মোবাইলে ভাইরাস দূর করার উপায় কি ? সেরা মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার গুলো কি কি ? আজকের আর্টিকেলে আমরা এই বিষয়ে বিস্তারিত ভাবে জানতে চলেছি।
মোবাইল ভাইরাস মুক্ত রাখার উপায় এমনিতে প্রচুর রয়েছে যেগুলোকে অনুসরণ করে মোবাইলকে ফাস্ট এবং নিরাপদ করে রাখা সম্ভব।
তবে, অনেক সময় আমাদের মোবাইলে নানান কারণে ভাইরাস প্রবেশ করেই ফেলে।
এক্ষেত্রে, বিভিন্ন মোবাইল ভাইরাস ক্লিনার বা এন্ড্রয়েড এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে মোবাইলকে ভাইরাস মুক্ত করতে পারবেন।
আজ কোনো কাজ হোক বা ইন্টারনেট এ অনলাইন কিছু সার্চ করা, সবটাই আমরা নিজের android mobile-এর মাধ্যমে করে নিতে ভালো পাই।
- গুগল ট্রান্সলেট : যেকোন ভাষাকে সহজেই ট্রান্সলেট করুন
- কিভাবে টেলিগ্রাম বট ও ইমেইল তৈরি করবেন
- আপনার মোবাইলে বিরক্তিকর এড আসা বন্ধ করুন
- গুগল ম্যাপে নিজের বাড়ি বা দোকান যুক্ত করুন খুব সহজেই
- ওয়াইফাই থেকে ব্লক দিলে এক মিনিটের মধ্যে সহজেই আনব্লক করুন
কিন্তু ইন্টারনেটে কাজ করা, ভিডিও দেখা বা যেকোনো অনলাইন ওয়েবসাইটে প্রবেশ করা,
এইগুলি করতে গিয়ে অনেক সময় আমাদের মোবাইলে অনেক রকমের ভাইরাস ঢুকে যেতে পারে।
এরকম ভাইরাস যা ইন্টারনেট থেকে আপনার মোবাইলে ঢুকে, আপনার মোবাইল কে অনেক রকমে ক্ষতি করতে পারে।
আপনার মোবাইল স্লো হয়ে যায়, মোবাইলে বিজ্ঞাপন দেখানো হয় এবং আপনার পার্সোনাল ডিটেলস চুরি হয়ে যেতে পারে মোবাইল থেকে।
মোবাইল ফোনে ভাইরাস থাকাটা আরো অনেক রকমে আপনার ও আপনার স্মার্টফোনের ক্ষতি করতে পারে।
তাই, আমি আজ এই আর্টিকেলে আপনাদের সবচেয়ে ভালো মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি তার ৫ টি নাম বলবো।
এই মোবাইল ভাইরাস ক্লিনার গুলি ব্যবহার করে আপনি আপনার এন্ড্রোইড মোবাইল কে ভাইরাস মুক্ত রাখতে পারবেন।
এই সেরা এন্টিভাইরাস গুলি আপনার মোবাইলে এর background এ থাকা apps, files , ভিডিও এবং অনলাইন ইন্টারনেট ওয়েবসাইট গুলি scan করতে থাকে। এতে যদি মোবাইলে ভাইরাস থাকে তাহলে তাকে খুঁজে এই এন্টিভাইরাস গুলি ডিলিট করে সরিয়ে দেয়।
তাহলে চলুন, মোবাইলে ভাইরাস দূর করার উপায় হিসেবে সেরা মোবাইল এন্টিভাইরাস অ্যাপস গুলোর নাম আমরা নিচে জেনেনেই।
- এখন android apps দিয়ে টাকা আয় করুন
- সিম কার নাম আছে কিভাবে জানবো ?
