করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক অনলাইন কোর্স এর কুইজের উত্তর

One Time School

Updated on:

উত্তর গুলো বোল্ড করে দেওয়া

মডিউল-১ কুইজ এর উত্তর

প্রশ্ন ১ঃ বর্তমানে চলমান করোনা ভাইরাস প্যান্ডেমিকে সৃষ্ট রোগটির নাম কি?

ক) COVID-19
খ) Severe Acute Respiratory Syndrome
গ) SARS
ঘ) SARS-CoV-2
ঙ) nCoV-2019
প্রশ্ন-২ঃ চলমান করোনা ভাইরাস প্যানডেমিক যে করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট তার নাম কি?

ক) COVID-19
খ) Severe Acute Respiratory Syndrome
গ) SARS
ঘ) SARS-CoV-2
ঙ) nCoV-2019
প্রশ্ন-৩ঃ নতুন করোনা ভাইরাসটি কি ধরনের ভাইরাসঃ 

ক) ডিএনএ ভাইরাস
খ) আরএনএ ভাইরাস
গ) এনভেলপড ভাইরাস
ঘ) নন এনভেলপড ভাইরাস
ঙ) বড় আকারের ভাইরাস
প্রশ্ন-৪ঃ নতুন করোনা ভাইরাসটি কিভাবে কিভাবে ছড়ায়?

ক) পানি ও খাবারের মাধ্যমে
খ) হাঁচি, কাশি ও থুতুর মাধ্যমে
গ) বমি ও মল এর মাধ্যমে
ঘ) রেসপিরেটরি ড্রপলেট এর মাধ্যমে
ঙ) আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে
প্রশ্ন-৫ঃ নিচের কোনটি কোভিড-১৯ এর সাধারন লক্ষণ নয়? 

ক) হালকা জ্বর  
খ) উচ্চ তাপমাত্রার জ্বর
গ) হাঁচি/কাশি
ঘ) বমি, ডায়রিয়া  
ঙ) র‍্যাশ
প্রশ্ন-৬ঃ রেসপিরেটরি ড্রপলেট কতদূর পর্যন্ত যেতে পারে? 
ক) ১ ফুট
খ) ১ গজ
গ) ১ মিটার
ঘ) ৬ ফুট
ঙ) ৩ ফুট

মডিউল-২ কুইজ এর উত্তর

প্রশ্ন-১ঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সর্বনিম্ন কতক্ষণ সময় ধরে হাত ধুতে হবে? 

ক) ১০ সেকেন্ড
খ) ২০ সেকেন্ড
গ) ৩০ সেকেন্ড
ঘ) ১ মিনিট
ঙ) ৫ মিনিট
প্রশ্ন-২ঃ হাত ধোবার জন্য নিচের কোনটি ব্যবহার করা যাবে?

ক) ০.৫% ক্লোরিন সলিউশন
খ) ৭% এলকোহল সলিউশন
গ) সাবান পানি
ঘ) ব্লিচিং সলিউশন
ঙ) এলকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাজার
প্রশ্ন-৩ঃ হাত ধোবার পর পানির কল/ট্যাপ কিভাবে বন্ধ করতে হবে?

ক) ভেজা হাত দিয়ে  
খ) শুকনো হাত দিয়ে
গ) টিস্যু/ একবার ব্যবহারযোগ্য কাপড়/তোয়ালে দিয়ে
ঘ) সাধারণ তোয়ালে দিয়ে
ঙ) বাম হাত দিয়ে
প্রশ্ন-৪ঃ হাঁচি/কাশি আসলে কি করবেন? 

ক) হাতের তালু দিয়ে নাক-মুখ ঢাকবেন  
খ) মুখ এক পাশে নিয়ে হাচি/কাশি দেবেন
গ) টিস্যু/রুমাল ব্যবহার করে পকেটে রাখবেন
ঘ) গামছা বা তোয়ালে ব্যবহার করবেন
ঙ) টিস্যু বা কাপড় ব্যবহার করে ঢাকনাযুক্ত পাত্রে ফেলে দেবেন
প্রশ্ন-৫ঃ নিচের কোন ব্যক্তির মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই?

