আসসালামু আলাইকুম,
আজ দেখাবো কিভাবে আপনি যাদের ফলো করছেন আপনার বন্ধুরা সেটি দেখতে পারবে না
এই গুরুত্ব পূর্ন সেটিং টি
চলুন শুরু করা যাক
প্রথমে আপনার ফেসবুক এপ টি ওপেন করুন
ডানপাশের প্রোফাইল পিক এর উপর ক্লিক করে
পরবর্তী নিচের Settings & Privacy থেকে Settings এ ক্লিক করুন
পরবর্তী Profile setting থেকে Privacy তে ক্লিক করতে হবে।
একটু নিচের দিকে Who can see the People, Pages and list you follow তে যেতে হবে।
নিচে থেকে Only me করে দিতে হবে।
ব্যাস হয়ে গেল।
না বুঝলে ভিডিও টি দেখতে পারেন
আপনি যাদের ফলো করছেন আপনার বন্ধুরা সেটি দেখতে পারবে না
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর
OneTimeSchool এর সাথেই থাকবেন। সবাইকে
ধন্যবাদ।
কোনো সমস্যা হলে কমেন্ট করুন।