মোবাইলে ভাইরাস দূর করার উপায় – মোবাইল ভাইরাস ক্লিনার
আজ মোবাইলে একটি এন্টিভাইরাস ব্যবহার করা অনেকটাই দরকারি হয়ে উঠেছে।
আমাদের মোবাইল ফোনে ৯০% ভাইরাস ইন্টারনেট থেকে ঢুকে ? হে এইটাই সত্যি।
আমরা দিনে কতরকমের ওয়েবসাইটে গিয়ে মোবাইলে কতকিছু ডাউনলোড করি।
ওয়েবসাইট গুলিতে গিয়ে কতরকমের লিংক এ ক্লিক করি।
আর এই ডাউনলোড করা জিনিষগুলিতে এবং লিংক গুলিতেই ভাইরাস ঢুকিয়ে রাখা হয়।
এই ভাইরাস থাকা লিংক ক্লিক করি বা ভাইরাস থাকা ফাইল গুলি ডাউনলোড করি তখনই সেই ভাইরাস গুলি আমাদের মোবাইলে ঢুকে যায়।
এবং আমরা বুঝতেও পারিনা যে আমাদের মোবাইল ফোনে ভাইরাস আছে।
এতে আমরা বুঝতেও পারিনা আর সেই ভাইরাস গুলি আমাদের এবং আমাদের মোবাইলের ক্ষতি সাধন করতে থাকে।
তাই, আমরা আমাদের মোবাইলের জন্য একটি ভালো এন্টিভাইরাস অবশই মোবাইলে ইনস্টল করতে লাগে।
এতে, আপনার মোবাইলে সেই ক্ষতিকারক ভাইরাস গুলি কোনোমতেই ঢুকতে পারবেনা এবং যখনি সেগুলি মোবাইলে ঢুকতে যাবে আপনাকে এন্টিভাইরাস সফটওয়্যার টি জানিয়ে দেবে।
এতে আপনি ভাইরাস কে মোবাইলে ঢুকতে বাধা দিতে পারবেন এবং সেগুলি ডিলিট করে দিতে পারবেন।
৭ টি ফ্রি মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার
আমি নিচে যা যা মোবাইল ভাইরাস ক্লিনার গুলি দেব সেগুলি আপনি গুগল প্লে স্টোরে থেকে ফ্রি তে ডাউনলোড করেনিতে পারবেন।
আমি প্রত্যেক app এর নিচে তাদের ডাউনলোড লিংক দিয়ে দেব।
১. AVG Antivirus 2023 for Android security
আপনারা তো জানেন AVG এন্টিভাইরাস অনেক নামকরা একটি এন্টিভাইরাস কোম্পানি।
AVG বিশেষকরে কম্পিউটারের OS windows এর জন্য এন্টিভাইরাস সফটওয়্যার বানায়।
কিন্তু এখন AVG android mobile-এর জন্যেও ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্যে সেরা antivirus application নিয়ে এসেছে।
আমি নিজেই এই সফটওয়্যার টি আমার মোবাইলে ব্যবহার করছি।
তাই, আমি নিজেই বন্য যে AVG মোবাইলের অনেক ভালো একটি এন্টিভাইরাস।
AVG মোবাইল এন্টিভাইরাসের কিছু লাভ
- AVG এন্টিভাইরাস আপনি ফ্রি তে নিজের মোবাইলে ব্যবহার করতে পারবেন।
- Real – time scan করে যাতে মোবাইলের ফাইল , ভিডিও , apps এবং মেমরি কার্ডে যদি কোনোরকম ভাইরাস থাকে তাহলে সে তাকে খুঁজে বের করে।
- এন্ড্রোইড মোবাইলের ব্যাটারী জীবন বাড়ায় Power Saver ফাঙ্কশন টি দিয়ে।
- অপ্রয়োজনীয় files এবং জিনিস মোবাইল থেকে ডিলিট করে এবং মোবাইল কে ফ্রি রাখে।
- মোবাইলের পার্সোনাল apps কে লক করতে পারবেন।
- নিজের প্রাইভেট ফটো hide মানে লুকিয়ে রাখতে পারবেন AVG এন্টিভাইরাস সফটওয়্যার টি দিয়ে।
