নিশিতে যাইও ফুলবনে – জসীম উদ্দীন (রঙিলা নায়ের মাঝি কাব্যগ্রন্থ)

One Time School

নিশিতে যাইও ফুলবনে - জসীম উদ্দীন (রঙিলা নায়ের মাঝি কাব্যগ্রন্থ)
নিশিতে যাইও ফুলবনে – জসীম উদ্দীন (রঙিলা নায়ের মাঝি কাব্যগ্রন্থ)

নিশিতে যাইও ফুলবনে

জসীম উদ্দীন (রঙিলা নায়ের মাঝি কাব্যগ্রন্থ)

নিশিতে যাইও ফুলবনে

রে ভোমরা

নিশিতে যাইও ফুলবনে।

জ্বালায়ে চান্দের বাতি

আমি জেগে রব সারা রাতি গো;

কব কথা শিশিরের সনে

রে ভোমরা!

নিশিতে যাইও ফুলবনে।

যদিবা ঘুমায়ে পড়ি-

স্বপনের পথ ধরি গো,

যেও তুমি নীরব চরণে

রে ভোমরা!

(আমার ডাল যেন ভাঙে না,

আমার ফুল যেন ভাঙে না,

ফুলের ঘুম যেন ভাঙে না)।

যেও তুমি নীরব চরণে

রে ভোমরা!

নিশিতে যাইও ফুলবনে

পরিমাপের একক কি কি ও তার মান কত? | One Time School

নিশিতে যাইও ফুলবনে – জসীম উদ্দীন (রঙিলা নায়ের মাঝি কাব্যগ্রন্থ)

Leave a Comment

error: Don't Copy This Content !!