মোবাইলের স্কিন লাইভ দিন ফেসবুক কিংবা ইউটিউবে

One Time School

আসলামু আলাইকুম | সবাইকে স্বাগতম আজ আমার দ্বিতীয় পোস্ট | সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি দ্বিতীয় পোস্ট শুরু করতে যাচ্ছি | তো চলুন শুরু করা যাক |

মোবাইলের স্ক্রীন লাইভ দিন ফেসবুক কিংবা ইউটিউবে
মোবাইলের স্ক্রীন লাইভ দিন ফেসবুক কিংবা ইউটিউবে

আগামী দিনে আমি ওয়েবপেজ এমবেড করা শিখিয়েছিলাম | আজ আমি ফেসবুকে এবং ইউটিউবে মোবাইল স্ক্রিন লাইভ ব্রডকাস্ট কীভাবে করতে হয় তা শেখাতে যাচ্ছি |

আমরা অনেকেই চায় নিজের মোবাইল স্ক্রিন ইউটিউবে অথবা ফেসবুকে লাইভ দেখাতে | বিশেষ করে ক্রিকেট ম্যাচ অথবা ফুটবল ম্যাচ লাইভ দিতে চায় | কিন্তু ক্রিকেট বা ফুটবল ম্যাচ লাইভ দেখাতে হলে অবশ্যয় কম্পিউটার অথবা ল্যাপটপের প্রয়োজন হয় | কম্পিউটার এবং ল্যাপটপে উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করে OBS studio থেকে যেকোন কিছু লাইভ দেখানো যায় | সেক্ষেত্রে কম্পিউটারের সামনে না বসে থাকলেও চলে | সময়ের অপচয় কম হয় | কিন্তু আমাদের সবার তো কম্পিউটার থাকে না | আমরা চাইলেই মোবাইল স্ক্রিনকে লাইভ প্রদান করতে পারি ফেসবুকে বা ইউটিউবে | এখন চলুন শিখে নিই আমরা |

প্রথমে প্লে স্টোর থেকে

Camefi live

অ্যাপটি ডাউনলোড করুন |



অ্যাপে প্রবেশ করে সকল পারমিশন ওকে করুন | পলিসি accept করুন | অবশ্যয় ফ্রি ভার্সন ব্যবহার করবেন|

ক্যামেরার পরিবর্তে স্ক্রিন অপশন সেলেক্ট করুন |

যদি ফেসবুকে লাইভ দেখাতে চান তাহলে ফেসবুকে আর ইউটিউবে লাইভ দেখাতে চাইলে ইউটিউবে ক্লিক করুন | উদাহরণস্বরুপ ফেসবুক পেজে লাইভ দেখানোর নিয়মটি দেখিয়ে দিচ্ছি |

এখন নিয়ম অনুযায়ী লগ ইন করুন | তারপর ফেসবুক পেজ অথবা গ্রুপ সেলেক্ট করে ওকে করুন |

ফ্রীতে সিনেমা দেখুন: মোবাইলে মুভি দেখার সেরা অ্যাপস



তাহলে মোবাইল স্ক্রিনের উপর কার্সরের মতো একটি বাটন থাকবে যা স্থানান্তরিত করা যাবে | ঐখানে ক্লিক করে সেটিংস অপশনে ক্লিক করে যাবতীয় সেটিংসগুলি দেখতে পাবেন | এখান থেকে ভিডিও সাইয,ধরন,বর্ণনা,শব্দ বন্ধ করা ও অন্যান্য বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন |


Go অপশনে ক্লিক করার পর ‘creat’ অপশনে ক্লিক করলেই লাইভে চলে যাবেন |

প্রমাণঃ

Video & screenshot credit goes to Muhitbdt

তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, ইউটিউব চ্যানেলে লাইভ দেওয়ার ক্ষেত্রে চ্যানেলটির সাবস্ক্রাইবার কমপক্ষে ১হাজার হতে হবে | আর স্ক্রিন লাইভ দেখাতে গেলে মোবাইলের আশেপাশের সাউন্ডও চলে আসে | এটি সব থেকে বড় সমস্যা |

এখানেই শেষ করছি | সবাইকে ধন্যবাদ |

মোবাইলের স্ক্রীন লাইভ দিন ফেসবুক কিংবা ইউটিউবে

Leave a Comment

error: Don't Copy This Content !!