- অনলাইন ইন্টারনেট এ কাজ করার সময় মোবাইল এ ভাইরাস কে ঢুকতে দেয়না এবং বাধা দেয়।
- এর DUAL ENGINE ANTIVIRUS ফাঙ্কশন দিয়ে নিজের মোবাইল কে স্ক্যান করুন এবং যত ভাইরাস আছে সবটাই ডিলিট করে দিন।
২. Kaspersky Security & VPN
Kaspersky ফ্রি এন্টিভাইরাস এবং ইন্টারনেট security, আপনার মোবাইল কে ভাইরাস মুক্ত রাখতে এবং ভাইরাস থেকে বাঁচাতে অনেক রকমে সাহায্য করার ক্ষমতা রেখে থাকে।
এটি এমন একটি এন্টিভাইরাস যে আপনার এন্ড্রয়েড মোবাইল কে ১০০% ভাইরাস মুক্ত রাখবে।
এ আপনাকে এবং আপনার মোবাইল কে malware, spyware এবং adware এগুলির মতো ভয়ানক ভাইরাস থেকে বাঁচাবে।
Kaspersky এন্টিভাইরাস অবশই কম্পিউটারের জন্য অনেক আগের থেকেই antivirus software বানাচ্ছে।
এখন, তারা নিজের সফটওয়্যার এন্ড্রোইড মোবাইলের জন্য ও বানিয়েছেন।
Kaspersky এন্টিভাইরাস এর কিছু লাভ
১. আপনার স্মার্টফোনে এই এন্টিভাইরাস সফটওয়্যার টি নিজে নিজেই বিভিন্ন রকমের ভাইরাস যেমন , trojan, spyware adware এবং malware গুলি খুঁজতে থাকে।
আর, যদি সে কোনোরকমের ভাইরাস আপনার মোবাইলে পায়, তাহলে আপনাকে জানিয়ে সেগুলি চিরকালের জন্য মোবাইল থেকে ডিলিট করে সরিয়ে দেয়।
২. এ এমন একটি antivirus engine যে বাইরের থেকে কোনো ভাইরাস মোবাইলে ঢুকতে দেবেনা।
যেমন, কোনো ফাইল, ভিডিও বা app অন্য কারোর মোবাইল থেকে নেওয়ার সময় যদি কোনো ভাইরাস আপনার মোবাইলে ঢুকতে চায়,
তাহলে Kaspersky ভাইরাস কে ব্লক করে তাকে আপনার মোবাইলে ঢুকতে দেয়না।
৩. যদি আপনি ইন্টারনেট ব্যাবহার করেন তাহলে ইন্টারনেট থেকে আপনার মোবাইলে ভাইরাস ঢুকার সুযোগ অনেক।
আর তাই, Kaspersky সফটওয়্যার টি ইন্টারনেটে কাজ করার সময় সেই অনলাইন ভাইরাস গুলিকে ব্লক করে দেয় যাতে তারা আপনার মোবাইলে ঢুকে যেতে না পারে।
এবং, যেগুলি ওয়েবসাইট ভাইরাস যুক্ত সেগুলিকে ও Kaspersky ব্লক করে আপনাকে সুরক্ষিত রাখে।
৪. যদি আপনি মোবাইলে অনলাইন শপিং করেন বা অনলাইনে কোনোরকম টাকার লেন দেন করেন তাহলে আপনার financial information চুরি হতে পারে কিছু phishing ভাইরাস এর দ্বারা।
আর, তাই Kaspersky এন্টিভাইরাস এক anti – phishing সফটওয়্যার হিসেবে কাম করে আপনার সব রকমের ডিটেলস ও financial information আপনার মোবাইল সুরক্ষিত রাখে এবং সেগুলো চুরি হতে দেয়না।
৫. এর বাইরেও Kaspersky এন্টিভাইরাস আপনার মোবাইলে app লকার, call blocker এবং ফোন finder এগুলির মতন বৈশিষ্ট্য দেয়।
৩. Avast Antivirus & Security
যদি আপনি নিজের এন্ড্রয়েড মোবাইলের জন্য একটি ভালো এন্টিভাইরাস খুঁজছেন, তাহলে Avast মোবাইল security আপনার অনেক কামে আসবে।
