তালগাছ– রবীন্দ্রনাথ ঠাকুর

One Time School

তালগাছ– রবীন্দ্রনাথ ঠাকুর
তালগাছ– রবীন্দ্রনাথ ঠাকুর

তালগাছ
– রবীন্দ্রনাথ ঠাকুর


তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়,
একেবারে উড়ে যায়;
কোথা পাবে পাখা সে?
তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার, –
মনে মনে ভাবে, বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার।
সারাদিন ঝরঝর থত্থর
কাঁপে পাতা-পত্তর,
ওড়ে যেন ভাবে ও,
মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
যেন কোথা যাবে ও।
তার পরে হাওয়া যেই নেমে যায়,
পাতা কাঁপা থেমে যায়,
ফেরে তার মনটি
যেই ভাবে, মা যে হয় মাটি তার
ভালো লাগে আরবার
পৃথিবীর কোণটি।
ছবি- সম্রাট পাল

সহজ পদ্ধতিতে Simple Complex Compound করার নিয়ম | One Time School

তালগাছ– রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Comment

error: Don't Copy This Content !!