের দৃশ্যাবলী যেমন সুন্দর মনে হয়, তেমনি মানুষও মনে করে অন্যেরা তার থেকে সুখে আছে। কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতে কেউই পরিপূর্ণভাবে সুখী নয়। কারণ আত্মসন্তুষ্টির সজীব বৃত্তেই সকল সুখ অন্তর্নিহিত।
মন্তব্য: প্রকৃতপক্ষে এই পৃথিবীতে কেউই সুখী নয়। মানুষকে সব সময় নিজস্ব যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। নিজের প্রতি আস্থাহীনতার অসন্তুষ্টি মানুষকে দ্বন্দ্বময় জীবনের দিকে ধাবিত করে। আত্মসন্তুষ্টির পূর্ব শর্ত নিজের প্রতি প্রগাঢ় আস্থাশীলতা। সুখের অসীম চাহিদায় মানুষকে চিরসুখী করে রেখেছে।
আজকে আমরা উপরে যে ভাব সম্প্রসারণটি নিয়ে আলোচনা করলাম, আমরা সহজে বুঝতে পারছি যে মানুষের চাহিদা অসীম। কিন্তু চাহিদা অনুযায়ী তা পূরণ করতে পারছে না বিধায় তারা অশান্তি তে ভুগছে।
শিক্ষার্থী বন্ধুরা আপনারা সহজেই আজকের ভাব-সম্প্রসারণ টি বুঝতে পেরেছেন। আমাদের এই ওয়েবসাইটে পেজে আপনাদের ভিজিট করার জন্য অশেষ ধন্যবাদ। যেহেতু দীর্ঘদিন করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় আপনারাও ঠিকমতো ক্লাসে উপস্থিত হতে পারেননি, পড়াশোনার দিক দিয়ে আপনারা অনেকটাই পিছিয়ে পড়েছেন। তাই আমরা আমাদের ওয়েবসাইটে শিক্ষাবিষয়ক তথ্য গুলো আপডেট করার চেষ্টা করে যাচ্ছি। এতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।
ভাব সম্প্রসারণ: নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস