
- তালগাছ– রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রার্থনা – সুফিয়া কামাল
- জীবনের হিসাব – সুকুমার রায়
- রাখালের রাজগী – জসীম উদ্দীন – (ধানক্ষেত কাব্যগ্রন্থ)
- বেদের বহর – জসীম উদ্দীন – (সোজন বাদিয়ার ঘাট)
প্রার্থনা
_সুফিয়া কামাল
তুলি দুই হাত করি মুনাজাত
হে রহিম রহমান
কতাে সুন্দর করিয়া ধরণী
গাছে ফুল ফল
নদী ভরা জল
পাখির কণ্ঠে গান
সকলি তােমার দান ।
মাতা , পিতা , ভাই
বােন ও স্বজন
সব মানুষেরা
সবাই আপন
কতাে মমতায়
মধুর করিয়া
ভরিয়া দিয়াছ প্রাণ ।
তাই যেন মােরা
তােমারে না ভুলি
সরল সহজ
সৎ পথে চলি
কতাে ভালাে তুমি ,
কতাে ভালােবাস
গেয়ে যাই এই গান ।