ভাবসম্প্রসারণ: এ জগতে হায়, সে বেশি চায় আছে যার ভূরি ভুরি / রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি A Jogote Hai Se Beshi Chai Ase Jar Vuri Vuri Rajar Hosto Kore Somosto Kangaler Dhon Churi
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই ওয়েবসাইট পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজ আরও একটি নতুন ভাব সম্প্রসারণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভাব সম্প্রসারণ টি বিশেষ করে ৬ষ্ট, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির জন্য খুবই উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আশা করছি আপনাদের পাঠ্যপুস্তক এর সহায়ক হিসেবে আমাদের ওয়েবসাইট থেকে এই ভাব সম্প্রসারণ টি অনেক কাজে লাগবে। আজকে আমরা আপনাদের জন্য যে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব সেটি হলো পুষ্প আপনার জন্য ফোটে না। চলুন শিক্ষার্থীবৃন্দ আমরা এই ভাব সম্প্রসারণ এর বিস্তারিত নিয়ে আলোচনা করি।
আপনারা যারা শিক্ষার উপর বিভিন্ন তথ্য খুজতেছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন। এখানে শিক্ষার উপর সমসাময়িক তথ্য প্রচার করা হয়ে থাকে। আমরা প্রতিদিনই কোন না কোন বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের আরো একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আজকে যে ভাব সম্প্রসারণ চিনি আলোচনা করব সেটি অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আজকের ভাব-সম্প্রসারণটি নিম্নে আলোচনা করা হল:
ভাবসম্প্রসারণ তালিকা
- ভাবসম্প্রসারণ: শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির
- ভাবসম্প্রসারণ: পুষ্প আপনার জন্য ফোটে না
- ভাবসম্প্রসারণ: শিক্ষাই জাতির মেরুদন্ড
- ভাবসম্প্রসারণ: ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ
- ভাবসম্প্রসারণ: সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ / সঙ্গ দোষে লোহা ভাসে
- ভাবসম্প্রসারণ: প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না
- ভাবসম্প্রসারণ: আলস্য এক ভয়ানক ব্যাধি
- ভাবসম্প্রসারণ: জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর
- ভাবসম্প্রসারণ: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
- ভাব সম্প্রসারণ: উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই
- ভাবসম্প্রসারণ: এ জগতে হায়, সে বেশি চায় আছে যার ভূরি ভুরি / রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি
আজকে আমরা বাংলা ব্যাকরণ এর যে ভাব সম্প্রসারণ আলোচনা করব সেটি সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আমরা আমাদের এই ওয়েবসাইটে চেষ্টা করেছি আজকে যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করব সেটি সহজ এবং সুন্দর ভাবে উপস্থাপনা করার যাতে করে শিক্ষার্থীরা সহজেই অনুবাদ করতে পারে এবং তাদের নির্দিষ্ট বাংলা ব্যাকরণ এর পাশাপাশি এই ভাব সম্প্রসারণ অনেক কাজে লাগবে।
ভাবসম্প্রসারণ: এ জগতে হায়, সে বেশি চায় আছে যার ভূরি ভুরি / রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি
মূলভাব: পৃথিবীতে সম্পদশালীর সম্পদের প্রতি তৃষ্ণা দুর্নিবার ও অসীম। মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। পৃথিবীতে তাই মানুষের চাহিদা অপরিসীম। যে যত পায় সে ততই চায়। এই চাওয়া বেশি দেখা যায় সম্পদশালীদের মধ্যে। সম্পদের প্রতি এদের তৃষ্ণা দুর্নিবার ও অসীম। তাদের নির্বিচারে সম্পদ সংগ্রহের ফলে গরীবের সম্পদে হাত দেয়, গরিবেরা হয় তখন শোষিত।
