কিভবে ফেসবুকে খারাপ গ্রুপে রিপোর্ট করবেন

One Time School

গ্রুপ রিপোর্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক আর এই ফেসবুকে আইডি+পেইজের পাশাপাশি গ্রুপ টাকে বেশি প্রাধন্য দেয় মানুষ যার ফলে গ্রুপে আকাম-কুকাম বেশি হয়ে থাকে।

আজকে আমি আপনাদের কে শিখাবো কিভাবে এই সকল আকাম-কুকামের বিরুদ্ধে আপনারা লড়বেই আর সফল হবেন 😊

০১) যদি কোনো গ্রুপ থেকে আপনাকে হ্যারাজমেন্ট করা হয় বা হয়রানি করা হয় তাইলে It’s har*assing me>>>Submit to Facebook for Review>>>Done

০২) যদি কোনো গ্রুপ থেকে আপনার বন্ধুকে হ্যাজারমেন্ট/হয়রানি/প্রতারণার স্বীকার করা হয় তাইলে It’s harassing a friend>>>Submit to Facebook for Review>>>Done

০৩) যদি যৌন/চটি/বাজে কথায় গালাগালি করা হয় তবে Sexually explicit content>>>Submit to Facebook for Review>>>Done

০৪) যদি প্রতারণা মূলক স্প্যাম বা কেলেঙ্কারি করা হয় তবে Spam or a scam>>>Done

সবাই চেষ্টা করেন, জাষ্ট টেক্সট এর স্টেপ ফলো করবেন আর রিপোর্ট করবেন ।
💜ধন্যবাদ💜


৫ নাম্বার এবং তার ৫টি ধাপ দেখানো হলো

০৫) যদি সহিংসতা অথবা ক্ষতিকারক (Violence or harmful behaviour) আচরণ দেখা যায় তবে আপনি তাকে রিপোর্ট মারতে পারেন কিন্তু এই রিপোর্ট এর মাঝে ০৫ ভাগে ভাগ করা আছে যা আমি আপনাদের মাঝে ভেঙে ভেঙে বললাম

*০১) যদি কেউ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার বিশ্বাসে আঘাত হানে তবে Violence or harmful behaviour>>>Credible threat of viole*nce>>>Submit to Facebook for Review>>>Done

*০২) যদি কেউ আপনাকে মারতে চায় বা আপনার নিজের মরার কোনো ভয় থাকে (আত্মহত্যা) তবেই Violence or harmful behaviour>>>Self-injury or sui*cide>>>Ask us to look at the post>>>Done

*০৩) যদি আজে বাজে পিক বা কটুক্তি বা উস্কানি মূলক গ্রুপ/পিক বানিয়ে আপনাকে হ্যারাজমেন্ট করার চেষ্টা করে তবেই Violence or harmful behaviour>>>Graphic violence>>>Done

**০৪) চুরি বা ভাঙচুর/ক্ষতি করার চেষ্টা করে তবেই Violence or harmful behaviour>>>Theft or vandalism>>>Submit to Facebook for Review>>>Done

*০৫) যদি ড্রাগ ব্যবহার করা হয় বা যে কোনো নেশা করা হয় বা বেঁচা কেনা করা হয় তবেই Violence or harmful behaviour>>>Drug use>>>Submit to Facebook for Review>>>Done

সবাই চেষ্টা করেন, সমস্যা হইলে জানাবেন
💜💜ধন্যবাদ💜💜

Leave a Comment

error: Don't Copy This Content !!