ভাবসম্প্রসারণ: ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল khudro khudro balukona bindu bindu jol gore tole mohadesh sagor otol
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আজকে আমাদের পোস্টটি সাজানো হয়েছে ভাব সম্প্রসারণ লিখার সুন্দর সুন্দর নিয়ম নিয়ে। আপনি কি কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হবে এটা নিয়ে চিন্তিত? কিভাবে ভাব সম্প্রসারণ লিখলে আপনার লেখাটা অনেক পারফেক্ট হবে এটা ভাবছেন? আপনি কি ভাব সম্প্রসারণ লিখে স্যারকে সন্তুষ্ট করে ভালো মার্কস পেতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন।
আর এই পোস্টটি আপনার উপকারী হতে পারে। কেননা আমাদের আজকের পোস্টটি সাজানো হয়েছে ভাব সম্প্রসারনের মাধ্যমে। এখান থেকে যদি আপনি ভাব সম্প্রসারণের নিয়ম শিখতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন। আশা করি এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ভাব সম্প্রসারণ এর নিয়ম পেয়ে যাবেন।
আপনারা যারা শিক্ষার উপর বিভিন্ন তথ্য খুজতেছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন। এখানে শিক্ষার উপর সমসাময়িক তথ্য প্রচার করা হয়ে থাকে। আমরা প্রতিদিনই কোন না কোন বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের আরো একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আজকে যে ভাব সম্প্রসারণ চিনি আলোচনা করব সেটি অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আজকের ভাব-সম্প্রসারণটি নিম্নে আলোচনা করা হল:
ভাবসম্প্রসারণ তালিকা
- ভাবসম্প্রসারণ: শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির
- ভাবসম্প্রসারণ: পুষ্প আপনার জন্য ফোটে না
- ভাবসম্প্রসারণ: শিক্ষাই জাতির মেরুদন্ড
- ভাবসম্প্রসারণ: ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ
- ভাবসম্প্রসারণ: সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ / সঙ্গ দোষে লোহা ভাসে
- ভাবসম্প্রসারণ: প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না
- ভাবসম্প্রসারণ: আলস্য এক ভয়ানক ব্যাধি
- ভাবসম্প্রসারণ: জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর
- ভাবসম্প্রসারণ: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
- ভাব সম্প্রসারণ: উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই
- ভাবসম্প্রসারণ: এ জগতে হায়, সে বেশি চায় আছে যার ভূরি ভুরি / রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি
- ভাব সম্প্রসারণ: ভালোমন্দ, সুখ দুঃখ অন্ধকার আলো, মনে হয়, সব নিয়ে এ ধরণী ভাল
- ভাবসম্প্রসারণ: দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
- ভাবসম্প্রসারণ: অসির চেয়ে মসি বড় / অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান
আরো এড করা হবে…..
শিক্ষাক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো বাংলা ব্যাকরণ। আর বাংলা ব্যাকরণেরই একটি বিশেষ টপিক হচ্ছে ভাব সম্প্রসারণ। কিন্তু দেখা যায় যে অনেকেই এই ভাব সম্প্রসারণ লিখতে পারদর্শী হয় না। আবার ভাব সম্প্রসারণ লেখে ভালো নম্বরও পায় না। তাই যারা ভাব সম্প্রসারণে অনেক ভালো নম্বর পেতে চান, আবার অনেক ভালো মাধ্যমে এই নাম্বারটা অর্জন করতে চান তাদের জন্য আজকের পোস্টটির ভিন্নভাবে সাজানো হয়েছে।
এখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে খুবই কম সময়ের মধ্যে ভাব সম্প্রসারণ লিখে দারুন নম্বর তোলা যায়। আবার অনেকে দেখা যায় যে ভাব সম্প্রসারণ মুখস্ত করে। ঘন্টার পর ঘন্টা ধরে ভাব সম্প্রসারণ মুখস্ত করে কিন্তু নির্ধারিত মুখস্ত বিষয়গুলোর মধ্যে যদি ভাব সম্প্রসারণ কমন না পড়ে তাহলে ঘাবড়ে যায়। অনেকেই আবার অনেকে লিখতেও পারেনা।
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ সাগর অতল