ক) সুস্থ ব্যক্তি
খ) যিনি বিগত ১৪ দিনের মাঝে বিদেশে ভ্রমণ করেন নি
গ) সুস্থ ব্যক্তি যার ভ্রমণ ইতিহাস নেই বা ভ্রমণ ইতিহাস আছে এমন ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসেন নি
ঘ) বিদেশ থেকে এসেছেন কিন্তু রোগ লক্ষণ নেই
ঙ) কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির পরিবারবর্গ বা সংস্পর্শে যাচ্ছেন এমন ব্যক্তি
প্রশ্ন-৬ঃ সার্জিক্যাল মাস্ক পাওয়া না গেলে কি করবেন? 

ক) কাপড়ের মাস্ক কিনে নেবেন
খ) মাস্ক ব্যবহার করবেন না
গ) পপলিন কাপড় দিয়ে মাস্ক বানিয়ে নেবেন
ঘ) পপলীন কাপড় তিন পরত দিয়ে ভাজযুক্ত মাস্ক বানিয়ে নেবেন
ঙ) এন-৯৫ মাস্ক ব্যবহার করবেন
প্রশ্ন-৭ঃ ব্যবহৃত টিস্যু/রুমাল/কাপড় কি করবেন? 

ক) ফেলে দেবেন
খ) পলিথিন ব্যাগে ফেলবেন
গ) ঢাকনাযুক্ত পাত্রে আলাদা পলিথিন ব্যাগে ফেলে গিট দিয়ে রাখবেন
ঘ) পুড়িয়ে ফেলবেন
ঙ) টয়লেটে ফ্ল্যাশ করে দেবেন
প্রশ্ন-৮ঃ ক্লোরিন সলিউশন বানাতে কি ব্যবহার করবেন? 

ক) চুন
খ) হাইপোক্লোরেট সলিউশন
গ) ক্লোরহেক্সিডিন
ঘ) প্রতি লিটার পানিতে ১ চামচ ব্লিচিং পাউডার
ঙ) স্যাভলন

Muktopaath Covid-19 Quiz Answer

মডিউল-৩ কুইজের উত্তর

প্রশ্ন-১ঃ এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে কোভিড-১৯ এ আক্রান্ত কত শতাংশ মানুষের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবার দরুন হাসপাতালে ভর্তি হবার প্রয়োজন হতে পারে?  

ক) ২০%
খ) ১৫%
গ) ১০%
ঘ) ১৪%
ঙ) ৫%
প্রশ্ন-২ঃ নিচের কোনটি কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ার কারন নয়? ক) বার্ধক্য
খ) শিশু  
গ) দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনো কম্প্রোমাইজড)
ঘ) ডায়াবেটিস ও হৃদরোগ
ঙ) ধূমপান বা অন্যান্য কারনে ফুসফুসের কার্যকারীতা কমে যাওয়া
প্রশ্ন-৩ঃ নিচের কোন ক্ষেত্রে সন্দেহভাজন রোগী হিসেবে বিবেচনা করা যাবে?

ক) জ্বর/সর্দি/কাশি/শ্বাসকষ্ট থাকলে
খ) বিদেশি কারও সংস্পর্শে আসলে বা দেখা হলে
গ) চীন ও ইটালি থেকে আসা কারও সাথে দেখা হলে
ঘ) জ্বর/সর্দি/কাশি/গলাব্যাথা/শ্বাসকষ্ট ও সন্দেহভাজন ভ্রমণ ইতিহাস থাকলে
ঙ) বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির আত্নীয়
প্রশ্ন-৪ঃ কোভিড-১৯ ল্যাব পরীক্ষার জন্য কোনটি করবেন?

ক) সরাসরি আইইডিসিআর এ চলে আসবেন
খ) কোভিড-১৯ এর জন্য নির্ধারিত আইসোলেশন সেন্টারে যাবেন
গ) ৯৯৯ এ ফোন করবেন
ঘ) ৩৩৩ এ ফোন করবেন
ঙ) নির্ধারিত হটলাইনে ফোন করবেন
প্রশ্ন-৫ঃ কোভিড-১৯ এর ল্যাব পরীক্ষার ক্ষেত্রে নিচের কোনটি সত্য-

ক) বিশেষভাবে বায়োসেফটি নিশ্চিত করা ল্যাবরেটরি প্রয়োজন
খ) রিয়েল টাইম পিসিআর দ্বারা যেকোন ল্যাবরেটরিতে করা যেতে পারে
গ) চিকিৎসক যেকোন রোগীকে সরাসরি ল্যাব পরীক্ষার জন্য পাঠাতে পারেন
ঘ) রিয়েলটাইম পিসিআর দ্বারা পরীক্ষা করা হয়
ঙ) পরীক্ষাটি সর্দি/কাশি/জ্বরে আক্রান্ত যেকোন রোগীর করার উচিত।