মোবাইল থেকে ভাইরাস বেরকরার জন্য এবং মোবাইলে ভাইরাস ঢুকতে না দেবার জন্য এই এন্টিভাইরাস সফটওয়্যার অনেকটাই নামকরা।
Avast এন্টিভাইরাস দুনিয়াভরে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করছে এবং নিজেদের এন্ড্রোইড মোবাইল কে ভাইরাস এবং malware থেকে সুরক্ষিত রাখছেন।
এই এন্টিভাইরাস app টির আরো একটি বিশেষ গুন্ আছে, সে হলো, adware (অ্যাডওয়্যার) ভাইরাস কে ব্লক এবং ডিলিট করা।
আপনি হয়তো অনেকবার নিজের মোবাইলে ওছায়াতে অনেক ads বা বিজ্ঞাপন দেখতেপান।
এই বিজ্ঞাপন গুলি নিজে নিজে আপনার মোবাইলে এসেযায় এবং আপনাকে রাগিয়ে দেয়।
আসলে এই বিজ্ঞাপন গুলি adware ভাইরাস থেকে আপনার মোবাইলে দেখানো হয়।
আর, এই adware ভাইরাস ইন্টারনেট থেকে আপনার মোবাইলে ঢুকে পরে এবং আপনার মোবাইলে সব সময় বিজ্ঞাপন দেখাতে থাকে।
তাই, Avast ফ্রি এন্টিভাইরাস আপনার মোবাইলে এরকম কোনো adware ভাইরাস আপনার এন্ড্রোইড মোবাইলে ঢুকতে দেয়না এবং যদি আপনার মোবাইলে এরোমোক বিজ্ঞাপন দেখানো ভাইরাস ঢুকে থাকে তাহলে সেগুলিকে AVAST একবারের জন্য বের করেদেয়।
Avast এন্টিভাইরাস এর কিছু লাভ
১. এন্টিভাইরাস ইঞ্জিন – ভাইরাস এবং malware scanner অটোমেটিক্যালি আপনার মোবাইল স্ক্যান করে যাতে যদি কোনো ভাইরাস বা ক্ষতিকারক জিনিস আপনার মোবাইলে থাকে তাহলে সেটা ধরা পরে এবং তাকে মোবাইল থেকে ডিলিট বা সরানো যায়।
২. Web এবং file scanning এর দ্বারা আপনাকে পুরো ভাইরাস ফ্রি protection দেবা হয় এবং এ আপনাকে spyware, adware এবং malware এর মতো ক্ষতিকারক ভাইরাস থেকেও বাঁচায়।
৩. কোনো বাইরের মোবাইল বা কম্পিউটার থেকে জিনিস নিজের মোবাইলে নেবার সময় যদি তাতে ভাইরাস থাকে তাহলে এই এন্টিভাইরাস টি তাকে আপনার মোবাইলে ঢুকতে দেয়না এবং তাকে ব্লক করে দেয়।
৪. যা আমি আগেই বলেছি Avast এন্টিভাইরাস আপনাকে ইন্টারনেট থেকে এবং ইন্টারনেটে থাকা ক্ষতিকারক ওয়েবসাইট থেকে আপনাকে বাঁচিয়ে রাখে।
৫. Avast antivirus এর junk cleaner বৈশিষ্ট্য টি আপনার মোবাইল থেকে অপ্রয়োজনীয় files এবং জিনিস সরিয়ে ফোন কে ফ্রি এবং ফাস্ট বানিয়ে রাখে।
৬. Call blocker বৈশিষ্ট্য দ্বারা আপনি যেকোনো মোবাইল নম্বর কে ব্লক করে রাখতে পারবেন।
৭. ইন্টারনেট থেকে বেশিভাগ ঢুকা ভাইরাস যেমন, trojan, adware, spyware এবং malware এগুলি Avast আপনার মোবাইলে ঢুকতে দেনায়।
তাই এখন কোনো চিন্তা না করেই ইন্টারনেট এর মজা নিন নিজের এন্ড্রোইড মোবাইলে।
যদি আপনি নিজের মোবাইলকে ভাইরাস মুক্ত করে রাখার উপায় খুঁজে থাকেন বা কিভাবে ভাইরাস থেকে বাঁচাবো তা ভাবছেন ,
তাহলে Avast এন্টিভাইরাস ব্যবহার করুন।
এ আপনার মোবাইল কে পুরো ভাবে সুরক্ষিত করে রাখবে।
ডাউনলোড করুন Avast মোবাইল antivirus
৪. McAfee Security: Antivirus VPN
যদি আপনি মোবাইল থেকে ভাইরাস বের করার সহজ উপায় খুঁজছেন,
তাহলে McAfee মোবাইল এন্টিভাইরাস আপনার অনেক কামে আসবে।
ফোনের ভাইরাস দূর করার উপায় হিসেবে এই এন্টিভাইরাস সিকিউরিটি অ্যাপস প্রত্যেকের প্রিয় হয়ে দাঁড়িয়েছে।
এটি এমন একটা এন্টিভাইরাস যে আপনার এন্ড্রোইড মোবাইলে ভাইরাস কোনোমতেই ঢুকতে দেয়না এবং,
যদি আগের থেকেই মোবাইলে ভাইরাস আছে তাহলে তাকে খুঁজে বের করে এবং সেটা সরিয়ে দেয়।
একটি দারুন এবং ভালো এন্টিভাইরাস হিসেবে McAfee র আরো অনেক বৈশিষ্ট্য আছে।
যেমন, security লক, phone finder, contact ব্যাকআপ এর মতো আরো অনেক গুন্ এই এন্টিভাইরাস টিতে রয়েছে।
McAfee এন্টিভাইরাসএর কিছু আরো বৈশিষ্ট্য
১. মোবাইল নিরাপত্তা এবং ভাইরাস স্ক্যান – মোবাইল ভাইরাস মুক্ত রাখার উপায় হিসেবে এই সফটওয়্যার অনেক কার্যকর।
এই সক্ষম এন্টিভাইরাসটি আপনার এন্ড্রয়েড মোবাইল এর background এ নিজের স্ক্যান কার্য করতে থাকে।
এতে যদি আপনার মোবাইলের কোনো ফাইল , গেম, app , ভিডিও বা মেমরি কার্ডে যদি কোনোরকম ভাইরাস (malicious files) থাকে,
তাহলে McAfee তাদের খুঁজে বের করে এবং চিরকালের জন্য তাদের আপনার মোবাইল থেকে সরিয়ে দেয়।
২. সুরক্ষিত ওয়েব ব্রাউসিং (web browsing) – যদি আপনি নিজের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে আপনার মোবাইলে ইন্টারনেটে থাকা বিভিন্ন ওয়েবসাইট বা ডাউনলোড করা ফাইল থেকে ভাইরাস বা adware ঢুকে যেতে পারে।
আর তাই, McAfee এরকম ভাইরাসকে যারা নাকি ইন্টারনেট থেকে আসতে পারে তাদের ব্লক করে মোবাইলে ঢুকতে দেয়না।
৩. সাধারণ তবে কার্যকর ভাইরাস ক্লিনার – McAfee এমন একটি সাধারণ ভাইরাস ক্লিনার যে আপনার মোবাইলকে ১০০% ভাইরাস মুক্ত করে রাখবে। এতে আপনার মোবাইল ফাস্ট এবং সুরক্ষিত থাকবে।
ডাউনলোড করেন McAfee এন্টিভাইরাস
৫. Avira Security Antivirus & VPN
Avira antivirus, এন্টিভাইরাস এর দুনিয়াতে অনেক নামকরা এবং সক্ষম একটি সিকিউরিটি সফটওয়্যার।
আপনার এন্ড্রয়েড ফোন কে ১০০% ভাইরাস মুক্ত করে রাখতে এই এন্টিভাইরাস app টি অবশই সক্ষম হবে।
Avira একটি পুরস্কৃত সিকিউরিটি সফটওয়্যার যেটাকে লক্ষ লক্ষ লোকেরা নিজের মোবাইলে ব্যবহার করছেন।
ভাইরাস সম্পূর্ণ পরিষ্কার করার বাইরেও Avira এন্টিভাইরাস এর আরো অনেক বৈশিষ্ট্য আছে।
যেমন, মোবাইলের security, anti – theft, privacy আরো অনেক।
তাই যদি আপনি মোবাইলের সবচেয়ে ভালো এন্টিভাইরাস কোনটি এইটা জানতে চান তাহলে আমি বলবো Avira ফ্রি antivirus.
Avira এন্টিভাইরাসএর কিছু বৈশিষ্ট্য
- Spyware এবং malware ভাইরাস থেকে আপনার মোবাইলকে সুরক্ষিত করে ভাইরাস মুক্ত রাখে।
- আপনার চুরি হওয়া মোবাইলকে খুঁজতে এবং track করতে সাহায্য করে।
- আপনার পার্সোনাল ভিডিও, ফটো চুরি হবার থেকে বাঁচিয়ে রাখে।
- নিজে নিজেই Avira আপনার ফোনের apps, ফাইল, ভিডিও এবং মেমরি কার্ড স্ক্যান করে এবং এগুলিতে ভাইরাস থাকলে তাদের খুঁজে বের করে।
- ইন্টারনেটে থাকা adware এবং spyware ভাইরাস আপনার মোবাইলে ঢুকতে দেয়না।
Avira অনেকেই নিজের মোবাইলে ব্যবহার করছেন ভাইরাস থেকে নিজের মোবাইল কে বাঁচানোর জন্য।
তাই আপনিও এর ব্যবহার করে নিজের এন্ড্রোইড মোবাইলকে ভাইরাস মুক্ত রাখতে পারবেন।
Avira android মোবাইলের অনেক ভালো এন্টিভাইরাস আমি বলবো।
ডাউনলোড করেন Avira ফ্রি এন্টিভাইরাস
6. Quick Heal Mobile Security
যখন জনপ্রিয় এবং সেরা mobile security software গুলোর কথা বলা হচ্ছে, তখন আরেকটি জনপ্রিয় antivirus এর নাম না বললে কিভাবে চলবে।
আমি কথা বলছি, Quick Heal Mobile Security-র, যেটা বর্তমানে বিভিন্ন ধরণের device গুলোতে security solution হিসেবে অধিক পরিমানে ব্যবহার হচ্ছে।
Android devices-এর জন্যে একটি অনেক শক্তিশালী antivirus protection বলে বলা যেতে পারে।
এই application আপনার device গুলোকে ransomware, malware, spyware, এবং অন্যান্য online privacy threats থেকে সুরক্ষা দিয়ে থাকে।
Quick heal দ্বারা আপনার মোবাইলে real time scan সবসময় চলতেই থাকে।
এতে, অনেক সহজেই new এবং existing online virus, malware, spyware গুলি ধরা পরে থাকে।
৭. Bitdefender Antivirus
মোবাইল এবং কম্পিউটার দুটো ক্ষেত্রেই Bitdefender Antivirus আমার প্রিয় একটি software.
এই দারুন antivirus software-টি অনেক powerful এবং fast.
Application-টির virus detection ক্ষমতা অধিক শক্তিশালী এবং উন্নত।
অন্যান্য প্রচুর virus protection software এর মতো এই app-টি আপনার mobile battery এবং performance এর ওপর কোনো ধরণের প্রভাব ফেলবেনা।
সোজা ভাবে application-টি মোবাইলে install করুন এবং কোনো সমস্যা ছাড়া নিজে নিজে আপনার মোবাইল সুরক্ষিত হয়ে থাকবে ভাইরাস থেকে।
>> Download করুন Bitdefender Antivirus
Final words,
মোবাইলে ভাইরাস দূর করার উপায় হিসেবে আপনারা ওপরে বলা যেকোনো একটি android mobile antivirus software ব্যবহার করতে পারেন।
কেননা, যদি আপনার smartphone-এ আগের থেকেই ভাইরাস প্রবেশ করে রয়েছে,
তাহলে এই এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড করে সরাসরি scan করলেই virus ধরা পরবে।
ধরা পরা virus আপনারা এই একই antivirus software এর ব্যবহার করে delete বা quarantine করার মাধ্যমে মোবাইল থেকে সরিয়ে দিতে পারবেন।
আমি আপনাদের এই আর্টিকেলের মাধ্যমে মোবাইলের জন্য সবথেকে ভালো এন্টিভাইরাস কোনগুলো তা বিস্তারিত আলোচনার মাধ্যমে বললাম।
ওপরে দেয়া সব এন্টিভাইরাস গুলো প্রায় একই ধরণে কাজ করে বলে বলতে পারেন।
তাই দিয়ে দেওয়া ৫ টি সফটওয়্যার এর মধ্যে আপনি যেকোনো একটি নিজের মোবাইলে ইনস্টল করে নিজের মোবাইলকে ভাইরাস থেকে বাঁচিয়ে রাখতে পারবেন,
এবং এভাবেই মোবাইল থেকে ভাইরাস বের করতে পারবেন।
মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ – (লাইভ টিভি চ্যানেল apps) – Learnbd24