এসএসসি পরীক্ষার্থী ভাইয়া/আপুরা, তোমাদের এসএসসি পরীক্ষা ২০২৩ গত ৩০ এপ্রিল ২০২৩ তারিখ রবিবার থেকে শুরু হয়েছে। সাধারণত বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হয় এসএসসি ২০২৩ পরীক্ষা শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবারো বাংলা ১ম পত্র পরীক্ষা ২০২৩ দিয়ে এবারের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।
তোমরা জেনে খুশি হবে যে আমরা ওয়েবসাইটে এসএসসি পরীক্ষা ২০২৩ এর সকল বিষয়ের এমসিকিউ MCQ বা বহুনির্বাচনি অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধানের উদ্যোগ নিয়েছি। আজকের এই পোস্টে আমরা এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ প্রশ্ন সমাধান 2023 নিয়ে আলোচনা করবো। SSC ইসলাম শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩ । আজকের এসএসসি ইসলাম শিক্ষা প্রশ্ন সমাধান ২০২৩ দেখুন এখান থেকে। আজকে অনুষ্ঠিত হয়েছে SSC ইসলাম শিক্ষা এমসিকিউ পরীক্ষা ২০২৩।
এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন সমাধান ২০২৩ , এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর ২০২৩ দেখা যাবে আমাদের এই পোস্ট থেকে। আজকে অনুষ্ঠিত ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে হলে এই পোস্টের নিচের অংশ থেকে পিডিএফ বা ছবি দেখুন। SSC/এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ/নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর দেখুন এখান থেকেই। আজকের এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩ পেতে এই পোস্টটি শেষ পর্যন্ত দেখুন। আমরা এই পোস্টে পরীক্ষা শেষে ঢাকা, যশোর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট সকল বোর্ডেরই ইসলাম শিক্ষা প্রশ্নের উত্তরমালা ২০২৩ দিয়ে দেব। তাই পরীক্ষা শেষে সমাধান পেতে দ্রুত আমাদের সাইটে চলে এসো।
তুমি যদি এসএসসি 2023 ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই নিবন্ধটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা SSC ইসলাম শিক্ষা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২৩ PDF ফাইল এবং চিত্র আকারে প্রকাশ করবো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই সকল বোর্ড এর SSC ইসলাম শিক্ষা MCQ প্রশ্ন সমাধান ২০২৩ করতে কিছুটা বিলম্ব হতে পারে। সকল বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ।
পরীক্ষার নাম | এসএসসি ও সমমান ২০২৩ |
শিরোনাম | SSC ইসলাম শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩ এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ প্রশ্ন ও উত্তর ২০২৩ |
বিষয়ের নাম | ইসলাম ও নৈতিক শিক্ষা |
প্রশ্নের ধরণ | বহুনির্বাচনি (MCQ) |
পরীক্ষার তারিখ | ১১ মে ২০২৩ |
বোর্ডের নাম | ঢাকা, যশোর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট |
SSC ইসলাম শিক্ষা MCQ প্রশ্ন সমাধান ২০২৩ PDF
তুমি যদি এসএসসি 2023 ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই পোস্টটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা SSC ইসলাম শিক্ষা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২৩ PDF ফাইল এবং ছবি আকারে প্রকাশ করবো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই সকল বোর্ড এর SSC ইসলাম শিক্ষা MCQ প্রশ্ন সমাধান ২০২৩ করতে কিছুটা বিলম্ব হতে পারে। সকল বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা এসএসসি প্রশ্ন সমাধান 2023: ইসলাম ও নৈতিক শিক্ষা করে দেব ইনশাআল্লাহ।
এসএসসি প্রশ্ন সমাধান 2023: ইসলাম ও নৈতিক শিক্ষা
এসএসসি পরীক্ষা-২০২৩
ইসলাম ও নৈতিক শিক্ষা
বহুনির্বাচনি অভীক্ষা উত্তরমালাঃ
ঢাকা বোর্ড SSC ইসলাম শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩
খ সেটের উত্তরমালা:
১। মুসলিম মনীষীগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তর: (ঘ) ৩
২। সর্ব প্রথম কুরআন সংকলনের উদ্যেগ গ্রহণ করেন কে?
উত্তর: (ক) হযরত ওসমান (রা.)
৩। কোন যুদ্ধে বহু সংখ্যক কুরআনের হাফিয সাহাবি শাহাদাতবরণ করেন?
উত্তর: (খ) ইয়ামামার
৪। তামজীদ সাহেবের উদ্দেশ্য পূরণের জন্য কোন গ্রন্থ পাঠ করতে হবে?
উত্তর: (ক) আল কুরআন
৫। এর ফলে তামজীদ সাহেব লাভ করবেন-
উত্তর: (খ) i ও iii
৬। প্রধান ওহি লেখক হলেন-
উত্তর: (ঘ) হযরত যায়েদ ইবনে সাবিত (রা)
৭। মক্কি সুরার সংখ্যা কয়টি?
উত্তর: (গ) ৮৬ টি।
৮। হযরত উমর (রা.) ছিলেন-
উত্তর: (ক) i ও ii
৯। “জিন ও মানব জাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি”। আয়াতটি কোন সূরার?