Muktopaath Covid-19 Quiz Answer

মডিউল-৪ কুইজের উত্তর

Q1) Which one is associated with higher mortality is case of a COVID-19 patient?

a) Newborn
b) Old age
c) Higher Sequential Organ Failure Assessment (SOFA) score

d) Smoking
e) D-dimer >1 microgram/L
Q2) What is the most common diagnosis in severe COVID-19 patient?

a) High grade fever
b) Pneumonia
c) Severe pneumonia
d) Respiratory failure
e) Multi organ failure
Q3) Which one is not true for IPC measure at triage centres?

a) Give medical mask to all suspected patient and separate them at 1-meter distance at least
b) Give all patient and healthcare workers PPE for droplet prevention
c) Use positive pressure room for aerosol generating procedure
d) Only doctor will wear PPE while entering and leaving the isolation room
e) Use PPE in all outdoor setting
Q4) Which one is true about specimen collection for laboratory diagnosis of COVID-19?

a) Collect blood sample for RT-PCR diagnosis of COVID-19
b) Recovery is confirmed in clinically recovered patient for whom two subsequent samples are negative in RT-PCR 24 hours apart.
c) Collect both URT (nasopharyngeal and oropharyngeal tract sample) and LRT (expectorated sputum, endotracheal aspirate, or bronchoalveolar lavage in ventilated patient) samples for all suspected patient
d) Collect LRT sample if URT is negative yet clinical suspicion remains, and LRT specimen is readily available
e) A positive test for a non-COVID pathogen does not rule out COVID-19
Q5) Which one is not currently recommended for management of COVID-19 confirmed patient?

a) For mildly symptomatic patient, hospital admission is not required but isolation is mandatory.
b) For mild COVID-19 patient use symptomatic treatment i.e. use antipyretic for fever
c) For severe COVID-19 patient target SPO2>90% in non-pregnant adult once patient is stable
d) ECG Should be performed if only indicated
e) Use conservative fluid management in patients with SARI when there is no evidence of shock.
Q6) Which of the following is not true?

a) Use antiretroviral therapy for COVID-19 confirmed cases
b) Do not routinely give systemic corticosteroids for treatment of viral pneumonia
c) Infants born to mothers with suspected, probable, or confirmed COVID-19 should be fed according to standard infant feeding guidelines, while applying necessary precautions for IPC.
d) Investigational anti-COVID-19 therapeutics should be used only in approved, randomized, controlled trials.
e) Isolated and quarantined patients and caregivers need access to trained mental health workers for psychological support.

Muktopaath Covid-19 Quiz Answer

মডিউল-৫ কুইজের উত্তর

Q1) Which of the following is not needed for a healthcare worker to get protected from COVID-19

a) Goggles
b) N95 mask in all settings
c) Boots and coverall suits
d) Disposable Gloves
e) Disposable gloves
Q2) Following is not a part of the 5 moments for hand hygiene?

a) Before touching a patient
b) Before engaging in clean/aseptic procedures
c) Before body fluid exposure risk
d) After touching a patient
e) After touching patient surroundings

মডিউল-৬ কুইজের উত্তর

১. কোয়ারেন্টাইনের মাধ্যমে আলাদা রাখা হয়- 

ক. অসুস্থ ব্যক্তিদের
খ. অসুস্থতার অল্প লক্ষণযুক্ত ব্যক্তিদের
গ. সুস্থ ব্যক্তিদের
ঘ. গুরুতর অসুস্থতার লক্ষণযুক্ত ব্যক্তিদের
২. নিচের কোনটি আইসোলেশন?

ক. সুস্থ ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিদের থেকে আলাদা রাখা
খ. অসুস্থ ব্যক্তিকে সুস্থ ব্যক্তিদের থেকে আলাদা রাখা
গ. সুস্থ ব্যক্তিদের চলাফেরায় নিষেধ আরোপ
ঘ. অসুস্থ ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে আইসিইউ-তে রাখা
৩. নিচের কোনটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি (আইএইচআর -২০০৫) এর আর্টিকেল ৩২-এর নির্দেশনায় প্রযোজ্য নয়?

ক. যে সব দেশে কোভিড-১৯ এর স্থানীয় সংক্রমণ ঘটেছে সে সব দেশ থেকে যে সব যাত্রী এসেছেন এবং আসবেন
খ. ১৫ দিন স্বেচ্ছা গৃহ কোয়ারেন্টাইন পালন
গ. মাস্ক পরে থাকাকালীন এটি হাত দিয়ে ধরা থেকে বিরত থাকার দরকার নেই
ঘ. সাবান-পানি ব্যবহারের পর টিস্যু দিয়ে হাত শুকনো করে ফেলা উচিৎ
কোভিড-১৯ এর ক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের জন্য নিচের কোন উপদেশ প্রযোজ্য?
ক. অত্যাবশ্যকীয় প্রয়োজনে মাস্ক ব্যবহার করে বাড়ি থেকে বের হওয়া যাবে
খ. বুকের দুধ খাওয়ান এমন মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন না
গ. মাস্ক ব্যবহারের পর ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলতে হবে
ঘ. প্রতিবার হাত ধোয়ার সময়কাল অন্তত ২৫ সেকেন্ড
কোয়ারেন্টাইনে আছেন, এমন ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যদের জন্য পালনীয় নির্দেশ-
ক. দীর্ঘমেয়াদী রোগ (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ইত্যাদি) নেই, এমন ব্যক্তি পরিচর্যাকারী হিসেবে নিয়োজিত হতে পারেন
খ. আত্মীয়-স্বজনের সাথে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিকে দেখা করতে দেয়া যাবে
গ. ঘরের মেঝে, আসবাবপত্রের সকল পৃষ্ঠতল, টয়লেট ও বাথরুম প্রতিদিন অন্তত তিনবার পরিষ্কার করতে হবে
ঘ. গ্লাভস পরার আগে হাত ধোয়া অত্যাবশ্যকীয় নয়

মডিউল-৭ কুইজের উত্তর

কোভিড-১৯ পরীক্ষার জন্য প্রযোজ্য-

ক. তথ্যের জন্য হটলাইন নম্বর ১৬২৬৩ অথবা ৩৩৩
খ. ঢাকার বাইরের সন্দেহভাজন রোগীকে আবশ্যিকভাবে ঢাকাস্থ আইইডিসিআর-এ আসতে হবে
গ. পরীক্ষার জন্য থ্রোট সোয়াব সংগ্রহ করা হয়
ঘ. হটলাইনে জানানোর পর সমগ্র প্রক্রিয়াটিতে সর্বনিম্ন ৫-৬ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
কোভিড-১৯ কিভাবে ছড়ায়?

ক. হাঁচির মাধ্যমে
খ. কাশির মাধ্যমে

গ. যৌনমিলনের মাধ্যমে
ঘ. থুথুর মাধ্যমে
কখন সন্দেহ করবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন?     

ক. গত ১৪ দিনের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে আসলে
খ. গত ১৪ দিনের মধ্যে স্থানীয় সংক্রমণ আছে এমন দেশে ভ্রমণ করলে এবং জ্বর ১০২° ফারেনহাইটের বেশি হলে
গ. গত ১৪ দিনের মধ্যে স্থানীয় সংক্রমণ আছে এমন দেশে ভ্রমণ করলে এবং শুধু পাতলা পায়খানা থাকলে
ঘ. গত ১৪ দিনের মধ্যে স্থানীয় সংক্রমণ আছে এমন দেশে ভ্রমণ করলে এবং শ্বাসকষ্ট থাকলে
করোনা ভাইরাস চিকিৎসা / প্রতিরোধের ক্ষেত্রে প্রযোজ্য-     

ক. অ্যান্টিবায়োটিক কিছু ক্ষেত্রে কার্যকর প্রমাণিত
খ. করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দিষ্ট অ্যান্টিভাইরাল বিনামূল্যে বিতরণের পদক্ষেপ নিয়েছে
গ. করোনা ভাইরাসের স্থানীয় সংক্রমণ আছে, এমন দেশ থেকে পার্সেল গ্রহণ নিরাপদ
ঘ. করোনা ভাইরাসজনিত নিউমোনিয়া প্রতিরোধে নিউমোনিয়া ভ্যাকসিন কার্যকর নয়

muktopaath,online course,muktopaath login,online,muktopaath offline version,muktopaath certificate,muktopaath registration,@muktopaath @covid-19 online certification course #,muktopaath log in,muktopaath gov bd login,pib online

করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক অনলাইন কোর্স এর কুইজের উত্তর

muktopaath login

muktopaath registration

muktopaath log in

muktopaath gov bd login authfail

Leave a Comment

error: Don't Copy This Content !!