সম্প্রসারিত ভাব: আমাদের এই পৃথিবীতে বিচিত্র শ্রেণীর মানুষের বাস। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ রাজা আবার কেউবা কাঙ্গাল। সকলের অবস্থা ঠিক সমান নয়। এই অসমান অবস্থার জন্য কারো ঘরে ঐশ্বর্যের প্রাচুর্য, আতশবাজি খেলা আবার কারো ঘরে অন্ধকারেও দীপ জলে না। এ অবস্থার পরিবর্তন কখনো হবে কিনা তা আমরা জানিনা। কিন্তু এই বৈষম্য একটি নিষ্ঠুর জাগতিক সত্য। তবে আমরা আশা করে থাকি, যারা ধনী, তাদের প্রচুর আছে, তারা দরিদ্রদের জন্য কিছু ত্যাগ করবেন গরিব লোকেরা ধনীদের করুণা পাবে কিন্তু বাস্তবে তা দেখা যায় তা একেবারে বিপরীত।
- অনার্স ৪র্থ বর্ষের আধুনিক রাজনৈতিক চিন্তাধারা সাজেশন ২০২৪
- অনার্স ৪র্থ বর্ষের পরানীতিবিদ্যা সাজেশন ২০২৪
- অনার্স ৪র্থ বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন ২০২৪
- অনার্স ৪র্থ বর্ষের ব্যাংক ব্যবস্থাপনা সাজেশন ২০২৪
- ভাবসম্প্রসারণ: দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
পৃথিবীতে যারা প্রচুর সম্পদের মালিক যাদের প্রচুর আছে তাদের সম্পদ তৃষ্ণা কোনদিন পরিতৃপ্ত হয় না। তারা যত পায়, তার চাইতে আরো বেশি চাই। মানুষের চাওয়া পাওয়ার কোন শেষ নেই। কিভাবে তারা নিজেদের আরো বেশি সম্পদশালী করে তোলে। কোটিপতি একজন ব্যক্তি চাই সে আরো কিভাবে বেশি উপার্জন করতে পারে। তাদের নির্বিচারে সম্পদ সংগ্রহের ফলে গরিবের সম্পদ দিয়ে হাত পড়ে।
পৃথিবীর দুঃখী মানুষেরা তাদের সামান্য পুঁজি নিয়ে জীবন যাপন করে। ধনিকের ঐশ্বর্যের প্রতি একদিন গরিবের কুটিরকে স্পর্শ করে। নানা ছলে নানা কৌশলে কিংবা বলপ্রয়োগ করে দরিদ্রের সর্ব শেষ সম্বলটুকু ছিনিয়ে এনে ধনীরা নিজেদের সম্পদশালী করে গড়ে তোলে। এভাবে পৃথিবীর দরিদ্ররা তাদের সবকিছু হারিয়ে ভিটেমাটি ছেড়ে সাজে পথের ভিক্ষুক, অন্নের কাঙ্গাল। কেউ তাদের হিসাব রাখে না কেউ তাদের খবর রাখেনা।
দরিদ্র,কাঙ্গালেরা এক-দুই বেলা ভাত খেয়ে কোনমতে বেঁচে থাকার আশা পোষণ করে। কিন্তু দুর্ভাগ্য তাদের সামান্য লবন ভাতও অনেক সময় জোটেনা। ঠিক অপর দিকে রাজা-বাদশা ও ধনীদের ঘরে সম্পদের পাহাড়। কিন্তু যার অনেক আছে তার তো কোন অভাব থাকতে পারে না অথচ পৃথিবীর এ নিয়ম হলো যার ধন সম্পদের আর প্রয়োজন নেই, তার জীবনেই অভাববোধ বেশি। রাজা সব সময় প্রজার ধন সম্পদের অধিকারী হয়। ধনী দরিদ্রকে শোষণ করে বড় হতে থাকে।
কিন্তু এই বৈষম্য একটি নিষ্ঠুর জাগতিক সত্য। লুব্ধ মানুষের বড় হবার নীতিই হলো দরিদ্রের সব কিছু জোর করে কেড়ে নিয়ে তাকে সর্ব কিছু হতে বঞ্চিত করা। কেই তাদের হিসেব রাখে না, কেই তাদের খবর রাখে না। তারা অপরের ধন চুরি করে নিজের অর্থনৈতিক অবস্থার সমৃদ্ধি চায় না। কিন্তু ধনী মানুষেরা গরীবের রক্ত শোষণ করে সম্পদের পাহাড় গড়ে তুলতে সদা সচেষ্ট। গরীবেরা চিরদিন শোষিত, লাঞ্চিত। অনাহার, নিরন্ন মানুষের ন্যূনতম সম্পদটুকুর প্রতিও ভয়াল থাবা প্রসারিত করতে কুণ্ঠিত হয় না।
মন্তব্য: উপরের বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে, বিত্তবানদের এ অতৃপ্ত সর্বগ্রাসী প্রক্রিয়া সমাজের সর্বস্ব নিঃস্ব লোকের বেঁচে থাকার স্পৃহাকে শেষ করে দিচ্ছে। সম্পদ ধনী-গরীব উভয় শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। তবে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আহরণের জন্য কারো লোভ করা উচিত নয়। যার যতটুকু সম্পদ প্রযোজন ঠিক তাকে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা বাঞ্ছনীয়।
যারা নিয়মিত আমাদের এই ওয়েবসাইট পেইজ ভিজিট করে থাকছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা এই ওয়েবসাইটে চেষ্টা করেছি শিক্ষার ওপর তথ্যমূলক বিষয়গুলো উপস্থাপনা করার। শুধুমাত্র শিক্ষা বিষয়ক নয়, বর্তমানে এখানে শিক্ষার পাশাপাশি অনেক শিক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তথ্য প্রচার করা হয়ে থাকে। তাই আপনারা নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ।
ভাবসম্প্রসারণ: এ জগতে হায়, সে বেশি চায় আছে যার ভূরি ভুরি / রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি