আসসালামু আলাইকুম আজকের পোস্টে দেখবেন কিভাবে জন্ম নিবন্ধন সংশোধনী আবেদন করতে হয়
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার পূর্বে আপনাকে আপনার জন্ম নিবন্ধন কি কি ভুল আছে সেটি যাচাই করে নিতে হবে যাচাই করার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন
ভেরিফাই ওয়েবসাইটে গিয়ে আপনার জন্ম নিবন্ধনের সাঁতার ও ডিজিটের নম্বরটি ঘরের ভিতরে লিখুন
দ্বিতীয় ঘরে জন্মতারিখ লেখুন নিচে
ক্যাপচা পূরণ করে সার্সে ক্লিক করুন তাহলে আপনার জন্ম নিবন্ধনটি পেয়ে যাবেন
বাম পাশে বাংলা অপশন ডান পাশে ইংরেজি
বাংলা ও ইংরেজি মিলিয়ে দেখবেন যে সঠিক আছে কিনা যাদের সার্টিফিকেট আছে যাদের ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ড বাচ্চাদের ক্ষেত্রে পিতা-মাতার ডকুমেন্ট অনুযায়ী মিলিয়া নিবেন
এখান থেকে না বুঝলে ভিডিওটি দেখতে পারেন
এরপর নিচে ওয়েবসাইটে গিয়ে সাধারণ ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধানে ক্লিক করুন তারপর নির্বাচন থেকে কনফার্ম করুন
জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন 👉👉 https://bdris.gov.bd/br/correction
এরপর সংযোজন থেকে কি কি ভুল আছে সেগুলো সিলেক্ট করুন সিলেক্ট করার পর ভুল নির্বাচন করা হয়েছিল এখানে ক্লিক করে দিবেন
এরপর আপনার ডকুমেন্ট অনুযায়ী নাম গুলো বসিয়ে দিবেন
নিচে থেকে জন্মস্থানের ঠিকানা বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা পূরণ করে দিবেন তারপর সংযোজন থেকে
আপনার ডকুমেন্টটি সিলেক্ট করে দিবেন
ডকুমেন্ট ফাইল কেন ১০০ কেবির নিচে হয় এরপর নিজে আবেদন করলে নিজ দেবেন পিতা-মাতা আবেদন করলে পিতা-মাতা সিলেট করবেন এরপর
ইমেইল দিবেন এবং একটি মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারে ৬ ডিজিটাল otp কোড যাবে কোড টি দিয়ে সাবমিট এ ক্লিক করবেন আবেদন নাম্বার পাবেন নাম্বারটি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গিয়ে যোগাযোগ করবেন বাকি কাজ সেখান থেকে করে নিতে পারবেন ধন্যবাদ