ব্যাখ্যা : বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেকা, খাতুন , বেগম, আলখেল্লা ইত্যাদি তুর্কি শব্দ। কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, বাদশাহ, বান্দা, মেথর, দস্তখত, দৌলত, নালিশ, দোকান, মৌলভি, খানা, আমদানি, রপ্তানি, হাঙ্গামা, বদমাশ, নমুনা ইত্যাদি ফারসি শব্দ।
[তথ্যসুত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ৯ম ১০ম শ্রেণী]