মূলভাব: ক্ষুদ্র থেকে বৃহতের সৃষ্টি। পৃথিবীতে কোন কিছুই তুচ্ছ বা ফেলনা নয়। ক্ষুদ্র বলে কোন কিছুকে অবহেলা করা উচিত নয়। জগতের সকল বিশাল মহৎ সৃষ্টির পেছনে রয়েছে ক্ষুদ্র প্রচেষ্টার সমন্বিত প্রয়াস। কেননা সমগ্র সৃষ্টি জগত গড়ে উঠেছে অতি ক্ষুদ্র বস্তুকণার সমন্বয়ে। ক্ষুদ্র কে তাই তুচ্ছ বা অবহেলা করা ঠিক নয়।
সম্প্রসারিত ভাব: পৃথিবীর কোন বস্তুকে ক্ষুদ্র বলে অবজ্ঞা করা উচিত নয়। ছোট থেকেই বৃহতের এর সৃষ্টি। কারণ বহু ক্ষুদ্রের সমন্বয়ে সৃষ্টি হয় বৃহৎ। ছোট ছোট দুঃখ কথা থেকেই বৃহৎ অশান্তি অবলীলায় পরিবারকে অশান্ত করে তোলে। তাই জগত সংসারে ক্ষুদ্রাতি-ক্ষুদ্র কোন বিষয় কে তুচ্ছ করা সমীচীন নয়। কেননা পৃথিবীতে কোন বস্তু তুচ্ছ বা হেয় নয়। প্রত্যেকটি বস্তুর কম বেশী গুরুত্ব আছে।
পৃথিবীর কোন বস্তুকে ক্ষুদ্র মনে করে অবজ্ঞা করা উচিত নয়। কারণ বহু ক্ষুদ্রের সমন্বয়ে সৃষ্টি হয় বৃহৎ। আপাতদৃষ্টিতে আমরা সাধারণত একটি ক্ষুদ্র বালুকণা বা একবিন্দু পানির কোন গুরুত্ব দেইনা। কিন্তু আমাদের ভুললে চলবে না যে বহু বছর ধরে কোটি কোটি বালুকণা প্রতিমুহূর্তে সঞ্চিত হয়ে বিশাল ভূ-ভাগ গড়ে উঠেছে। ঠিক তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর সমন্বয়ে সৃষ্টি হয় সাগর বা মহাসাগর। কাজেই আমাদের জীবনে প্রতিনিয়ত অসংখ্য ক্ষুদ্র কে সাথে নিয়ে এগিয়ে যেতে হয়। সেসব ক্ষুদ্র কে অবহেলা করে আমরা তার অপচয় করি। ফলে আমাদের জীবন সাধনা ব্যর্থতায় পর্যবসিত হয়। আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান, দয়া, মমতা, প্রচেষ্টা, ক্ষমতা প্রভৃতির সমন্বয়ে জীবনকে সাফল্যমন্ডিত করে তুলতে পারি।
ইংরেজ বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বলেছেন– “সরল এবং ছোট প্রাণী গুলো থেকে জটিল ও বড় প্রাণের উৎপত্তি ঘটেছে”। অর্থাৎ আদি পৃথিবীর এককোষী অ্যামিবা থেকেই ক্রমশ বহুকোষী প্রাণীর উৎপত্তি হয়েছে। একইভাবে ক্ষুদ্র দোষ-ত্রুটির সমারোহে পৃথিবীতে মানব জীবন হয়ে উঠতে পারে দুর্বিসহ। পক্ষান্তরে ক্ষুদ্র ক্ষুদ্র মহৎ কাজের সমারোহে পৃথিবিকে স্বর্গময় করে তোলা সম্ভব। তাই প্রতিটি ক্ষুদ্র এর মধ্যে নিহিত রয়েছে অপরিসীম তাৎপর্য।
আমরা অনেক সময় ছোটখাটো কথা বা উপদেশ কে মূল্য দেই না। সামান্য কথা হলেও তার জীবনের বৃহত্তর পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সামান্য বলে অনেক ‘সময়’ ও ‘অর্থ’- কে আমরা আমল দেই না। অথচ অবহেলায় ফেলে যাওয়া সামান্য ‘সময়’ বা ‘অর্থ’ একসাথে করলে জীবনের জন্য অনেক কিছুই করা সম্ভব হতো। তাই জীবন সঞ্চয় এর ক্ষেত্রে “ক্ষুদ্র” কথাটি যথেষ্ট গুরুত্ব বহন করে।
মন্তব্য: জীবনে বৃহৎ কিছুর মূল্য যেমন রয়েছে তেমনি ক্ষুদ্র কেউ অবহেলা করা সমীচীন নয়। মনে রাখতে হবে মানুষ ছোট থেকেই বড় হয়।
আজকে আমাদের ওয়েবসাইটে যে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হলো, এই ভাব সম্প্রসারণ এর মূল বিষয়টি হলো কোনো কিছুকেই তুচ্ছ এবং তাচ্ছিল্য বলে অবহেলা করলে হবে না। মহান আল্লাহতায়ালা প্রত্যেকটা জিনিসই কোনো-না-কোনো প্রয়োজনের তাগিদে সৃষ্টি করেছেন। ঠিক তেমনি পৃথিবীতে কোন বস্তুকে ক্ষুদ্র বলে অবজ্ঞা করা ঠিক হবে না, কারণ ক্ষুদ্রের মাধ্যমেই বৃহৎ কোন বিষয়ের সৃষ্টি হয়।
তো আজ এ পর্যন্তই। বন্ধুরা আপনারা বেশি বেশি করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং শিক্ষার ওপর তথ্যমূলক বিষয়গুলো নিয়ে যে আলোচনা করা হয় সেটি আপনারা খুব সহজেই অনুধাবন করতে পারবেন আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে।
ভাবসম্প্রসারণ: যে জাতি জীবন হারা অচল অসার / পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার | One Time School
ভাবসম্প্রসারণ: ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল