ভাব সম্প্রসারণ: ভালোমন্দ, সুখ দুঃখ অন্ধকার আলো, মনে হয়, সব নিয়ে এ ধরণী ভাল Valomondo Sukh Dukkho Ondhokar Alo, Mone Hoi Sob Niye A Dhoroni Valo
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই ওয়েবসাইট পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজ আরও একটি নতুন ভাব সম্প্রসারণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভাব সম্প্রসারণ টি বিশেষ করে ৬ষ্ট, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির জন্য খুবই উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আশা করছি আপনাদের পাঠ্যপুস্তক এর সহায়ক হিসেবে আমাদের ওয়েবসাইট থেকে এই ভাব সম্প্রসারণ টি অনেক কাজে লাগবে। আজকে আমরা আপনাদের জন্য যে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব সেটি হলো পুষ্প আপনার জন্য ফোটে না। চলুন শিক্ষার্থীবৃন্দ আমরা এই ভাব সম্প্রসারণ এর বিস্তারিত নিয়ে আলোচনা করি।
আপনারা যারা শিক্ষার উপর বিভিন্ন তথ্য খুজতেছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন। এখানে শিক্ষার উপর সমসাময়িক তথ্য প্রচার করা হয়ে থাকে। আমরা প্রতিদিনই কোন না কোন বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের আরো একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আজকে যে ভাব সম্প্রসারণ চিনি আলোচনা করব সেটি অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আজকের ভাব-সম্প্রসারণটি নিম্নে আলোচনা করা হল:
ভাবসম্প্রসারণ তালিকা
- ভাবসম্প্রসারণ: শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির
- ভাবসম্প্রসারণ: পুষ্প আপনার জন্য ফোটে না
- ভাবসম্প্রসারণ: শিক্ষাই জাতির মেরুদন্ড
- ভাবসম্প্রসারণ: ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ
- ভাবসম্প্রসারণ: সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ / সঙ্গ দোষে লোহা ভাসে
- ভাবসম্প্রসারণ: প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না
- ভাবসম্প্রসারণ: আলস্য এক ভয়ানক ব্যাধি
- ভাবসম্প্রসারণ: জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর
- ভাবসম্প্রসারণ: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
- ভাব সম্প্রসারণ: উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই
- ভাবসম্প্রসারণ: এ জগতে হায়, সে বেশি চায় আছে যার ভূরি ভুরি / রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি
- ভাব সম্প্রসারণ: ভালোমন্দ, সুখ দুঃখ অন্ধকার আলো, মনে হয়, সব নিয়ে এ ধরণী ভাল
আজকে আমরা বাংলা ব্যাকরণ এর যে ভাব সম্প্রসারণ আলোচনা করব সেটি সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী একটি ভাব সম্প্রসারণ। আমরা আমাদের এই ওয়েবসাইটে চেষ্টা করেছি আজকে যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করব সেটি সহজ এবং সুন্দর ভাবে উপস্থাপনা করার যাতে করে শিক্ষার্থীরা সহজেই অনুবাদ করতে পারে এবং তাদের নির্দিষ্ট বাংলা ব্যাকরণ এর পাশাপাশি এই ভাব সম্প্রসারণ অনেক কাজে লাগবে।
ভাব সম্প্রসারণ: ভালো-মন্দ, সুখ-দুঃখ, অন্ধকার- আলো, মনে হয় সব নিয়ে, এ ধরণী ভালো।
মূলভাব: পৃথিবী অনন্য আকর্ষণীয় ও মানুষের সবচেয়ে সুন্দরভাবে বেঁচে থাকার গ্রহ। যেহেতু মানুষই এ গ্রহের অধিপতি, তাই তার অনুভূতিও এ গ্রহের বিচরণশীল। দুঃখ ও অন্ধকার মানুষকে যখন আচ্ছন্ন করে তখন এ পৃথিবী তার কাছে অসম্ভব যন্ত্রণার স্থান বলে মনে হয়। আবার সুখ ও আলোতে এ পৃথিবী অনন্য সুন্দর বলে মনে হয়। তবে অনুভূতি যা-ই হোক না কেন, এ পৃথিবী মানুষের আত্মতৃপ্তির এক আশ্রয়।
সম্প্রসারিত ভাব: বিশ্বব্রহ্মাণ্ডের নানাবিধ পরিবর্তনে আমাদের এই পৃথিবী সৃষ্টি হয়েছে। যুগের পর যুগ নানা রাসায়নিক পরিবর্তনে এই পৃথিবী গরম থেকে ঠান্ডা হয়েছে, তাতে প্রাণের সঞ্চার হয়েছে এবং আরো অনেক বছর পর তা মানুষের বসবাসযোগ্য হয়েছে। মানুষ নিজের মতো করে যুগে যুগে কালে কালে এ পৃথিবীর অবয়ব পরিবর্তন করেছে। তাতে কখনো কখনো পৃথিবীর ভারসাম্যেরও বড় পরিবর্তন ঘটেছে। কিন্তু সবকিছুর পরও এই পৃথিবীর মানুষকে আশ্রয় দিয়েছে, মানুষের সকল অনুভূতির ভার বহন করেছে এ পৃথিবী।
জীবন নিস্তরঙ্গ নয়, তাতে সব সময় ঘটে উত্থান-পতন। মানুষ সেই উত্থান-পতন মিলিয়ে বেঁচে থাকে। যখন জীবন দুঃখ ভারাক্রান্ত হয় তখন মানুষের মন বিক্ষিপ্ত হয়ে ওঠে। চারদিকের পরিবেশ তার কাছে অসহনীয় হয়ে ওঠে। পৃথিবীটাকে তার তখন বোঝা বলে মনে হয়। চারদিকে যতই সুখের উপকরণ থাক না কেন সেটা কে অগ্রাহ্য করে। তার কাছে মনে হয় পৃথিবী একদিকে সে আরেক দিকে। এভাবে এক বিষাদ ময় পরিবেশে দিন যাপন করে।
আবার এর উল্টো চিত্র পরিলক্ষিত হয় সুখের সান্নিধ্যে থাকলে। চারদিকে তখন যতই অস্থিরতা থাক না কেন পৃথিবীর আকর্ষণ তখন মানুষের কাছে বিন্দুমাত্র কম হয় না। সে সর্বতোভাবে জীবনকে উপভোগ করে এবং জীবনের সৌন্দর্যকে চারদিকে ছড়িয়ে দেয়। প্রেম ও ভালোবাসার পূণ্য বাঁধন মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়। এভাবে সুখ-দুঃখ মিলিয়ে এই পৃথিবীর মানুষের কাছে আত্মপ্রকাশ করে।
পৃথিবীর এক প্রান্তে যখন যুদ্ধের দামামা বাজে অন্য প্রান্তে হয় হৃদয় বিনিময়। এ সত্য জানে বলেই শেষাবধি মানুষের কাছে এ পৃথিবী গ্রহণযোগ্য হয়; মানুষ এখানেই থাকতে চায়। রবীন্দ্রনাথের ভাষায়: “মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।”
মন্তব্য: পৃথিবীতে যতই দুঃখ-শোক আসুক না কেন মানুষ তাকে মেনে নিয়েই জীবন ধারণ করে। কারণ সুখের আশা শেষ পর্যন্ত তাকে ইতিবাচক মনোভাব নিয়ে বাঁচার প্রেরণা জোগায়। এ কারণেই পৃথিবীর মানুষের এতো প্রিয়।
আজকে আমরা যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করলাম আশাকরি একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবশ্যই কাজে লাগবে। আমরা আমাদের এই ওয়েবসাইটে চেষ্টা করেছি শ্রেণী ভিত্তিক বিভিন্ন শিক্ষার্থীদের তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়ে আলোচনা করার। পর্যায়ক্রমে আমরা শিক্ষার ওপর আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আর এই জন্য আপনাদের মতামত অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
আমরা চেষ্টা করেছি খুব সহজেই দ্রুততার সহিত শিক্ষার আপডেট বিষয়গুলো আপনাদের হাতে পৌঁছানোর। তাই বেশি বেশি করে আপনারা আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের সাথে থেকে উৎসাহ প্রদান করবেন আশা করি।
ভাব সম্প্রসারণ: ভালোমন্দ, সুখ দুঃখ অন্ধকার আলো, মনে হয়, সব নিয়ে এ ধরণী ভাল