এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪
এসএসসি দাখিল সমমান পরীক্ষার ফল ২০২৪ সালের ১২ মে সকাল ১১ টায় প্রকাশিত হয়েছে। কোনো শিক্ষার্থী কোনো বিষয় বা পত্রের ফলাফলে সন্তুষ্ট না হলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারে। SSC Equivalence Board Challenge (Answer Sheet এর রিভিশন) আবেদন ১৩ মে ২০২৪ থেকে শুরু হবে।
SSC Board Challenge Fee
বোর্ড চ্যালেঞ্জের আবেদন অবশ্যই এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। প্রতিটি উত্তরপত্র পুনরায় পরীক্ষা করার জন্য আবেদন ফি ১২৫ টাকা করে। বিষয়ের দুটি পত্র থাকলে উভয় পত্রেই আবেদন করতে হবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন টেলিটক প্রি-পেইড মোবাইল মেসেজের মাধ্যমে করতে হবে। বোর্ড জানিয়েছে, কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম (সকল বোর্ড একসাথে)
প্রথমেই বলে রাখা ভালো যে শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পুনরায় নাম্বার বা খাতা চেক এর আবেদন করা যাবে। অন্য কোন অপারেটরের ফোন থেকে বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন করা যাবে না। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর উদাহরণ
ফিরতি এসএমএসে আবেদনের জন্য কত টাকা কাটবে তার পরিমাণ এবং একটি পিন থাকবে। আপনি যদি এতে সম্মত হন, তাহলে মেসেজ অপশনে যান এবং RSC<Space>Yes<Space> PIN<Space>Contact Number (যেকোন মোবাইল অপারেটর) লিখুন এবং 16222 নম্বরে পাঠান।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪
- SSC Result
- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য বিভিন্ন জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২৪ এর বিজ্ঞপ্তি
- এসএসসি রেজাল্ট ২০২৪ । এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ অনলাইনে দেখার নিয়ম
- দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম (অনলাইন ও মোবাইল এসএমএস)
একাধিক একই এসএমএসের মাধ্যমে বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয়/কাগজের কোডগুলো আলাদাভাবে কমা দিয়ে লিখতে হবে। উদাহরণস্বরূপ, বাংলা এবং ইংরেজি উভয় বিষয়/পত্রের জন্য, আপনার টেলিটক প্রিপেইড এর মেসেজ অপশনে যান এবং RSC<Space>dha<Space>Rol Number<Space>101,102,107,108 লিখুন।
মনে রাখবেন:
- শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকেই আবেদন করা যাবে। অন্য অপারেটরের ফোন ব্যবহার করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না।
- একাধিক বিষয়ের জন্য একই এসএমএস ব্যবহার করে আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া:
- মোবাইলের মেসেজ অপশনে যান।
- নিম্নলিখিত ফর্ম্যাটে এসএমএস লিখুন:
RSC <বোর্ডের নামের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <বিষয় কোড>
উদাহরণ:
ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীর রোল নম্বর যদি 123456 হয় এবং সে বাংলা বিষয়ের (বিষয় কোড 101) পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে চায়, তাহলে এসএমএসটি হবে:
RSC dha 123456 101
- এসএমএসটি 16222 নম্বরে পাঠান।
- ফিরতি এসএমএসে:
- আবেদন ফি কত টাকা তা জানতে পারবেন।
- একটি PIN নম্বর পাবেন।
- যদি আপনি ফি দিতে সম্মত হন:
- আবার মেসেজ অপশনে যান।
- নিম্নলিখিত ফর্ম্যাটে এসএমএস লিখুন:
RSC Yes <PIN নম্বর> <আপনার মোবাইল নম্বর>
উদাহরণ:
RSC Yes 12345 PIN 01712345678
- এসএমএসটি 16222 নম্বরে পাঠান।
গুরুত্বপূর্ণ তথ্য:
- প্রতিটি বিষয়ের পুনঃনিরীক্ষণের জন্য আলাদা আলাদা ফি প্রযোজ্য।
- ফি টেলিটকের প্রি-পেইড ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে।
- সঠিকভাবে আবেদন না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
- পুনঃনিরীক্ষণের ফলাফল জানতে বোর্ডের ওয়েবসাইটে লগইন করতে হবে।
বিঃদ্রঃ আপনি যদি ঢাকা বোর্ড ছাড়া অন্য কোন বোর্ডের ফলাফল পুনঃচেক করতে চান তবে আপনাকে বার্তায় বোর্ডের নামের তিনটি অক্ষর পরিবর্তন করতে হবে। শিক্ষা সম্পর্কিত অন্যান্য তথ্যের আপডেট সবার আগে পেতে আমাদের এই প্লাটফর্ম নিয়মিত পরিদর্শন করুন।
Welcome to revolutionize your digital presence.