উত্তর: (ক) আয্ – যারিয়াত
১০। কিয়ামত দিবসে আল্লাহ তায়লা সর্বপ্রথম হিসেবে নিবেন-
উত্তর: (গ) সালাত
১১। “যে ব্যাক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সাওয়াবের আশায় রমযান মাসে রোযা রাখে, আল্লাহ তায়লা তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেন।” হাদিসটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে?
উত্তর: (ক) বুখারি
১২। হজের ব্যাপারে জনাব “ক” এর মনোভাব কীসের?
উত্তর: (ঘ) কুফর
১৩। হজ পালন না করার কারণে জানাব “ক” বঞ্চিত হচ্ছেন-
উত্তর: (ক) i ও ii
১৪। হজের ফরজ কয়টি?
উত্তর: (ক) ৩
১৫। মানব জীবনের মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো-
উত্তরঃ (গ) আখলাকে হামিদাহ
১৬। কীসের দ্বারা সমাজের সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায়?
উত্তরঃ (ঘ) ফিতনা-ফাসাদ
১৭। ‘ক’ এর এরূপ কাজে তাঁর কী প্রকাশ পেয়েছে?
উত্তরঃ (ক) প্রতারণা
১৮। উক্ত কাজের ফলে সমাজে-
উত্তরঃ (ঘ) i ও iii
১৯। হযরত খাদিজা (রাঃ) ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হযরত মুহম্মদ (সঃ) এর গুণাবলি পর্যবেক্ষণ করার জন্য কাকে পাঠান?
উত্তরঃ (গ) মাইসারা
২০। মহানবি (সঃ) এর বিদায় হজের ভাষণে প্রধান উক্তি কয়টি?
উত্তরঃ (ক) ১২টি
২১। হযরত আবু বকর (রা.) বর্তমান যুগের প্রশাসকদের জন্য অনুসরনীয় আদর্শ কারণ-
উত্তরঃ (খ) i ও iii
২২। ‘আল-কানুন ফিত-তিব’ বইটইতে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলেন কে?
উত্তরঃ (খ) ডঃ ওসলার
২৩। সিটি মেয়র গভীর রাত্রে মানুষের দুঃখ-বেদনা দেখার জন্য ঘুরে বেড়ান। তাঁর এরূপ কাজ ইসলামের কোন খলিফার কাজের সাথে মিল পাওয়া যায়?
উত্তরঃ (খ) হযরত উমর (রা.)
২৪। যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয়-
উত্তরঃ (ঘ) মুসলিম
২৫। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ কীসের উপর প্রতিষ্ঠিত?
উত্তরঃ (ক) তাওহীদের
২৬। “তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত।” এটি কোন সুরার আয়াত?
উত্তরঃ (খ) আল হাদিদ
২৭। আঃ করিম কার বিধান লঙ্ঘন করল?
উত্তরঃ (গ) আল্লাহর
২৮। আ: করিম তার কাজের ফলে বঞ্চিত হবে-
উত্তর: (ঘ) i,ii ও iii
২৯। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি?
উত্তর: (খ) শিরক
৩০। কীসে বিশ্বাস মানুষকে সৎ কাজে উৎসাহিত করে?
উত্তর: (গ) i ও iii
যশোর বোর্ড SSC ইসলাম শিক্ষা MCQ প্রশ্ন সমাধান ২০২৩
এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা এমসিকিউ প্রশ্নের উত্তরমালা ২০২৩ যশোর বোর্ড
ময়মনসিংহ বোর্ড SSC ইসলাম শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩
দিনাজপুর বোর্ড SSC ইসলাম শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩
রাজশাহী বোর্ড SSC ইসলাম শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩
চট্টগ্রাম বোর্ড SSC ইসলাম শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩
এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা এমসিকিউ প্রশ্নের উত্তরমালা ২০২৩ চট্টগ্রাম বোর্ড
কুমিল্লা বোর্ড SSC ইসলাম শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩
সিলেট বোর্ড SSC ইসলাম শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩
বরিশাল বোর্ড SSC ইসলাম শিক্ষা এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩
SSC ইসলাম শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন ২০২৩
SSC ইসলাম শিক্ষা বহুনির্বাচনি ২০২৩ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই পোস্টটি করা হয়েছে। আমাদের এখানে SSC ইসলাম শিক্ষা বহুনির্বাচনি উত্তর গুলো তুলে ধরেছি। আমরা সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্ন কালেক্ট করে তারপর প্রশ্নের সমাধান করে থাকি এবং শিক্ষার্থীদেরকে এসব নির্ভুল উত্তর গুলো জানিয়ে থাকি পোস্টের মাধ্যমে এবং এসব পোস্ট দেখে শিক্ষার্থীরা উপকৃত হয়।
শেষকথা
পৃথিবীর কোন কিছুই ভুলের ঊর্ধ্বে নয়। তাই আমরা বলছিনা আমাদের করা এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ প্রশ্ন সমাধান 2023 ১০০% নির্ভুল বা সঠিক। তাই কোন প্রশ্নের ভুল উত্তর আপনার দৃষ্টিগোচর হয় তাহলে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে অবহিত করো। যত দ্রুত সম্ভব আমরা সংশোধন করে দেব।