বর্তমান সময়ে এক বড় বিভ্রান্তির নাম হলো লোডশেডিং। তুমুল গরমে যখন আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন আমরা একটু ইলেকট্রিসিটি নিচে অথবা ফ্যানের নিচে বসে নিজেদের গা জুড়িয়ে নেই। কিন্তু বর্তমান সময়ে লোডশেডিং এত পরিমাণ হচ্ছে যে জনজীবনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং যারা রোগী তাদের দিন পরিচালনা করা খুব কষ্টকর হচ্ছে। এর প্রধান কারণ হলো জেনারেশন ক্রাইসিস। অর্থাৎ লোডশেডিং হচ্ছে এর মূলত কারণ হলো যে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি না থাকার কারণে এবং বিদ্যুৎ উৎপাদন কম হওয়ার কারণে বারবার লোডশেডিং দিয়ে সেটি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তাই আপনারা যারা লোডশেডিং নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন অথবা লোডশেডিং নিয়ে যারা মনে করছেন ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া উচিত তাদের জন্য আজকে আমাদের ওয়েবসাইটে লোডশেডিং নিয়ে স্ট্যাটাস দিয়ে দেওয়া হলো। কারণ আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে লোডশেডিং নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট আপনাদের বন্ধুবান্ধবেরা করছে এবং সেখান থেকে আপনি হয়তো অনেক সময় মজা পাওয়ার পাশাপাশি অনেক সময় আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। কারণ লোডশেডিং এর কারণে আপনি যে দুর্ভোগান্তির শিকার হচ্ছেন তা হয়তো অন্য কিছু দিয়ে পুসিয়ে নেওয়া সম্ভব নয়। যারা গ্রাম পর্যায়ে থাকেন তারা হয়তো গাছ-গাছালির নিচে থাকার কারণে অথবা গ্রামীণ পরিবেশে থাকার কারণে অনেকটাই স্বস্তি পাচ্ছেন।

কিন্তু শহর পর্যায়ের জায়গা গুলোতে বাতাস চলাচলের জন্য অথবা পর্যাপ্ত পরিমাণে গাছ-গাছালি না থাকার জন্য অনেক সময় আপনারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়েন অথবা গরমে আপনাদের জীবন জায়গায় অবস্থা হয়ে যায়। আর সেই ক্ষেত্রে যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে আপনাদের অবস্থা আরো খারাপ হয়ে ওঠে। তবে যাই হোক আপনারা লোডশেডিং নিয়ে যারা ফেসবুকে অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করতে চান অথবা সেই পোষ্টের ক্যাপশন পেতে চান তারা আজকে আমাদের ওয়েবসাইট থেকে লোডশেডিং এর বিভিন্ন স্ট্যাটাস অথবা ফেসবুকের বিভিন্ন পোস্টের ক্যাপশন সংগ্রহ করে নিতে পারেন।
- Excel-এর ৫০টি প্রয়োজনীয় ফর্মুলা (সংক্ষিপ্ত বাংলা ব্যাখ্যা)
- Excel Formulas & Functions: Learn with Basic EXAMPLES
- Data Validation in Excel: Filters, Grouping, Sorting Examples
- How to Do Addition, Subtraction, Multiplication & Division in Excel
- Introduction to Microsoft Excel 101: Notes About MS Excel
1. লোড শিডিং হচ্ছে হোক
আমি গরমে আরাম করা লোক
2. ক্লাস ৪, ৫ এর দিকের সময়ে কারেন্ট গেলেই হারিকেন, আর বাতির আলোতে পড়তে হয়েছে! সেই সময়ে কারেন্ট গেলে পড়ার চেয়ে ফাকি মেরেছি বেশি…… বাতির ভেতর দিয়ে হাত ঘুরিয়েছি, বাতির আগুনে পোকা পুড়িয়েছি, কলম পুড়িয়েছি, কাগজ পুড়িয়েছি….সেই দিনগুলো আর ফিরবেনা, কিন্তু যখনি কারেন্ট থাকেনা তখনি মনের আঙ্গিনায় ঘুড়ে বেড়ায় সেই সৃতি গুলো ?
3. প্রিয়জনের শূন্যতার চেয়ে কারেন্টের শূন্যতা বেশি প্যারা দিচ্ছে। ?
4. ‘কারেন্ট নাইরে কারেন্ট নাইরে জগতে;
বাইচা থাকতেই কারেন্ট নাইরে জগতে।’
5. প্রসঙ্গ যখন চলে যাওয়ার,
তখন কারেন্ট ই সেরা?
লোডশেডিং নিয়ে কবিতা
লোডশেডিং নিয়ে বিভিন্ন ধরনের রম্য কবিতা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। যদিও লোডশেডিং নিয়ে আমরা অনেক ধরনের বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছি তারপরেও আমরা যদি facebook এ লোডশেডিং নিয়ে খুব সুন্দর সুন্দর কবিতা পোস্ট করি তাহলে দেখা যাবে যে এখন মানুষ এই কবিতাগুলো খুব পছন্দ করবে এবং আপনার এই হাস্যরসাত্মক বোধ থেকে অনেকেই আপনার প্রতি খুশি হবে।
তবে আপনি যদি নিয়মিতভাবে ফেসবুকে খুব সুন্দর সুন্দর পোস্ট করতে চান তাহলে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ লোডশেডিং নিয়ে বিভিন্ন ধরনের কবিতা পোস্ট করুন। এক্ষেত্রে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে লোডশেডিং নিয়ে বিভিন্ন ধরনের কবিতা সংগ্রহ করে নিন।
লোডশেডিং নিয়ে কিছু কথা
লোডশেডিং নিয়ে কিছু কথা যদি আপনি ফেসবুকে পোস্ট করতে চান এবং এক্ষেত্রে আপনি যদি খুব সুন্দর ভাবে লোডশনিং এর এই বিষয়গুলো বন্ধু-বান্ধবের কাছে ফুটিয়ে তুলতে চান অথবা আপনার ব্যক্তিগতভাবে প্রকাশ করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে লোডশেডিং নিয়ে কিছু কথা সংগ্রহ করে নিন।



নিজের ব্যক্তিগত মতামতের সঙ্গে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা যখন লোডশেডিং নিয়ে কিছু কথা সংযুক্ত করবেন তখন দেখবেন যে আপনাদের এই পোস্ট গ্রহণযোগ্যতা পাচ্ছে। তবে লোডশেডিং এর এই সমস্যা সাময়িক এবং পরবর্তীতে সমাধান হলে আপনারা সকলে আগের মতো ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবেন।