একাদশে ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি ২০২৪

One Time School

একাদশে ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি ২০২৪
একাদশে ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি ২০২৪

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশে কলেজ ভর্তির নিশ্চয়ন নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে। ১ম পর্যায়ের ভর্তি রেজাল্ট ২৩ জুন প্রকাশ করা হবে। মেধাতালিকার রেজাল্ট প্রকাশের পর নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চয়ন করাতে হবে। নিশ্চায়ন করার পদ্ধতি সম্পর্কে জানুন।

একাদশ শ্রেণির কলেজ ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি ২০২৪

কলেজ ভর্তির ১ম মেধাতালিকা প্রকাশের পর, ২৩ জুন থেকে ২৯ জুন শনিবার রাত ৮টার মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির নিশ্চয়ন না করলে, কলেজ নির্বাচন বাতিল করা হবে। আবারো ভর্তির জন্য আবেদন করতে হবে। তাই সতর্ক থাকুন।

বোর্ডের নিশ্চয়ন ফি ৩৩৫/= (তিন শত পঁয়ত্রিশ) টাকা।

কলেজ নিশ্চয়ন ফি সঠিক পরিমানে পরিশোধ করা না হলে, কলেজ নির্বাচন বাতিল করা হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিচের বিজ্ঞপ্তিতে একাদশ ভর্তি আবেদন ও পরবর্তী প্রক্রিয়ার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানুন।

একাদশ শ্রেণির কলেজ ভর্তি নিশ্চয়ন তারিখ ২০২৪

একাদশ শ্রেণির কলেজ ভর্তি নিশ্চায়ন করার পদ্ধতি

অনলাইনে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ফি প্রদান করে কলেজ ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। একাদশের ভর্তি নিশ্চায়ন করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, রকেট, ইউপে, ট্যাপ ও ওকে ওয়ালেটের মাধ্যমে।

লক্ষ্য করুন: কলেজ নিশ্চয়ন ফি পরিশোধের আগে অবশ্যই ভর্তি ওয়েবসাইটের ফি প্রদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন।
ভর্তি ওয়েবসাইটের নিচের ঠিকানা থেকে নিশ্চয়ন ফি পরিশোধের সচিত্র তথ্য পাওয়া যাবে।

http://xiclassadmission.gov.bd/payment/payment.html

বিকাশ এর মাধ্যমে একাদশে ভর্তি নিশ্চয়ন করার পদ্ধতি ২০২৪

কলেজ নিশ্চায়ন ফি পরিশোধ করে, নিচের অনুচ্ছেদের নির্দেশনা মত কলেজ নিশ্চায়ন যাচাই করে দেখুন।

বিকাশের মাধ্যমে নিশ্চায়ন ফি পরিশোধ করতে নিচের যুক্ত ছবির মত সকল স্টেপ অনুসরণ করুন।

কলেজ একাদশ ভর্তি নিশ্চায়ন যাচাই পদ্ধতি

আপনার কলেজ নিশ্চায়ন ফি সঠিকভাবে বোর্ডে জমা পড়লো কীনা, তা অবশ্যই যাচাই করুন। কারণ বোর্ডের রেজিস্ট্রেশন ফি জমা না পড়লে, কলেজ নির্বাচন বাতিল হবে। তাই এবিষয়ে সতর্ক থাকুন এবং নিচের ঠিকানায় গিয়ে নিশ্চায়ন যাচাই করুন।

http://xiapp2.xiclassadmission.gov.bd/board/viewRegPayment23_24

উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।

নিচের ছবির মত রেজিস্ট্রেশন ফি পরিশোধ যাচাই ফরম আসবে। এখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীর তথ্য দিলে দেখা যাবে সঠিকভাবে বোর্ড ফি জমার তথ্য।

উপরের ছবির মত পাতায় শিক্ষার্থীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিলে বোর্ডে টাকা জমা পড়ার তথ্য জানা যাবে।

একাদশ শ্রেণির ভর্তির ৩য় দফার কলেজ নিশ্চয়ন ফি পরিশোধে কোন প্রকার অসুবিধা দেখা দিলে, আমাদের লিখে জানাতে পারেন।

Paragraph: A Tea Stall বাংলা অর্থসহ | One Time School

একাদশে ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি ২০২৪

Leave a Comment

error: Don't Copy This Content !!