জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের জন্য আবেদন করার নিয়ম 2024

One Time School

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের জন্য আবেদন করার নিয়ম 2024 নিয়ে আজকে আলোচনা করা হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিশ বা বিজ্ঞপ্তি সেকশনে গত ০৪/০১/২০২৩ইং তারিখে ০৩/০১/২০২৩ইং তারিখ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। বিজ্ঞপ্তির বিষয়বস্তু ছিলো মূল সনদের আবেদন করার নতুন পদ্ধতি নিয়ে। । জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট বা নম্বরপত্র certificate / marksheet উত্তোলন করার নিয়ম নিম্নে দেয়া হল।

১) অনার্স ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত সকল পরীক্ষার admit card & registration card এর ফটোকপি লাগবে।

২) ভোটার আইডির ফটোকপি দরকার।

৩) online থেকে সনদ তোলার নির্দিষ্ট ফরম আছে সেটা পূরন করে ভালভাবে download
করতে হবে আর কলেজ principal এর কাছ থেকে sign করে নিতে হবে ।

৪) তারপর আপনাকে গাজীপুর national university head office এ যেতে হবে সেখানে
bank draft করতে হবে নির্দিষ্ট ফি দিয়ে।

মূল সনদ উত্তোলন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের জন্য আবেদন করার নিয়ম 2023

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সার্টিফিকেট/ নম্বরপত্র/দ্বিনকল প্রবেশপত্র এর জন্য আবেদনপত্র

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের জন্য আবেদন করার নিয়ম 2023
মূল সনদ উত্তোলন সংক্রান্ত জরুরি বজ্ঞিপ্তি

শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত অনলাইনে সেবা প্রদান সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি তথ্য নিম্নে দেয়া হল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের জন্য আবেদন করার নিয়ম

এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের নিম্নবর্ণিত সেবাসমূহ অনলাইনে প্ৰদান করা হচ্ছে।

উক্ত সেবাসমূহ গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট(www.nu.ac.bd) এর service Menu এর Student Login এ প্রবেশ করে আবেদন করতে হবে । Student Login এ Download Instruction বাটনে অথবা সরাসরি http:/services.nu.ac.bd/nu-app/download/Online-Student-Services-Instruction.pdf থেকে Download করা যাবে।

প্রদত্ত সেবাসমূহের জন্য যে সকল কাগজপত্র অনলাইনে (স্ক্যান) কপি সংযুক্ত করতে হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলো: নিম্নে বর্ণিত প্ৰয়ােজনীয় কাগজপত্র অনলাইনে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

১) প্রবেশপত্র সংশোধন (Admit Card Correction)
-অধঃক্ষের সুপারিশসহ আবেদনপত্র
– সংশোধিত ৰেজিষ্ট্রেশন কার্ডের ফটােকপি
– সংশোধনের মূলকপি অথবা সত্যায়িত ফটােকপি
– ফি ৫০০ (পাঁচশত) টাকা (সোনালী সেবার মাধ্যমে) |

২) দ্বি নকল প্রবেশপত্ৰ(Duplicate Admit Card)
-অধ্যাক্ষের সুপারিশসহ আবেদনপত্র
– নিকটস্থ থালার জিডি কপি ও দৈনিক পত্রিকার হারালো বিজ্ঞপ্তি
– সত্যায়িত রেজিট্রেশন কার্ড |
-ফি, ৫০০ (পাঁচশত) টাকা (সোনালী সেবার মাধ্যমে)

৩) সাময়িক সনদ উত্তোলন(Provisional Certificate)
-অধ্যাক্ষের সুপারিশসহ আবেদনপত্র
– রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্যায়িত ফটােকপি
– নম্বরপত্রের সত্যায়িত ফটােকপি
-ফি, ৩০০ (তিন শত) টাকা (সোনালী সেবার মাধ্যমে)
– ১৯৯৩-২০০০ সাল পর্যন্ত (ম্যানুৱেল)

৪) নম্বরপত্র (Mark Sheet) – ঐ

৫) দ্বি নকল সনদ/ নম্বরপত্র(Duplicate Certificate Mark Sheet)
-অধ্যাক্ষের সুপারিশসহ আবেদনপত্র
– নিকটস্থ থানার জিক্তি কপি ও সৈনিক পত্রিকার হারানো বিজ্ঞপ্তি
– রেজিষ্ট্রেশন কাপ্ত ও প্রবেশপত্রের সন্ত্যায়িত ফটােকপি
– ১৯৯৩-১৯৯৯ সাল পর্যন্ত মানুয়েল
– ফিঃ ৩০০ (তিন শত) টাকা (সোনালী সেবার মাধ্যমে) |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের জন্য আবেদন করার নিয়ম 2022

৬)ট্রান্সক্রিপ্ট(Transcript)
– নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে ।
– পাসপোর্ট সাইজের এক কপি ছবি, রেজিষ্ট্রেশন কার্ড, সকল প্রবেশপত্র, সনদ, নম্বর পত্র ও এসএসসি পরীক্ষার সত্যায়িত ফটোকপি ।
– বিস্তারিত তথ্য ফরমে দেয়া আছে ।
-ফি, ৭০০ (সাত শত) টাকা (সোনালী সেবার মাধ্যমে)

৭) মূল সনদ(Original Certificate)
-অধ্যাক্ষের সুপারিশসহ আবেদনপত্র
– রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্যায়িত ফটােকপি
– সাময়িক সনদ ও নম্বরপত্রের সত্যয়িত ফটােকপি |
-ফি ৫০০ (পাঁচশত) টাকা (সোনালী সেবার মাধ্যমে)

৮) দ্বি-নকল মূল সনদ(Duplicate Original Certificate)
-অধক্ষের সুপারিশসহ আবেদনপত্র –
– নিকটস্থ থানার জিডি কপি ও দৈনিক পত্রিকার হারানো বিজ্ঞপ্তি
– রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্যায়িত ফটােকপি
– সাময়িক সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটােকপি
-ফি, ৫০০ (পাঁচশত) টাকা (সোনালী সেবার মাধ্যমে)

৯) ডকুমেন্ট যাচাই (Document Verification)
– যে সমস্থ ডকুমেন্ট যাচাই করবেন সনদ, নম্বরপত্র ও ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি
– প্রতিটি ডকুমেন্টের জন্য ফিল্ম ৩০০ (তিন শত) টাকা (সোনালী সেবার মাধ্যমে)
বিঃদ্রঃ মূল সনদের আবেদন শুধুমাত্র ১৯৯২ থেকে ২০০০ সালের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। মূল সনদ গ্ৰহণকালে সাময়িক সনদটি ফেরৎ দিতে হবে। Rules for applying for the withdrawal of the original certificate of the National University 2024

বদরুজ্জামান
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

অনার্স ৪র্থ বর্ষের ইসলামি সভ্যতা সাজেশন ২০২৪ | One Time School

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের জন্য আবেদন করার নিয়ম 2024

Leave a Comment

error: Don't Copy This Content !!